নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

পরিক্ষা ও আমি...

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেইদিন স্যার প্রি-টেষ্ট পরিক্ষার গণিতের খাতা
দিচ্ছেন। তো একে একে সিরিয়াল মত সবার
খাতা দিয়ে দিলেন, শুধু দেয়নি আমার খাতা।
.
খাতা না পাইয়া মনে মনে আমি বেজায় খুশি,
অন্তত মায়ের বকা শুনতে হইব না। মা জিজ্ঞাস
করিলেই বলব স্যার খাতা হারাইয়া ফেলছে।
.
কিন্তু না, একটু পর স্যার একটা খাতা উচু কইরা
ক্লাশের সবাইরে দেখিয়ে বলিতেছেঃ
.
- একজন মাল্টি ট্যালেন্টেড লোকের খাতা দেই নাই।
তো স্যার ডাকতেছে রোল নাম্বার সেভেন কামিং:
.
- তুমি খাতা পাইছ..??
- না স্যার...
.
তো ক্লাশ মেটদের খাতা দেখিয়ে বলিতেছেঃ
পরিক্ষায় আসল উপপাদ্য ৩৯ আর উনি লিখছে ৩২-৩৬।
.
- কিরে বইতে উপপাদ্য ৩৯ তুই কখন দেখস নাই??
- না স্যার এটা আমি দেখিনাই। :-(
- তো ৩২-৩৬ মিলিয়ে লেখছস ক্যা, লিখলে একটা লিখতি।
.
(তো এক মেয়ে ক্লাশ মেটকে দেখিয়ে)
- স্যার আমার কোন দোষ নাই, সব ও আমাকে দেখাইছে।
- না স্যার আমি ওরে কিছুই দেখাইনাই।
- ও তুই না দেখাইলে আমি ৩২-৩৬
লিখলাম ক্যামনে, আমি তো এটা পারিই না।
.
- না স্যার মামুন শুধু পিছন থেকে
টানাটানি করতেছে তাই একটু দেখাইলাম।
.
- না স্যার ও আমাকে বলছে দেইখা আন্দাজ
কইরা লিখলেই হইব। তাই আমি আন্দাজ
করেই লিখতে লাগলাম। "কিন্তু ও যে এত
তাড়াতাড়ি ৩২ থেকে ৩৬ চলে যাইব
তা আমি বুঝতে পারিনা।"
.
(কথাখানা শুনিয়াই সব পোলা মাইয়া হাহা কইরা হাসিয়া দিল)
.
- ও আচ্ছা এটা না হয় ওর দোষ। তো তোমরা শুন
বাংলা গদ্যের মধ্যে উনি কি লিখছ?? প্রশ্ন আসছে,
.
- এইডস কি সংক্ষেপে উত্তর দাও..?
.
(উনি লিখছে)
- এইডস এক প্রকার ভয়াবহ রোগ,
যা থেকে বাঁচতে হলে জানতে হবে।
.
(পোলাপাইন শুধু হাসে, নাহ ইজ্বত আর নাই)
.
- স্যার টিভির মধ্যে তো এইডাই কয়।
"এইডস কি বাঁচতে হলে জানতে হবে"
তো আমি কি করুম, আর আমার বইতে এইডস নাই।
.
- থাকবে কোথা থেকে "অপহ্রান্নের গল্প" নামে
একটা গদ্য যে নতুন করে পাঠ্য করছে তুমি জানবা
ক্যামনে। তোমার কি ওই সব খেয়াল আছে।
আমি ভেবেই পাইনা তোর রোল ৭ হইল ক্যামনে।
.
- স্যার বই নাই, তাই এটা আমি পড়িনাই... :-/
- তো এটার না বই নাই, তো আরেকটা প্রশ্নের উত্তর কি লিখছত?
.
সম্রাট শাহজাহান পানিপথের যুদ্বে তীরের
আঘাতে মারা গেছে এটা তুই কই পাইলি..??
.
- স্যার এই প্রশ্ন কমন পড়েনাই। যেহেতু
শাহজাহান রাজা আছিল তাইলে অবশ্যই
হেতে যুদ্বে তীর পড়ে মারা গেছে।
তাই এটা লিখলাম যদি ২-১ নাম্বার পাই।
.
- আসলে তুই কি ঠিকমত পড়া লেখা করবি..?
নাকি তোর মা কে এসব জানাব..?
.
- স্যার ঘন্টা দিছে ক্লাশ শেষ।
- দেখছ আমি কার লগে কথা কই,
হেতের খেয়াল কখন ঘন্টা দেয় ওই দিকে।
এদিকে আয় তোর পুটকির সব শয়তান তাড়াইয়া দেই।
.
- না স্যার আজকের জন্য মাফ করে দেন। :-/
- না ১ বেত না দিলে তোর মনে থাকবেনা,
কালকেই তুই সব ভুইলা যাবি।
.
(তো ব্যাগ্রাউন্ডে ১ বেত দিল,
তারপর দিন স্যার ক্লাশে আসিয়া বলিতেছে)
.
- কিরে আজ পুটকি জ্বলে...?
- হা স্যার জ্বলে।
- যতক্ষন জ্বলব ততক্ষন তোর কাছে শয়তান
আসতে পারবেনা। তোরে প্রতিদিন ১ বেত করে দিব
তাইলে সব মনে থাকব আর শয়তান ও কাছে আসব না।
- আচ্ছা স্যার... :-(
.
ওই দিনে পর থেকে স্যার আমাকে আর বেত দেয় নাই
আর আমার পেছনের শয়তান গুলোও আমাকে চেড়ে যায় নাই। :-(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: মজা পাইলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.