নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

শিরোনামে নেই রাজন, তনু, মিতুরা... :-(

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

তখন আমি ক্লাশ সিক্সে পড়ি...
এই বুইড়া বয়সেও বাসা থেকে কেউ খৎনা
করাতে নেয় না। কারন উনারা ভাবত
আমরা দুদু-ভাই তখনো ব্যাপুক ছোট, ভয় পাব।
.
বিষয়টা আমাদের দুদু ভাইয়ের কাছে ব্যাপুক
অপমানের মনে হইত। কারন পরিচিত
ফ্রেন্ডরা মাঝে মাঝে *ন্দু বইলা খ্যাপাইত।
.
তো একদিন নানা আসায় দুই ভাই
মুসলমানি করানোর জন্য নানা'কে ধরলাম।
এবার মুসলমান হওয়া চাই ই চাই। :v
.
দুই ভাইয়ের সুনামির মুখে পড়িয়া নানা
ভাই রাজী হইলেন। পরদিন দুই ভাইকে
একসাথে হাসপাতালে নিয়ে গেলেন।
আহ কি আনন্দ ভাবতেই ভালো লাগছে
আজ আমরা মুসলমান হব। :-D
.
অতঃপর ডাঃ সাহেব দুই ভাইকে খৎনা করার
জন্য অপারেশন টেবিলের বেডে শুইয়ে দিলেন।
সজীবের নাভী বরাবর একটা কাপড়ের পর্দা
ঝুলিয়ে দিয়ে ডাঃ নিচে কাজ সারছেন।
.
আর আমি বাহিরে থেকে ভাইকেকে দেখতেছি
কিন্তু নিচে কি হইতেছে মালুম করতে পারছিনা। :-/
.
কাজ শেষে ডাঃ ভাইকে নিয়ে বেরিয়ে আসলেন।
ভাই তো আমার লুঙ্গি ধইরা হাটিতেছে।
এটা দেইখা মনে মনে আমি ব্যাপুক খুশি... :O
.
ভাই মুসলমান হইয়া গেল, এবার আমার পালা।
কিন্তু ভাই ই না যানে তার কিরাম লাগতেছে।
তো আমিও টিজ করিয়া বলিলামঃ
.
- কিরে কিরাম লাগে ?? :-D
(ভাই মুখ বাকাইয়া কইলো)
- দৌড় দে, মুসলমান হওয়ার দরকার নাই।
.
হায় হায় কয় কি...
নিশ্চই এর ভেতর ঘাপলা আছে...
চোট ভাইয়ের কথা মত দিলাম দৈড়।
.
কিন্তু পালাইতে পারলাম না এক নার্স
ধইরা ফেলাইলো। :-/ তারপর মনে দ্বিধা নিয়ে
ভদ্র লোকের মত আমিও অপসারন টেবিলে
শুইয়া পড়িলাম।
.
মনে মনে ভাবতেছি এইবার জান'টা বুঝি গেছে..
এবার রুমে ডাঃ ও নার্স দুইজন...নার্স আমার
হাত ধরে রাখল।
.
ডাঃ ইনজেকশন দেওয়ার পর অতিরিক্ত সাহসে
আমি চুপ হইয়া গেলাম। শক্ত করিয়া নার্সের হাত
ধরিয়া রাখিলাম।আল্লাহ এইবার বাঁচাইয়া দাও।
.
তারপর ভয় পাইতেছি দেখে নার্স রুপকথার এক
তাজ্জব করা গল্প বলে আমাকে বিমোহিত করে ফেলেন।
এবং আমি তাজ্জব হয়ে থাকার ফাঁকেই
ডাঃ কাটাকাটির কাজটা সেরে ফেলেছিলেন।
.
নু* কাটছাটের পর ও আমি নার্স কে বলিতেছিঃ
.
- তারপর রাজকুমারীর কি হইল?? :-/
- আচ্ছা ওটা পরে বলব এখন ঊঠো বাসায় যাও।
- মুসলমান হওয়া কি শেষ...? :-(
- হা শেষ...
- না তাইলে আবার করান, আপনি গল্প বলেন।
