নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় থাকুন, অভিমানে নয়...

২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

ভালোবাসার সম্পর্কে ঝগড়া হোক
কিন্তু কথা না বলে থাকাটা কখনো বাড়তে
দেবেন না, অর্থাৎ অভিমান।
.
কোনো একটি কথার সাথে সাথে প্রতিবাদ মানে হল ঝগড়া,
আর প্রতিবাদ না করে নীরব থাকাটাতেই সৃষ্টি হয়
অভিমান, যার থেকে জন্ম নেয় ইগো।
.
লোহায় মরচে পড়লে যেমন শক্ত লোহাও দুর্বল হয়ে
ভেঙ্গে পড়ে,
ঠিক তেমনি ইগোও লোহার মত মজবুত
সম্পর্কও অতি সহজেই ভেঙে দেয়।
.
ব্রেকাপ আর ডিভোর্সের উদ্দেশ্য একই, আলাদা হয়ে যাওয়া।
কিন্তু তারপরেও ডিভোর্সের পরিমান কম।
কারণ, দাম্পত্য জীবনে যার সাথে আপনি অভিমান করে
আছেন দিন শেষে এক বিছানায় ঘুমাতে গেলেই সব শেষ।
ঠিক এই কারণেই ব্রেকাপের তুলনায় ডিভোর্সের সংখ্যা কম।
.
প্রেম জীবনে চাইলেই একসাথে থাকা সম্ভব নয়,
তাই এখানে প্রেম টিকিয়ে রাখার জন্য আমাদের একটাই উপায়
ঝগড়ার পর পরিস্থিতিকে অভিমানে রূপান্তরিত না করা।
অভিমান করলেও সেটা কেউ একজন ভাঙ্গানোর জন্য এগিয়ে আসা।
.
যে কোন সম্পর্কে ভাঙ্গার আগে দুইজন মুখোমুখি হোন,
নিজেদের ভালো মুহুর্তগুলো নিয়ে কথা বলুন ঘুরতে যান
একজন গভীর ভাবে আরেক জনের দিকে তাকান,
দুইজন ছোটখাটো পিকনিকের মত করে বাইরে খেয়ে আসুন।
.
আমার মনে হয় এভাবে
সপ্তাহ খানেক দুইজন দুইজনকে সময় দিন
দেখবেন সম্পর্ক ভাঙ্গার থেকে আরো মজবুত হবে। B-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.