নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"কালকে যখন থাকবো না আর এই আমিকে খুঁজবি কি? তোর জীবনে ওমর বিনে কোনো অভাব বুঝবি কি? খুঁজবি কিরে সন্ধারাতে করছিটা কি কোন খানে? তোর মনে কাল থাকবো কিনা কি হবে কাল কে জানে?\" আমি ওমর। লেখালেখি আমার শখ। তাই লিখি ইচ্ছে অনুযায়ী।

মানিক মোহাম্মদ ওমর

অল্প স্বল্প লিখি।

মানিক মোহাম্মদ ওমর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ট্র্যাফিক জ্যামের কৌতুক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

বাবা নান্টু শাহ'র ট্রাফিক মাজার

বাবা নান্টু শাহ বসেন গুলিস্তানের অদূরে নিজ আস্তানায়। বাবার খুব নাম ডাক। অনেকে অনেক রকম উপকারিকা পেয়েছে বাবার কাছে যেয়ে। কারো সন্তান হয় না, সন্তান হলো, কারো স্ত্রী বরের বাধ্যগত হলো, কারো বর স্ত্রীর কথা শুনতে লাগলো, কারো গোপন সমস্যা ছিল, তাও দূর হলো। তাই বাবার নাম ডাক এখন এতই বেশি যে আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখতে হয়। বাবার সিরিয়াল বিষয়ক খাদেমের নাম ফান্টু শাহ। ফান্টু শাহর সাথে কথা বলে জানা যায় বড় বড় ডাক্তার ফেরত রুগীরা এখন বাবার কাছে আসছে। সারা দেশ জেনে গেছে বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। সেই খবর আমাদের মত শুনেছেন আমাদের প্রধানমন্ত্রীও। তিনি একদিন বাবাকে ডেকে পাঠালেন এক সমস্যা সমাধানের জন্য। বাবা এসে দেখেন প্রধানমন্ত্রীর সাথে আরো আছেন ঢাকার দুই মেয়রও। বাবা তো ফুলে ফেঁপে ভাব নিয়ে এসেছে। এবার একজন মেয়র বললেন, দেখেন বাবা, আপনি নাকি সব সমস্যার সমাধান করতে পারেন। তো আপনি তো জানেন, ঢাকার বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম। এর একটা সমাধান করে দিন। বাবার হাসি হাসি চেহারা অন্ধকার হয়ে গেলো। বাবা বললো, আমি আজ সারা রাত ধ্যান করে তারপর সকালে এসে আমি আপনাদের সমাধান বলে দেব। এই বলে বাবা বিদায় নিল। সকাল হল বাবা তো আর আসে না। সকাল গেলো, দুপুর গেলো বাবার কোনো খুঁজ নেই। সন্ধ্যা বেলায় দুই মেয়র গেলেন বাবার আস্তানায়। গিয়ে দেখলেন বাবা নাই। তার সিরিয়াল বিষয়ক খাদেম জানালো, বাবা নাকি রাতে হাওয়ায় চড়ে জিনের দেশে গেছে। কবে ফিরবেন কিছু বলে যান নি। কদিন পর খবর পাওয়া গেলো বাবা নাকি জিনের দেশেই মরে গেছেন। মরে নাকি পানির সাতে মিশে এসে আস্তানার মাটিতে মিশেছেন। আস্তানায় কদিন আগে বাবার মাজার নির্মাণ করেছে তার ভক্তরা। এখন প্রতিদিন শত শত মানুষ আসে বাবার মাজারে। বাবা নাকি খাদেম ফান্টু শাহকে সেদিন স্বপ্নে দেখা দিয়ে বলেছে তার মাজারের নাম যেন রাখা হয় ট্রাফিক মাজার!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

ওমেরা বলেছেন: তাই নাকি !! হি হি হি হি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: তাইতো!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলে...

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: কি চলে ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.