নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন রণবীর

মামুন রণবীর

আমি খুব সাদাসিধে মানুষ ।কবিতা,গল্প,লিরিক লিখার চেষ্টা করি মাত্র ।মাঝে মাঝে জীবনকে রহস্যেঘেরা বৃত্ত মনে হয় । যে বৃত্তে আমরা একদিক থেকে অন্যদিকে পরিভ্রমন করি ।কখনো কখনো জীবনের কথাগুলো অলীক ভাবনাদের স্পর্শ করতে ব্যাকুল হয় ।কিন্তু ভাবনাগুলো কখনোই স্পর্শ করা হয়না ।হয়তো কিছু কথা রাখতে গিয়েও রাখা হয়না ব্যাপারটির সাথে একমত পোষণ করে ।রাখা না রাখার ক্যানভাসে জীবন নি:শেষের পথে হাঁটে ।একসময় সেটাও ফুরোয় ।এরমাঝে অনেক কথার মিছিলে একটি প্রশ্ন মনে বারবার আঁচর কাটে...........আমরা কি কখনো পরিপূর্ণ হতে পারি.................আমরা মুগ্ধ হই...........কিন্তু মুগ্ধতাকে ছুঁতে পারিনা,খুব কাছ থেকে............

মামুন রণবীর › বিস্তারিত পোস্টঃ

সেলফি কাব্য

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:২৬




বালিকা তোমার সেলফি দেখে
চোখটা চায়না সরতে
শত চেয়েও পারেনা এ মন
তোমার মনটা ধরতে
কেমন করে পারো
শব্দে শব্দ জুড়তে
গীতিকাব্যের অন্তমিলে
তুমি শুধু পারো চড়তে

লজ্জারাঙা সেই হাসিটা
হাসবে নজর কাড়তে
তোমার একটা আলতো পরশে
মনটা চায় উড়তে

চাইলেই পারো এ মনের
পুরোটা অধ্যায় পড়তে
বালিকা তোমার সেলফি দেখে
চোখটা চায়না সরতে

বালিকা তোমার চাহনির মাঝে
জড়িয়ে থাকে মায়া
এক অপলক চোখের কথনে
জুড়ায় আমার হিয়া

খুব গোপনে মনের ভেতর
তোমার একটা ছায়া
তাই তোমাকে মন থেকে
একটা অনুভব দেয়া

কখনো তোমার আকাশ থেকে
শত অনুভব নেয়া
ভেবে ভেবে খুব গোপনে
ভাসাই প্রণয় খেয়া


বালিকা তোমার আঙুলের মাঝে
জড়িয়ে থাকে স্পর্শ সুখ
ভাবনাবিহীন দিনেও আমার
মনটা সদা জাগরুক

বালিকা তোমার ইশারার মাঝে
জেগে থাকে খুনশুটি
তোমায় ভেবে অঝোরধারা
অনুভবে খায় লুটোপুটি

কখনো কবিতার পঙক্তিগুলি
ভীষণ হুড়োহুড়ি করে
আরো কিছুক্ষণ দেখতে তোমায়
স্বপ্নডানায় চড়ে



এভাবে আমার প্রতিটি প্রহর
তোমার রঙে সাজাই
মনের গোপন পিয়ানো মাঝে
তোমার সুরটি বাজাই

বালিকা তোমার অভিব্যক্তিটা
আমার নজর কাড়ে
তুমি থেকে যাও প্রতিপ্রহর
হৃদয়ে চুপিসারে



বালিকা তুমি গাইলে
হতে পারি গীতিকবি
মনের মধ্যে ঘুরপাক খায়
শুধু তোমার ছবি

কেন যেন শুধু তোমাকেই
আমি প্রতিবার ভাবি
একমুহূর্তের জন্য হলেও
আমায় ভেবো,এটাই দাবি

বালিকা তুমি চাইলে
হতে পারি শত অপেক্ষা
মনের সব আকুলতা দিয়ে
নিতে পারি প্রণয়ের দীক্ষা

বালিকা তুমি হাসলে পরে
অনেক ভালো থাকি
অন্তরাত্মার খুব গভীরে
শুধু তোমাকেই রাখি



তোমার কথা শুনলে পরে
মার্জিত হতে শিখি
একমুহূর্তে তোমার জন্য
শত শব্দ লিখি

তোমার নামটা মনে ভাসলে
অজান্তেই সুখাবেশ আসে
শিহরণের উস্কানিতে
আমার সারা প্রহর হাসে

তুমিময় প্রতি প্রহরে
সব কষ্ট ভুলে যাই
তোমার কথা ছাড়া যেন
ভাবার কিছু নাই



বালিকা তোমার সুরের ক্যানভাস
আমায় খুব মাতায়
তোমার শহরে বৃষ্টি এলে
ভিজবো এক কথায়

তোমার নামটি লিখি কেবল
অনুভূতির পাতায়
আমার আঙুল স্পর্শ করতে
তোমার মন কি দেবে সায়

