নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মামুনুর রশিদ

মোঃ মামুনুর রশিদ

আমি নিজেই

মোঃ মামুনুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

.......আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানি......

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩



## চারটি জিনিস যা মানুষের শরীরকে অসুস্থ করে দেয়.....

১. অতিরিক্ত কথা বলা।

২. অতিরিক্ত ঘুমানো।

৩. অতিরিক্ত খাওয়া।

৪. অতিরিক্ত মেলামেশা করা (বিশেষজনের সাথে)।



## চারটি জিনিস যা মানুষের শরীরকে ভেঙ্গে দেয়.....

১. উদ্ধেগ।

২. বিষণ্ণতা।

৩. ক্ষুধা।

৪. রাতে দেরিতে ঘুমাতে যাওয়া।





## চারটি জিনিস যা মানুষের মুখকে শুকনো দেখায় এবং মুখের সুশ্রী কেড়ে নেয়.....

১. মিথ্যাবাদিতা।

২. বেহায়াপনা/লজ্জাহীনতা।

৩. অযথা বিতর্ক করা।

৪. ব্যভিচার করা।



## চারটি জিনিস যা মানুষের মুখের সৌন্দর্য্য বৃদ্ধি করে.....

১. ধার্মিকতা/ধর্মানুরাগ/কর্তব্যনিষ্ঠা।

২. বিশ্বস্ততা।

৩. মহত্ত্ব/দয়াশীলতা।

৪. অন্যের প্রতি সহায়ক হওয়া।





## চারটি জিনিস যা মানুষের রিজিক হ্রাস করে.....

১. সকালে ঘুমাতে যাওয়া/সকালে ঘুমানো।

২. নিয়মিত নামাজ না পড়া।

৩. অলসতা।

৪. বিশ্বাসঘাতকতা/অসাধুতা।





## চারটি জিনিস যা মানুষের রিজিক বৃদ্ধি করে.....

১. গভীর রাতে (নফল) নামাজ পড়া।

২. আল্লাহর কাছে অত্যাধিক অনুতাপ করা।

৩. নিয়মিত দান-সদকা করা।

৪. বেশী বেশী আল্লাহকে স্মরণ করা।





আসুন, নিজে ভাল কাজ করি ও আরেকজনকে উৎসাহিত করি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

শুঁটকি মাছ বলেছেন: ভালো লাগল পোস্টটা!

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আকাশদেখি বলেছেন: ভালো লাগল

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

আতিক আফজাল বলেছেন: ভালো লাগলো। :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো। +++

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

আলী খান বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.