নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: নব দম্পতির সংসার

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১


বউটি আমার ভারি গুণের
ডিম ভাজতে পারে,
মাছটা কাটার কথা কভু
বলবে নাকো তারে।

গোস্ত নাকি ধরতে গেলে
গা গুলিয়ে আসে,
হাঁপানিটা যায় যে বেড়ে
গেলে চুলার কাছে।

পিঁয়াজ মরিচ শাক সবজি
বুয়া কেটে দিলে,
সেটা আবার রান্না করে
তারা দুজন মিলে।

ভাতের চালটা শক্ত হবে
নরম হবে কভু,
আমায় তুমি রক্ষা কর
রহম কর প্রভু।

ঘর গুছানো কাপড় কাচা
এসব করি আমি,
তবু নাকি আমি হলাম
খুবই অলস স্বামী।

বিয়ের পরে আমার ঘরে
চলছে এমন সিন,
এভাবেই যাচ্ছে কেটে
আমার সুখের দিন।
#আবদুল্লাহ আল মামুন... ২৭-১১-২০১৮।
(বিঃদ্রঃ ইহা কোন ভাবেই আমার ঘরের সিন নহে। ইহা জনৈক শহুরে নব দম্পতির সুখের সংসার।)
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আজকালকার মেয়েরা এমনই।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: তাই হবে হয়তো। তারা এখন না রেঁধে চুল বাঁধার কাজেই বেশি ব্যাস্ত।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক আছে!!

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা রইল অন্তহীন,
সুখে থাকুন সারা দিন।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ;)

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: রাজীব নুরের সাথে একমত

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

আব্দুল্লহ আল মামুন বলেছেন: আমিও রাজীব নূরের মন্তব্যের জবাববে যা বলেছি, এখানেও তা-ই বললাম। হা হা হা .

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সাইন বোর্ড বলেছেন: সামনের দিনগুলোও এভাবে কাটুক...

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ফি-আমানিল্লাহ। আপনারও ভালো কাটুক।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।।।

ভাতের পড়ে ডিম
ডিমের পড়ে আলু
এ যুগের মেয়েরা
স্বামীদের ভাবে গরু ।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: দারুণ বলেছেন ভাই। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.