বালিকা তোমার জন্য
বাজি ধরতে পারি নিজেকে
তোমার কথা না ভাবলে
সব লাগে খুব ফিকে



তোমার নামটিই দেখি
আমি তাকাই যেদিকে
প্রতিটা লিরিক লিখি

ভাবনায় তোমাকে রেখে
বালিকা তোমার সেলফি দেখে
মনটা ভালো থাকতে শেখে

বালিকা তোমার কথা শুনে
বেঁচে থাকার শক্তি পাই
যাপিত কষ্টের সিমানা পেরিয়ে
নতুন স্বপ্ন বুনে যাই

তোমার জন্য লিখি
আমার প্রতিটা লিরিক
তোমার জন্য পড়ে
মস্তিষ্কে ভাবনার হিরিক
তোমায় ভেবে জীবন ফুরালেও
অপ্রাপ্তি ছুবেনা আমায়
আমাকে একবার ছুতে
তোমার মন কি দেবে সায়

বালিকা তোমার সাধারণ বিষয়টা
আমার কাছে অসাধারণ লাগে
কেন যেন তুমি থাক
জাগতিক সব কিছুর আগে
তোমার জন্য প্রতীক্ষায় প্রস্তুত
আমার সব পথ
তোমায় ভেবে আমার শহরে
শত লিরিকের রথ

বালিকা তোমার আঙুলের মাঝে
আমার ভাবনারা সুখাবেশ খুজে

ধীর পায়ে ওরা আসে লাজে

তোমার জন্যই আকুলতায় সাজে

বালিকা তোমার শহরে নামলে বৃষ্টি
চলে যায় সেদিকে আমার দৃষ্টি

আমি খুজে পাই আনন্দধারা
তোমার মেঘেরাও বেশ নজড়কাড়া
মনে হয় কি আর আছে তুমি ছাড়া
আজ কি তোমার ভীষণ তাড়া

বালিকা তোমার রাগগুলো বেশ মিষ্ট
তোমায় দেখলে থাকেনা কোন কষ্ট
বালিকা তোমার কথার ভঙ্গিটা বেশ
সহস্র দিন পরেও থেকে যায় তার রেশ
তোমায় ভেবে সাজাই আমার দেয়াল
তোমায় ভাবলে থাকেনা কোন খেয়াল
বালিকা তোমার শহরজুড়ে
সুখাবেশের ঘুড়ি ওড়ে
মোর বিরক্তিরা যায় ঊড়ে
তোমার চাহনির মায়ায় পড়ে

বালিকা তোমার টানে
বারবার ফিরি জীবনে
কি আছে আমার ভুবনে
তোমার সুর না শুনে
রেখেছি খুব যতনে
তোমার গান সেলফোনে
বালিকা তুমি চুমুক দিলে চায়ে
মনটা মাতে সুখাবেশের সায়ে

বালিকা তোমার সেলফি দেখে
মনটা আমায় ভালো রাখে

বালিকা তুমি আঁকলে ছবি জলরঙে
মনটা সাজে একান্তই তার ঢঙে
বালিকা তুমি বৃষ্টি ছুলে ভাল্লাগে
ঝুম বরষা শুরুর ঠিক আগে
তোমার আঙুল ছুঁয়ে বৃষ্টি মাতে উৎসবে
বাদলের গান গাইলে মেঘও সঙ্গে রবে
একটা দীর্ঘ গল্প সব লিরিকের অনুভবে
আরো শত লিরিক তোমার জন্যই হবে

বালিকা তোমার আড়শিনগর
অনেক বেশি গোছালো
একমুহূর্ত দেখলেই লাগে অনেক ভালো

তোমাকে না ভাবলে সব লাগে সাদাকালো
সমসাময়িক জীবনে আমার কি যে হলো

বালিকা তোমার চাহনির মাঝে
জড়িয়ে থাকে মায়া
এক অপলক চোখের কথনে
জুড়ায় আমার হিয়া

বালিকা তোমার সেলফি দেখে
মনে জাগে আকুলতা
একমুহূর্তে বিদায় হয় যাপিত সব ব্যথা


বালিকা তোমার উচ্ছ্বাসগুলো
আমাকে আনন্দে ভাসায়
একমুহূর্ত বিষাদে থাকলে
অনেক বেশি শাসায়



বালিকা তোমার সেলফি দেখে
চোখটা চায়না সরতে
শত চেয়েও পারেনা এ মন
মনটা তোমার ধরতে ।



মামুন রণবীর
০৪/০৬/১৭

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: অনেক অনুভূতির সমাহার।
ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৭

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক লম্বা আপনার অনুভূতির লিষ্ট।
কাব্যের কথামালায় মুগ্ধতা রইল ভাই।

শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৭

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন। +

৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৫১

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

শুভ কামনা ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৬

মামুন রণবীর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.