নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

করোনা বাস্তবতা ও আমাদের পারিবারিক বন্ধন।

০১ লা জুন, ২০২০ রাত ১১:২৮

এইতো রমজান মাসের মাঝামাঝিতে
আমি টানা ৮ দিন জ্বর, সর্দি, হালকা কাশি,
গলা ব্যথা, মাথা ব্যাথা নিয়ে বেশ কষ্ট পাইছি।
.
জ্বর শুরুর প্রথম ২-৩ দিন কাউকে কিছু বলিনাই
পরে যখন দেখলাম করোনার সব গুলা লক্ষন
দিন দিন বাড়তেছে তাই বাড়িতে মায়ের কাছে
সব খুলে বললাম। মা তো কান্না কাটি করে
সব আত্বীয়-স্বজন খবর দিয়ে ফেলছে। ঘন্টায়
ঘন্টায় সবাই ফোন দিতেছে খোঁজ-খবর নিতেছে।
.
আব্বায় বলতেছে,
এই অবস্থায় বাড়িতে আসার দরকার নাই।
পাড়া প্রতিবেশী বাসায় ঢুকতে দিবেনা,
ওইখানেই ভালো ডাক্তার দেখা।
.
মামা বলতেছে,
বাড়িতে আসার কোন দরকার নাই এটা
ছোঁয়াছে রোগ তোর থেকে সবার মাঝে ছড়াবে।
(উনি টেষ্ট ছাড়াই আমাকে করোনা রোগি বানিয়ে দিলো)
.
তো এসব ঘটনার পর আমি ফেসবুকে একটা
পোষ্ট দিলাম এমন "টানা ৪-৫ দিন জ্বর, সর্দি, কাশি,
গলা ব্যথা এগুলাই কি করোনার লক্ষন???"
.
তো পোষ্ট দেখে দূরসম্পর্কের এক মামাত ভাই ইনবক্সে
মেসেজ দিয়া বলে আমার গাড়িতে আমি রাতের বেলায় তোমাক
বাড়ি পৌছায়া দিতে পারব কিন্তু কাউকে বলা যাবেনা আমি
বাড়িতে পৌছে দিলাম। এলাকার মানুষ জানলে আমার সমস্যা হবে।
আমি উনাকে একটা ধন্যবাদ দিয়ে বললাম
ভাই আমি বাড়ি যাব না, এখানেই ডাক্তার দেখাচ্ছি।
.
এতগুলা মানুষের মাঝে আমি একজন মানুষ পেলাম
যাকে আমি দূর সম্পর্কের আত্বীয় ভাবতাম আর যে না
চাইতেই আমার বিপদে এগিয়ে আসতে চাইলো।
কিন্তু যাদের আমি কাছের মানুষ ভাবতাম বিপদে
তারা কেউই এগিয়ে আসেনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.