নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নেতার তরে লিপি

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫


কষ্ট করে জনাব নেতা
আমার সালাম নিন,
বছরটা তো শেষই হবে
বছর শেষের দিন।

গেল বছর আপনি মোদের
বলেছিলেন কি কি,
আমি আবার যত্ন করে
রেখেছিলাম লিখি।

পরের বছর কেমন বাণী
বলেন যদি তাই,
তাও আমি পরম যত্নে
লিখে রাখতে চাই।

আমি শুধু লিখে রাখি
বলি না তার কিছু,
চাই না আমি নেতার মাথা
হোক কখনো নিচু।

কথা এবং কাজের মাঝে
নাইবা থাকুক মিল,
তবু জানি আছে নেতার
অনেক বড় দিল।

নেতা মোদের স্বপ্ন দেখান
দেবেন আকাশ পাড়ি,
উন্নয়নের জোয়ার এসে
যাবে সাগর ছাড়ি।

স্বপ্ন দেখা হয় না আমার
কষ্ট মনে রেখে,
তবু আমার ভালো লাগে
কেউ তো স্বপ্ন দেখে!

থাকি আমি যেমন তেমন
যেমন থাকুক দেশ,
স্বপ্নটাকে ফেরি করে
নেতা থাকেন বেশ।

ভালো থাকুন জনাব নেতা
আবার সালাম নিন,
মোদের চোখে আরো কিছু
স্বপ্ন এনে দিন।
#আবদুল্লাহ আল মামুন... ২৭-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

পবিত্র হোসাইন বলেছেন: যদি আপনার মতো কবিতা লিখতে পারতাম ????

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

আব্দুল্লহ আল মামুন বলেছেন: ইনশাআল্লাহ, পারবেন। আমারে চেয়েও ভালো পারবেন। চেষ্টাটাই আসল। শুভেচ্ছা অফুরান।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

বাকপ্রবাস বলেছেন: আহা বেশ বেশ বেশ
নেতা মোদের সবার সেরা
নাই দূর্নীতির রেশ

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: নেতারা তাই বলেন। কাজের সময় তাদের আর পাওয়া যায় না ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: শুভেচ্ছা অফুরান।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ সব প্রানীকে তার আত্মরক্ষার একটা হাতিয়ার দিয়েছেন......যেমন: -
হরিণকে দিয়েছেন শিং, বাঘকে দিয়েছেন দ্রুত গতি

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

আব্দুল্লহ আল মামুন বলেছেন: আপনি এমনভাবে বলেন যে, সব সময় বুঝতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.