নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মামুনুর রশিদ

মোঃ মামুনুর রশিদ

আমি নিজেই

মোঃ মামুনুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

একজন বিবাহিত পুরুষের সাক্ষাতকার

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

— ভাই, কেমন আছেন?

— বিবাহিতরা যেমন থাকে!

— ঠিক বুঝলামনা।

— বুঝবেন, বুঝবেন, সময় হলে ঠিকই বুঝবেন।

— আচ্ছা, সময়ের অপেক্ষায় রইলাম।

এবার তাহলে আসল কথায়আসি।

— হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলেন। দেখছেন না, হাতে বাজারের ব্যাগ?

— আচ্ছা ভাই, মানুষ কখন বিয়ে করে?

— যখন তার বুদ্ধি লোপ পায় !!!

— আপনার মতে, বিয়ে করার প্রথম ধাপ কি?

— একটি চরম ভুল সিদ্ধান্ত গ্রহণ!!!

— মানুষ প্রেম করে ছ্যাঁকা খায়।

- আর বিয়ে করে?

— ধরা খায় !!!

— বিয়ের দিন বর হাসিখুশি থাকে, কিন্তু কনে কাঁদে কেন?

— দুজনই কাজ দুটো শেষ বারেরমতো করে নেয় !!!

— মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায়।

- আর ছেলেরা?

— পরের (স্ত্রীর) হয়ে যায় !!!

— ছেলেরা যখন মেয়েদের

উত্ত্যক্তকরে, তখন

তাকে ইভটিজিং বলে। আর মেয়েরা যখন

ছেলেদের উত্ত্যক্ত করে, তখনতাকে?

— সংসার বলে !!!

— বিয়ে করলে এত সমস্যা,

তবুআপনারা এন্টি-বিবাহ নামে কোন

সংগঠন খুলছেন না কেন?

— আপনি কি লেজকাটা শেয়ালের

কথা শোনেননি?

— ভাই, যারা নতুন বিবাহ করেছে,

তাদের জন্য কিছু টিপস?

— ভাইরে, এইসব টিপস এখনো কেউই

আবিষ্কার করতে পারেনি।

— ওকে ভাই, কথা বলে অনেক

ভালো লাগলো। আবার দেখা হবে।

— আচ্ছা ভাই, এই

সাক্ষাতকারটা আমার নাম ছাড়া পোস্ট

করবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

ডার্ক ম্যান বলেছেন: বিবাহিত পুরুষ মানে প্রকার, অন্তরেতে মৃত
পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ভারসাম্য বলেছেন: :D +++

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মোঃ মামুনুর রশিদ বলেছেন: :P :P

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

হাবীব কাইউম বলেছেন: আহম...ভাইজানে কি বিয়া করছেন?

৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

চড়ুই ১৫২ বলেছেন: ভাল লাগলো B-) B-) B-) B-)

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

রাতুল_শাহ বলেছেন: Valo laglo :)

৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

নীলতিমি বলেছেন:

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: :-* B:-/

৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

আলী খান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.