নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

চিরকুমার বচন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০


“চিরকুমার বচন”
......................
ভাবনা আমার মনের কোনে
উথালপাথাল ঢেউ,
কেমন করে মুক্তি পাবো
বলবে নাকি কেউ?

কত মানুষ বিয়ে করে
একের পরে হালি,
তারপরেও ঘুরে বেড়ায়
নিয়ে পরের শালি!

ডেটিং করে সেটিং করে
কাঠ বাদামও খায়,
কখন আবার এদিক ওদিক
কোথায় কোথায় যায়!

আমার বুঝি কপাল পোড়া
কেউ জুটেনি সাথে,
তাইতো এখন একলা ঘুমাই
আস্ত ডাবল খাটে।

বিয়ের তরে ভয়টা আমার
ছাড়ছেনা যে পিছু,
মেয়ে দেখলে হাঁটু কাঁপে
কাঁপে আরো কিছু।

কাঁপাকাঁপির ঠেলায় পড়ে
হলনা আর বিয়ে,
কিংবা কোন মেয়ের সাথে
ইটিস-পিটিস ইয়ে।

তাইতো আমি রয়ে গেলাম
চিরকুমার ম্যান,
সবাই মিলে কানের কাছে
করে ঘ্যানর-ঘ্যান।

বলতে পার তোমরা কি কেউ
কি যে এখন করি,
নয়তো কি কেউ দিতে পার
এমন কোন বড়ি?

যে বড়িটা খেলে পরে
পাবো সমাধান,
আবার আমি ফিরে পাবো
আমার আগের মান।

এসব নিয়ে ভেবে ভেবে
যায় যে সময় বয়ে,
এমনি করে জীবনটা মোর
যাচ্ছে কেবল ক্ষয়ে।
....... মামুন... ২৩-০৯-২০১৮।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: সুন্দর

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: বাহ !!!!!
বেশ !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

নজসু বলেছেন: হেঃ হেঃ হেঃ..
তা আর বলতে.. B-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: মজা পেয়েছেন, জেনে ভালো লাগলো। এতেই আমার আনন্দ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলে যান আজ বা কাল,
কলিকাতা হার্বাল!!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
তবে এত কাপাকাপির কি আছে!
আছে সব সমস্যার সমাধান- মডার্ণ হারবাল!!

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অভিজ্ঞতা লব্দ মতামত প্রদানের জন্য মোবারকবাদ। হাঃ হাঃ হাঃ ..

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বাকপ্রবাস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলে যান আজ বা কাল,
কলিকাতা হার্বাল!! B-) =p~

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অভিজ্ঞতা লব্দ মতামত প্রদানের জন্য মোবারকবাদ। হাঃ হাঃ হাঃ ..

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

শামচুল হক বলেছেন: চিরকুমার বচন চমৎকার হয়েছে। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

রসায়ন বলেছেন: দারুণ কবিতা । মজা পেলাম । আরও লিখেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ। দারুণ অনুপ্রাণিত হলাম। । লিখছি, ইনশাআল্লাহ, লিখা চালিয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.