নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

কি নির্দেশ করে টুথপেস্ট টিউবের নিচের রঙিন কিউবটটি? আপনি জানেন কি (৩)

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮

কি নির্দেশ করে টুথপেস্ট টিউবের নিচের রঙিন কিউবটি?
কখনো টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন ট্যাবের উপস্থিতি টের পেয়েছেন? হয়ত দেখেছেন, কিন্তু পেস্ট ভেদে সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বাক্সটিকে নিয়ে ভাবেননি।

কিন্তু এই রঙগুলোর আছে আলাদা এক অর্থ। পেস্টভেদে থাকা এই রঙগুলো ঐ পেস্টটি কি উপাদান দিয়ে তৈরি তা ইঙ্গিত করে।

লাল- প্রাকৃতিক + রাসায়নিক উপাদানের সংমিশ্রণ।

কালো- সম্পূর্ণ রাসায়নিক।

নীল- প্রাকৃতিক + ভেষজ উপাদানের সংমিশ্রণ।

সবুজ- সম্পূর্ণ প্রাকৃতিক।


সূত্র: অ্যামেইজিং থিংস.কম




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৩

প্রলয়শিখা বলেছেন: একবার ফেইসবুকে তথ্যগুলো দেখেছিলাম। ভূলে গেছি বলে তথ্যগুলো অনেক খুজেছি। ব্লগে পাইলাম। ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: প্রলয়শিখা, উপকারি কথা তাই দিলাম ব্লগে। খুশি হলাম লেখা টা আপনার কাছে নিয়ে আসতে পেরে

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

ইকরাম বাপ্পী বলেছেন: ছবি দিলে ভালো হইত :(

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা ছবি অনেক ট্রাই করছি কিন্তু পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.