নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

"চাটগাঁইয়া Dictionary "

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬

চাটগাঁইয়া ভাষা না বুজলে লেখকের সাহায্য নিতে পারেন

English to চট্টগ্রামী বাংলা
...................................
Wow-- অবুক/ও'বাজি'রে
Wait --দইজ্জ দর
Cock--লাতা কুরা
Come here -- ইক্কে আয়
Go there -- এন্ডে যা
Sit -- বয়
Speak -- হ
OK -- টিক আছে
Boy -- মরত ফোয়া
Girl -- মেইফোয়া
Search -- তোয়া
Suddenly -- আতিক্কে
Cat -- বিলেই
Dog -- কুত্ত
Where -- হন্ডে
Why -- কিল্লাই
How-- কে'নে
Don't touch -- ন'দরিস
Kitchen -- অ'লাঘর / পাকঘর
Goat -- ছঅল
Get lost -- দুরুই যা
Who are you? -- তুউই হন?
How are you?--কেন আছ?
Where are you? -হন্ডে তুই?
Where are you going? -
হন্ডে য'দ্দে?
Are you mad! - ফ'ল পাল্লার!
I feel unwell. - আ'ত্তে গম ন
লা'র।
Please give me - বদ্দাদে,
দেছুনা।
Hey guy - ওডা
Hi mam- ওডি
Please sleep - ঘুমাছুনা
Please walk - আঁটছুনা।
(সংগৃহীত)

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

নীল-দর্পণ বলেছেন: রেডিওতে সানডে নাইট যখন শুনতাম আরজে রাজু-মুনজু এর সিলেটী এবং চাটগাঁইয়া ভাষা শুনতে খুবই ভাল লাগল। যেকোন আন্ঞ্চলিক ভাষাই ভাল লাগে শুনতে যদিও বুঝি না সব (২টা ছাড়া) :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: নীল-দর্পণ ধন্যবাদ। ২টা কোনটি কোনটি

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

মিথুন আহমেদ বলেছেন: :) :) :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

মমতাজ চট্রগ্রাম বলেছেন: :#)

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

চ্যাং বলেছেন: আঁর টা কুই??

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: চায়না বল্লেন নাকি ভাই?

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

চ্যাং বলেছেন: লাগবুক না। :-0 =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

কাবিল বলেছেন: ভাল,
আশা করি আরও কিছু শেয়ার করবেন।
তয় আমার একখান প্রশ্ন, চট্টগ্রামের ভাষা কি বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ, নাকি স্বয়ংসম্পূর্ণ আলাদা একটি ভাষা?

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

মমতাজ চট্রগ্রাম বলেছেন: আলাদা ভাষা নই আন্ঞলিক রূপ ঐ বলতে পারেন। আর যদি আলাদা ভাষা হইতো। জানি কোন চিটাইগাঁ বর্ণ মালা বের করে পেলতো।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মিথুন আহমেদ বলেছেন: স্বয়ংসম্পূর্ণ ভাষা, তবে কোন স্ক্রীপ্ট নাই। শুধু বলা যায়।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: একটু বলে দেখান ভাই

৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: slippery--বিরবিজ্জা
stand up--তিয়াছুনা
oh no--থে ওডা
i am fine--গম আছি

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা হা হা বিরবিজ্জা। মজা পাইলাম বস

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

মুহাই বলেছেন: গম অইয়্যি :-D

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: অবুক, বদ্দা বওত খুসি লার

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২

বিপরীত বাক বলেছেন: দুর্বোধ্য ও শ্রুতিকটু।।।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ

১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

গেম চেঞ্জার বলেছেন: গম অইছে। গঁ অইছে B-)

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ

১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। আমার এখানে একজন চট্টগ্রামের লোক আছে। উনি যখন দেশে কথা বলেন আমরা কিছুই বুঝি না। উনি মাঝে মাঝে আমাদের সাথেও আঞ্চলিক ভাষা শুরু করে দেন। তখন উনাকে বাংলায় তর্জমা করে দেয়ার জন্য অনুরোধ করতে হয়।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

মমতাজ চট্রগ্রাম বলেছেন: অনেক এ বলে জটিক ভাষা নাকি চায়না ভাষার মত। আমার তে তেমন মনে হয়না।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক মজা পেলাম। আঞ্চলিক ভাষাই আসল মাতৃভাষা।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা ভাইয়া একদম মনের কথা বলেছেন।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

ভিটামিন সি বলেছেন: জীবনে এহনও কোন চাঁটগাইয়ার সাথে পরিচয় অয় নাইক্কা। দেহি বাহি জীবনে অয় নাহি...

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মমতাজ চট্রগ্রাম বলেছেন: কি কন ভাই? তাইলে তো মিস করছেন

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

লাজুক ছেলে...... বলেছেন: মাথাডা চুলকাইতেআছে......... হ্যাতেরা এইয়া কিয়া কয় ? হাগল নি কুনো.......
:-*

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ভাই চুলকাইতেছে ভাল কিন্তুু চুল চিরে পেল্লে লেখক দায়ি নহে।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চাঁটগাইয়া এবং সিলটী ভাষার প্রতি আমার একটু বাড়তি দরদ আছে। তাদের ভাষায় আছে এক রকমের সরলতা। মানুষগুলোও সরল। (আমার অভিজ্ঞতায়)

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা ভাই, আসলে সকল আঞ্চলিক ভাষা গুলোর বিতর এক রকম আন্তরিকতা থাকে। আমার ও এই ভাষাগুলোর প্রতি টান একটু বেশি

দরদ যখন আছে আমাদের ভাষার প্রতি, একদিন চলে আসুন চাটগাঁইয়া মেজবান খাওয়াই দিমু একটা তয় শীত কালে মজা পাইবেন____মইনুল ভাই

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ক্রিবিণ বলেছেন: অনর য় বিয়াগ্গুন য অই গিয়ে... লেহাগান আত্তু গম লাইগ্গে...

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: অত্তরমারে এরোগ্গো ভাই বদ্দা.../

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... থ্যাংকস... ওয়াও... !

মেজবানির কথা অনেক শুনেছি। আমার কিছু কলিগ ছিলেন চট্টগ্রামের... সেই ১৩/১৪ বছর আগের কথা। এখন তারা কোথায় জানি না :(

মনে থাকবে.... শীতকালেই মেজবানির দাওয়াত নেবো...হাহাহা :)

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা মনে থাকে যেনো।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

নীল-দর্পণ বলেছেন: হায় হায় ওপেনলি সেটা বললে গনধোলাই দেবে পাবলিক আমাকে :P

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

মমতাজ চট্রগ্রাম বলেছেন: পাবলিকের মাইর খাওয়ার একটা আলাদা মজা আছে ভাই। যে কোন নেতার কাছে গেলেই বলবে অবিজ্ঞতার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.