নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন রণবীর

মামুন রণবীর

আমি খুব সাদাসিধে মানুষ ।কবিতা,গল্প,লিরিক লিখার চেষ্টা করি মাত্র ।মাঝে মাঝে জীবনকে রহস্যেঘেরা বৃত্ত মনে হয় । যে বৃত্তে আমরা একদিক থেকে অন্যদিকে পরিভ্রমন করি ।কখনো কখনো জীবনের কথাগুলো অলীক ভাবনাদের স্পর্শ করতে ব্যাকুল হয় ।কিন্তু ভাবনাগুলো কখনোই স্পর্শ করা হয়না ।হয়তো কিছু কথা রাখতে গিয়েও রাখা হয়না ব্যাপারটির সাথে একমত পোষণ করে ।রাখা না রাখার ক্যানভাসে জীবন নি:শেষের পথে হাঁটে ।একসময় সেটাও ফুরোয় ।এরমাঝে অনেক কথার মিছিলে একটি প্রশ্ন মনে বারবার আঁচর কাটে...........আমরা কি কখনো পরিপূর্ণ হতে পারি.................আমরা মুগ্ধ হই...........কিন্তু মুগ্ধতাকে ছুঁতে পারিনা,খুব কাছ থেকে............

মামুন রণবীর › বিস্তারিত পোস্টঃ

আরেকটা স্মৃতি হবো

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪

একদিন চুপ করে ঘুমিয়ে যাবো। ঝুম বৃষ্টি নামার আগেই । বৃষ্টিফোটা আমার খুব পছন্দ । স্পর্শ করলেই সব নীরবতা ভেঙে একটা অদ্ভুত মুখরতায় মাতি।গাইতে পারিনা তবে প্রিয় কন্ঠের গানটা ঠিকই শোনা হয়।তা মুখর বাদল দিন হোক অথবা গভীর রাতে জোছনা নেমে আসা প্রহরে হোক। একদিন চুপ করে ঘুমিয়ে যাবো।অতঃপর আরেকটা স্মৃতি হবো।
আজকাল নিজেকেই অচেনা লাগে । নিজের মুখোমুখি দাঁড়ালে । কিছু সুখাবেশ,কোলাহল চুপ করে চলে গেছে আড়ালে । আড়ালে চলে যাওয়াটা আমার একদম পছন্দ নয়।বরং সামসামনি বসে আড্ডার ঝড় তোলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।আমি মুগ্ধ হই ।মানুষের কথা শুনে,আকাশের নীল দেখে। খুব মুগ্ধ হই প্রিয় কন্ঠের গানে।যখন মুগ্ধ হই তখন ইচ্ছে হয় সহস্র বছর বেঁচে থাকি । বেঁচে থেকে আরেকটা লিরিক লিখি।আরেকটা গল্পের কল্পনায় মগ্ন হই।
মাঝে মাঝে জীবনটাকে অদ্ভুত লাগে।জীবন বড্ড রহস্যময়। কোন পথে চলতে হবে তা অজানাই থাকে চলার আগ পর্যন্ত।কি ঘটবে তা কেউ বলতে পারেনা। স্বপ্নকে ধারণ করে আমাদের সামনে চলতে হয়।
সত্যি জীবন বড্ড অদ্ভুত ।কিছু কিছু মানুষকে প্রথম বিশেই থেমে যেতে হয় ।কেউবা তিনটে বিশ দেখতে পারে। জীবন এবং নিয়তি পরস্পর সমান্তরাল। জীবনের গতি একমুহূর্তও এদিক সেদিক হয়না নিয়তির নির্দেশনা থেকে। জীবনের মূল্যটা মানুষ বুঝতে পারে যখন তার হাতে অল্প কিছুদিন সময় থাকে জীবনের পথে চলার।এবং সে সেটা জেনে ফেলে। তাই সময়কে মূল্যায়ন করাটা খুব জরুরী। যতক্ষণ বেঁচে আছ বাঁচার মতো বাঁচো ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৯

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগলো কথাগুলো :)

২| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৩৪

পথে-ঘাটে বলেছেন: কথাগুলো হৃদয় স্পর্শ করার মত ছিল।

৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯

মানবী বলেছেন: অসুস্থ হলে দ্রুত আরোগ্য কামনা করছি।
সবাই চলে যাবে, সবাইকেই যেতে হবে। ডাক্তারের কাছে ছয় মাসে আল্টিমেটাম পাওয়া অসুস্থ রুগীও দশক পর দশক বেঁচে থাকে আবার রোগ জরাহীন টগবগে সুস্থ শরীরে কেউ হঠাৎই চলে যায়!

জীবনটা এমনই। অনেক সুস্থ মানুয পরিবেশ পরিস্থিতির কারনে জীবন্মৃত হয়ে বেঁচে থাকে। আআবর অনেক ভয়াবহ অসুখের রুগী জীবনের প্রতিটি মুহুর্ত থেকে আনন্দ আর সুখ নিংড়ে নেয়।

পোস্টে উল্লেখিত সেই ঘুম যেনো আগামী দু তিন দশকেও আপনাকে স্পর্শ না করে, মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হোন, এই প্রার্থনা রইলো।

পোস্টের জন্য ধন্যবাদ মামুন রণবীর।
আপনি ভালো থাকুন।

৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১১

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১১

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১২

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১২

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১২

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.