নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি আমি ডুবেই যাবো \nসবুজ ঘাসের মাঝে,\nঘাসের চেয়ে আমি অমন \nবড় কিছু না যে।

আব্দুল্লহ আল মামুন

আব্দুল্লহ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ছড়া_কবিতাঃ "বছরের হিসাব"

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

নতুন বছর এলেই কি
নতুন কিছু আসে?
বছর শুরুর সূর্য কি আর
নতুন করে হাসে?

পুরোনো সব যায় কি চলে
বানের মতো ভেসে?
নতুন করে একটা জীবন
হয় কি শুরু শেষে?

না যদি হয়, তবে কেন
এমন আয়োজন?
অর্থ-কড়ি শ্রাদ্ধ করার
কিসের প্রয়োজন?

বছর শেষে ঘরে বসে
ভেবে যদি দেখি,
সময় হলো এ জগতের
সবচে' বড় মেকি।

শুধু কেবল ক্ষণ গণনা
হিসাব রাখার তরে,
জীবন থেকে বছরগুলো
এমনিই যায় ঝরে।

এ জীবনে কী করেছি
আর কী করা বাকি?
সেসব কথা ভুলেও কি
একটু ভেবে দেখি?

আর ক'টা দিন সময় পাবো
এই জীবনে ভাই?
বছর শেষে সবার কিন্তু
সেই হিসাবই চাই।।

আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ৩১ ডিসেম্বর ২০২০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে ।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা রইল।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

ওমেরা বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

আব্দুল্লহ আল মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.