নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত কথা

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০



আমি যখন এমপি হয়ে
হয়ে যাবো রাজা,
তখন তোদের জীবনটাকে
করবো ভাজা ভাজা।

তখন আমি যেমন বলি
করবি তেমন আসি,
তেরি-মেরি করলে দেখিস
ধরবো তোদের ঠাসি।

ডানে বললে ডানে যাবি
বাঁয়ে বললে বাঁয়ে,
মাঝে মাঝে ভালোবেসে
ধরবি আমার পায়ে।

শুনবি সদা আমার কথা
বলবো যখন যাহা,
ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়ে
বলবি শুধু আহা!

উলট-পালট করলে কিছু
দেখিস দেবো হানা,
কাকে কেমন ঔষধ দেবো
সবই আমার জানা।

যা খুশি তা করবো আমি
বলার কিছু নাই,
সব কিছুই তেমন হবে
যেমন আমি চাই।

ইচ্ছে হলে কাউকে আমি
তুলবো আকাশ পানে,
ইচ্ছে হলে আছাড় মেরে
টানবো সুতার টানে।

কমিশনের দেখবি বাহার
আসবে শুধু টাকা,
যখন তখন ব্যাংকগুলোকে
করে দেবো ফাঁকা।

তোদের যত জমিজমা
তাও নেবো কাড়ি,
এসব টাকা ফরেন নিয়ে
গড়বো সখের বাড়ি।

ছেলেপেলে সবগুলাকে
রখবো নাকো দেশে,
মহান নেতা হয়ে আমি
থাকবো ছদ্মবেশে।

তখন তোরা সুবোধ হয়ে
থাকবি আমার পাশে,
নয় তো দেখিস ফেলবো পুতে
এঁদো ডোবার কাছে।

এসব হল গুপ্ত কথা
সুপ্ত আছে মনে,
এসব কথা বলি নাকো
কভু কারো সনে।

এখন আমি ভদ্র মানুষ
মুখে ঝরে মধু,
সবার সাথে বুকটা মিলাই
হোক সে যদু-কদু।

বাইরে থেকে যায় না দেখা
আমার মনের কালো,
সবাই ভাবে মহান নেতা
মানুষ অনেক ভালো।

এই সুযোগে তাই তো আমি
সালাম দিয়ে যাই,
এমপি হবার বাসনাতে
দোয়া সবার চাই।
#আবদুল্লাহ আল মামুন... ১৮-১১-২০১৮।

(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন! তবে এসব কথা এখন আর গুপ্ত নয়, সবাই জানে!

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন, সবাই জনে। তবুও কেন যে আমরা নিবেদিত প্রাণ নেতা পাচ্ছি না, সেটাই শুধু ভাবি।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: অসাধারণ একটি কবিতা। পুরোপুরি বাস্তবতাকেই সামনে তুলে ধরেছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। আপ্লুত হলাম।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন ছড়া। ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল নিরন্তর।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অফুরান ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.