নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: জীবিত থেকেও মৃত

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮


যদি আমি চুপ থাকি
বোবা বনে যাই,
সারা দিনমান ধরে
কোন কথা নাই।

যদি দেখ চোখ থেকে
হয়ে গেছি অন্ধ,
কান দুটো নিজ থেকে
করে রাখি বন্ধ।

যদি দেখ হাত খানা
নেই কোন কর্মে,
বুঝে যাবে আঘাতটা
লেগেছিল মর্মে।

দেহজুড়ে প্রাণ রবে
তবু যাবো মরে,
এই ভাবে বল আমি
বাঁচি কি করে?
#আবদুল্লাহ আল মামুন ... ২৪-১১-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। আলোকচিত্র শিল্পীর নাম জানা নাই।)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা অফুরান।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব বলেছেন: সুন্দর...........

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অন্তহীন শুভেচ্ছা।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেহজুড়ে প্রাণ রবে তবু যাবো মরে, এই ভাবে বল আমি বাঁচি কি করে?
............................তাই তো .......তাই তো .......তাই তো
বাঁচি কি ভাবে ? ++

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

আব্দুল্লহ আল মামুন বলেছেন: কষ্ট কষ্ট কষ্ট। মুখের কথা বুকে আটকে রাখার কষ্ট। ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: আদৌ প্রেমের প্রয়োজন আছে কিনা/ নিশ্চিত আজো হয়নি আমার মন !
প্রেম থেকে তবু পৃথক করিয়া ঘৃনা/ ভালোবাসিতেই চেয়েছি সর্বক্ষন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.