নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আমার বিশ্বকাপ কাসুন্দি

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯



“আমার বিশ্বকাপ কাসুন্দি”
......................
পত-পত করে উড়িছে পতাকা
আমিও আছি সাথে,
আরামের ঘুম কামাই করিয়া
দেখছি খেলা রাতে।

সকালে অফিসে মাথা দুলাইয়া
খুব ঝিমাইতে থাকি,
হেলিয়া দুলিয়া নানান কাজে
দিচ্ছি দিয়ে ফাঁকি।

আবার আসিয়া সন্ধ্যা থেকে
দেখছি বসে খেলা,
কোন রকমে যাচ্ছে কাটিয়া
অলস সন্ধ্যা বেলা।

গিন্নি আসিয়া হাঁক দিয়ে যায়
আমার হয়েছে জ্বালা,
এত কথা যে বলছি তোমায়
কানে কি দিয়াছ তালা?

ছেলেপুলেরা পড়াশুনাটা
করবে কেমন করে?
খেলার নেশায় দিন রাত্রি
থাকছ তুমি পড়ে।

গিন্নির কথা ডান কানে শুনে
বাঁ কানে দেই ঝেড়ে,
এমনি করে ঘড়ির সময়
যায় যে অনেক বেড়ে।

টুলটুল চোখে তাকিয়ে থেকে
চোখ হয়ে যায় ভারী,
গভীর ঘুমেও মাথার মাঝে
খেলা বেঁধেছে বাড়ি।

বল নিয়ে কভু ছুটছি আমি
দিচ্ছি যে করে গোল,
কখনো আবার গ্যালারিতে বসে
বাজাইছি আমি ঢোল।

এমনি করিয়া রাত্রি শেষে
সকাল হইলে পরে,
কোথা থেকে যেন ঘুমের পরীটা
আমায় আসিয়া ধরে।

টুলটুল চোখে বিরস বদনে
আবার অফিসে যাই,
খেলার মাসটা ছুটি কাটাইবার
কোন কি উপায় নাই?
....... মামুন... ১৯-০৬-২০১৮।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: তোমরা আর্জেন্টিনাকে হিংসা করোনা।হিংসার জ্বালায় অযথা পুড়ে শেষ হইওনা।বিশ্বসেরা আর্জেন্টিনা ছাড়া আবার বিশ্বকাপ ফুটবল উপভোগ্য হয় নাকি!!এতো বোকা কেনো তোমরা?এতো হিংসুটে কেনো?সাত গোল যাতে না খাও সেই দোয়া করো।ম্যারাডোনার সেই সময় থেকে আমরা ছিলাম, আমরা আছি।তোমরা গোলের বন্যায় ভেসে যাও আমরা চাইনা।তোমরা হিংসা নীতি পরিহার করে চেষ্টা করো যাতে অনেক বেশি গোল খেতে না হয়।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: মেসি বিশ্ব সেরা ফুটবলার কোন সন্দেহ নেই। ব্রাজিল-আর্জেন্টিনা কোন বিষয় না। শেষ পর্যন্ত এটি একটি খেলা। আমরা ফুটবল খেলাটা অনেক ভালোবাসি, তাই হয়তো ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের এত উন্মাদনা। দুঃখ লাগে আমার দেশের ফুটবলের পথ হারানো দেখে। ধন্যবাদ ভাই, বোঝাই যাচ্ছে আপনি আর্জেন্টিনার কঠিন ভক্ত। আমি সম্ভব হলে প্রায় প্রতিটি খেলাই দেখার চেষ্টা করি। যদিও আমি আর্জেন্টিনার সমর্থক নই, কিন্তু মেসির দারুণ ভক্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা না থাকলে ফুটবলটাই পানসে হয়ে যাবে। তাই দুই দলের জন্যই শুভ কামনা রইল।

২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চুরান্ত বাস্তব ঘটনা, ফিফা/অলিম্পিক কাপে অফিস ছুটি না একদম তালাবদ্ধ করে দেওয়া উচিত ।।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ঠিক ঠিক

৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার কাসুন্দি! ভাল লাগা!

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।

৪| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

কাইকর বলেছেন: পড়লাম

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

আব্দুল্লহ আল মামুন বলেছেন: জানলাম।

৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:২৪

সোজা সাপটা বলেছেন: চমৎকার

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন ভালোবাসা।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.