নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

টোকাই\'রাও ভালবাসতে যানে, এরাও মানুষ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

পড়ন্ত বিকেলে ব্রিজের পাশ ধরে বাসায় ফিরতেছি।
অদূরে ব্রিজের অপরপ্রান্তে রেলিং ধরেই
১৪-১৫ বছরের একটা ছেলে দাড়িয়ে আছে।
.
ময়লা শার্ট, ছেঁড়া প্যান্ট হাতে একটি লাল গোলাপ।
হয়ত তার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছে...
.
কিছুক্ষন নিস্তব্দ হয়ে বিরামহীন ভাবে তার দিকে তাকিয়ে রইলাম।
ছেলেটা এই রৌদে দাড়িয়ে আছে চোখে মুখে ভালবাসার ছাপ।
.
অনেকেই দেখে নাক ছিটকায়,
কারন সমাজ তাদের টোকাই বলে।
ওর মনেও ভালবাসা আছে,
ওরাও মানুষ আমরা তা প্রতিনিয়তই ভুলে যাই। :-(
কারন গরিবের ভালবাসা অন্যায়, বেমানান।
.
হয়ত ওর জামা প্যান্ট ময়লা ছেঁড়া।
কিন্তু আমি যানি তার ভালবাসায় কোন ময়লা নাই।
আর সেটা তাকে দেখেই বুঝা যায়। :-( :-(
.
আপনি চাইলেই আপনার ভালবাসার মানুষকে
প্রতিদিন একটি করে গোলাপ দিতে পারেন,
তাকে নিয়ে ঘুরতে পারেন রেষ্টুরেন্টে খেতে পারেন...
.
কিন্তু এই ছেলেটা পারেনা,
এদের জন্য প্রতিদিন ভালবাসার সুযোগ হয়না।
কিন্তু তারাও যানে কিভাবে ভালবাসতে হয়।
.
সত্যি এদের ভালবাসায় কোন খাদ নাই।
সত্যিকারের প্রতিটা ভালবাসাই পূর্নতা পাক... :'(
ভাল থাকুক সবার ভালবাসা... :-(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.