নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ লুঙ্গি সমাচার

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

লুঙ্গি হল খুবই মজার
আরামদায়ক ড্রেস,
বলে এটার গুণে কথা
যায় না করা শেষ।

কিন্তু এটা পর যদি
থেকো তুমি নিরবধি
... খুবই কেয়ারফুল,
ভুলেও তো কভু যেনো
... যায় না হয়ে ভুল।

মুসলমানি হলে পরে
নয়া লুঙ্গি আসে ঘরে
... তখন থেকে শুরু,
লুঙ্গিটাকে বাগে আনা
... সহজ নয়রে গুরু।

লুঙ্গিটাকে হাতে ধরে
গিঁট্টু দিবে শক্ত করে
... থাকে যেন টাইট,
মাটি থেকে থাকে যেন
... একটু খানি হাইট।

এলেবেলে হাঁটার ছলে
পড়ে গেলে পায়ের তলে
... গিঁট্টু যাবে খুলে,
তড়িত্ করে ব্যস্ত হাতে
... নিতে হবে তুলে।

দমকা হাওয়া এলে পরে
লুঙ্গি খানা রেখো ধরে
... নয় তো যাবে উড়ে,
তেমন হলে লজ্জা শরম
... যাবে ভেঙ্গেচুরে।

ঘুমের মাঝে লুঙ্গি খানা
ভুলে গিয়ে সকল মানা
... মাথায় যদি উঠে,
মান সম্মান যত আছে
... সকল যাবে টুটে।

তাই তো বলি লুঙ্গি পরা
সহজ নয়রে ভাই,
আরাম চাইলে যতন করে
শিখতে হবে তাই।
... ০ ...
#আবদুল্লাহ আল মামুন... ২০-১০-২০১৮।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

সাগর শরীফ বলেছেন: হাহাহা ! দারুণ মজা পেলাম ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: মজা পেয়েছেন বলে আমার কবিতাটি সার্থক হয়েছে। ধন্যবাদ ভাই।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

নজসু বলেছেন: মজার ছড়া।

পুরুষদের ঘরের পোশাক হিসেবে লুঙ্গি একটি জনপ্রিয় পোশাক।
গ্রাম অঞ্চলে বাইরেও পরিধান করে থাকেন অনেকে। '
মাশরাফি বিন মুর্তজা লুঙ্গি পরেন।

লুঙ্গিকে গুরুত্ব দিয়ে শাহরুখ খান লুঙ্গি ড্যান্স দিয়েছেন।
দেশীয় সাকিব খান কোন একটি মুভিতে মেয়েদেরও লুঙ্গি পরিয়ে নাচিয়েছেন।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: লঙ্গির মত আরামদায়ক পোশাক খুব কম আছে। এট আমারও প্রিয়। ভালো থাকবেন।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

পঁচামানুষ বলেছেন: মজাদার। আমার ব্লগে আমন্ত্রণ রইল।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: নিশ্চয়ই। সময় করে আপনার ব্লগ পড়বো, ইনশাআল্লাহ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: যখন শরৎ কাঁপে শিউলি ফুলের হরষে ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মিখু হোসাইন তিতু বলেছেন: কবি বেশি হলে যা হয় আরকি,
শেষ-মেস লুঙ্গি ধরে টান..... :D

চালিয়ে যান,দুরুন মজা পাচ্ছি গুরু।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: টানাটানি যাই হোক, শেষ পর্যন্ত মজাটাই মূখ্য।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

হাবিব বলেছেন: মজা পেলাম। প্লাস না দিয়ে উপায় নেই। +++

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.