নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"কালকে যখন থাকবো না আর এই আমিকে খুঁজবি কি? তোর জীবনে ওমর বিনে কোনো অভাব বুঝবি কি? খুঁজবি কিরে সন্ধারাতে করছিটা কি কোন খানে? তোর মনে কাল থাকবো কিনা কি হবে কাল কে জানে?\" আমি ওমর। লেখালেখি আমার শখ। তাই লিখি ইচ্ছে অনুযায়ী।

মানিক মোহাম্মদ ওমর

অল্প স্বল্প লিখি।

মানিক মোহাম্মদ ওমর › বিস্তারিত পোস্টঃ

কবিতা- ঘুমের মিছিল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০

ঘুমের মিছিল
মা।নি।ক মো।হা।ম্ম।দ ও।ম।র

প্রতিক্ষিত শূন্যতা কাঁধে নিয়ে বয়ে চলে সাদাকালো রাতের বিষণ্ণ প্রহর
থেমে যায় দিবসের কোলাহল
সভ্যতার চোখে ভর করে জগতের সমস্ত ঘুম
ছায়াপথে জাগে নক্ষত্র নীহারিকা
সীমাহীন ব্যস্ততা নিয়ে সুখ কেনে শহরের নিষিদ্ধ বাসর
ঝুপের আড়ালে মগ্ন হয় সস্তাদরের মাদকসেবী
প্রেয়সীর কম্পিত কণ্ঠের ধ্বনিতে পুলকিত হয় দূরের প্রেমিক
আর আমি জেগে থাকি আঁধারের কোলে
রাতের বুকপকেটে আমি ভাঁজ হয়ে শুয়ে থাকি
সিসি ক্যামেরার মতো খুলে দেই গোপন চোখ
সময়ের ঢেউয়ের সাথে পাড়ি দেই রহস্যঘেরা রাতের সমুদ্র
কখনো হেঁটে বেড়াই ফেসবুকের সহস্র গলিপথে
যেখানে কেটে গেছে জীবনে শত-লক্ষ ঘণ্টা-মিনিট
যেখানে মিশে আছে জীবনের সমস্ত সুখ আর বেদনা
যখন কাউকেই পাইনা, তখন ফেসবুক এসে দাঁড়ায় আমার বিষণ্ণতার উঠোনে
এই রাতের একাকিত্বের কপোলে চুমু দেয় আমার আজন্মের বন্ধু, ফেসবুক
তাই পৃথিবীকে বলা হয় না 'শুভ রাত্রি'
মুয়াজ্জিনের আজানে রাত ততক্ষণে প্রভাতে মিলিয়ে যায়
আর আমি মিলে যাই ঘুমের মিছিলে.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.