.
তারপর নানা মিষ্টি খাওয়ানোর কথা বলে
বাসায় নিয়া আসল। অবশেষে আমরা
দুই ভাই মুসলমান হইয়া গেলাম। :-(
.
.
কি ব্যাপুক মজা লাগল তাইনা..?? :-/
খৎনার গল্পটা এইখানে শেষ হইলেই ভালো হইত,
কিন্তু না বাস্তব জীবনে আমরা বার বার
.
নতুন নতুন খৎনার গল্প শুনে/দেখে
আমাদের অনেক কিছুই হারাইতে হয়। আমরা
ভুলে যাই কাটছাটের আগে আমার কি ছিলো।
.
বাস্তব জীবনের ব্রেনওয়াশের গল্পগুলা আরো
মারাত্বক।খৎনার নামে আপনার কিডনি
খুইলা নিলেও আপনি চুপ কইরা থাকতে হইব।
কিছুই বলতে পারবেন না।
.
আর তাদের এসব ইস্যুর মাঝে দাদা'দের সাথে
দিদির কত চুক্তি হচ্ছে তার খবর কেউ রাখেনা।
এই গত ফ্রাইডেতে পশ্চিম বঙ্গের এক লোকসভায়
দাদা'রা আমাদের বিরুদ্বে যুদ্ব ও ঘোষনা করল।
কয়জন তা জানে, আমাদের নজর তো অন্যদিকে।
.
.
আজ পুরোনো ফোনটার গ্যালারিতে
গিয়ে "তনুর" একটা ভিডিও নজরে পড়ল।
ওহ আমরা তো ভুলেই গেলাম "তনু" কে?? :-(
.
ওই যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেয়েটা,
সেনাবাহীনি ক্যান্টনমেন্টে যাকে ধর্ষনের পর
হত্যা করা হল।
.
ওহ হ্যাঁ নিশ্চই এইবার মনে পড়ল, ভিডিওতে
কি সুন্দর গলায় গান গাইতেছে মেয়েটা...
.
হয়ত ছোট ভাই ফেসবুক থেকে ভিডিওটা
ডাউনলোড করে রাখল।
ভিডিওটা দেখেই মনটা খারাপ হইয়া গেল।
.
নিত্যনতুন ঘটনা আসছে, এর ফাকে কত চুক্তি
হচ্ছে কতজনের পপেট ভরছে।যার গোলক
ধাধায় পড়ে অনায়াসে হারিয়ে যায় রাজন,
তনু, মিতু'দের মত হাজারো নিরিহ প্রান।
কিছুদিন পর কেঊ তাদের খবর রাখেনা।
.
বেশ কিছু ভাইদের আমি ফলো করতাম।
তারা এই বিষয়গুলা নিয়ে বেশ ঢালাও ভাবে লিখত।
বিচার চাইত, ইভেন্ট খুলে রাজপথে আন্দলনে নামত।
এখন তাদের ইভেন্ট ও দেখিনা লেখা তো গায়েব।
এদের কথা মনে পড়ে কিনা তাও জানা নাই।
.
এখন আর কেঊ #JusticeForTonu বলে রাস্তা
অবরোধ করেনা। #JusticeForWomen
প্লেকার্ড নিয়ে কেঊ রাস্তায় নামেনা। IPL
উন্মাদনার গল্পে তনুদের ভাসিয়ে নিয়ে গেল
দূর থেকে বহু দূরে।
.
আমাদের দেশের অবস্থাই এমন একটা ইস্যু
যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন আরেকটা
ইস্যু দিয়ে সেটা ঢাকা হয়।
.
আর আমরা ভুলে যাই খৎনার আগে আমার
নু* কিরাম ছিলো। নতুন পাইলে পুরাতন
গল্প কে পড়ে। একেই বলে বাঙালী হুজুকে পাগল।
.
.
নিরাপদের থাকুন আপনি..
ভালো থাকুক তনুরা, সম্মানিত হোক জান্নাতে।
আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.