নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নায়েবের মান

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২


কত্তা যখন শুয়োর বলেন, তখন ওটা
ফান।
তখন যে তা গুণের বাহার, যায় যে বেড়ে
মান।
নায়েব মশাই কত্তা পানে, মুগ্ধ হয়ে
চান।
ফুলে উঠা বুকের সিনায়, লাগে দারুণ
টান।
মনের ঘরে থরে থরে, আসে খুশির
বান।
তখন তিনি আনন্দতে, নৃত্য করে
গান।

অন্য কেহ বললে তেমন, দিয়ে হেঁচকা
টান,
আচ্ছা করে ধোলাই দিয়ে ফেলবে ছিড়ে
কান।
আঁতের মাঝে লাগবে যে ঘা, নেই তো কোন
ভান।
পাইক পেয়াদা যত আছে, বলবে ডেকে
আন।
নায়েব মশাই তখন যে ভাই, লড়িয়ে দেবেন
জান।

পাত্র ভেদে প্রীতি নীতি, বাম হয়ে যায়
ডান।
এমনি করে সকল নায়েব রক্ষা করেন
মান।
#আবদুল্লাহ আল মামুন... ২০-১২-২০১৮।

(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। চিত্রশিল্পীর নাম জানা নাই।)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ !!! দারুন

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভাই।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার টানা টানি

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: টান টান ভালোবাসা রইল ভাই।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন--- এর ভেতর অনেক শিক্ষনীয় বিষয় আছে ---শুভকামনা রইল

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

কবীর হুমায়ূন বলেছেন: ভালো হয়েছে কবিতা। শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভালোবাসা রইল ভাই।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.