নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্যে ্

শেখ মামুনুর রশিদ

চল নব উদ্দ্যমে সৃষ্টির অভিযাত্রায়, চল পাল্টাই…

শেখ মামুনুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী রণরীর

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:২৮

সাত আসমান পদতলে মাড়ি
মানুষের দরবারে,
নিতে এসেছি প্রতিশোধ আমি
নহে বিচারের তরে।

দাম্ভিক বুনো-কল্মাষ দল
পিশাচ ধনকুবের,
তাদের চির বিভীষিকা আমি
ওমর ক্ষুদিতের।

আমি দাবানল আমি মরুঝড়
আমি ভূমিকম্পের বাণ
পদাঘাতে ভাঙ্গি রুদ্ধ কপাট
অত্যাচারীর শাণ।

আমি হিমালয় আমি ফুজিয়ামা
আমি অগ্নি বজ্রাপাত,
ধৃষ্ট কামুক শোষকের স্বাধ
করবো ধূলিস্যাৎ।

শোন্, হে তরুণ দল,
ছিনে নেব মান করে লোহিত শ্মশ্বান
রণভুমে রাগী চল্।

চল্ চল্ চল্ নিয়ে আলী বল
হুঙ্কার ছেড়ে ডাকি-
আয় বেঈমান করবো রক্ত স্নান
তোর গর্দান ছেদি।
মাতৃদুগ্ধ একটি ফোঁটাও
মুখে যদি নিস চুষে,
উঠ,আয় তেড়ে গোর মাটি ফেঁড়ে
গ্রাসী সুনামি বেশে।

আমি দুর্বার রণ দুর্জয়
মাড়ি শোষকের উঁচু শির,
ওহে ভন্ড কুটিল স্বার্থ-কামুক
আমি বিদ্রোহী রণরীর।

যুদ্ধ বিজয়ী পৃথ্বীরাজ আমি
নিদ্রিত বটতলে
আঠারো হাজার মাখলুক এসে
মাঙে মোর পদ কোলে।

ওহে মানস মন,
দুনিয়ার সব জঞ্জাল ছেড়ে
মানুষের ডাক শোন।

আয় সবে ভাই মিলেমিশে যাই
গড়ি সেই সংসার
স্রষ্টার বানী সৃষ্টির ধ্বনি
যেথা মিশে একাকার।
**** সমাপ্ত

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬

সম্রাট৯০ বলেছেন: কবিতায় ভালো স্বাদ পাওয়া গেলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.