নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"কালকে যখন থাকবো না আর এই আমিকে খুঁজবি কি? তোর জীবনে ওমর বিনে কোনো অভাব বুঝবি কি? খুঁজবি কিরে সন্ধারাতে করছিটা কি কোন খানে? তোর মনে কাল থাকবো কিনা কি হবে কাল কে জানে?\" আমি ওমর। লেখালেখি আমার শখ। তাই লিখি ইচ্ছে অনুযায়ী।

মানিক মোহাম্মদ ওমর

অল্প স্বল্প লিখি।

মানিক মোহাম্মদ ওমর › বিস্তারিত পোস্টঃ

প্রপোজ ডে\'র মজার গল্প

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

"প্রপোজ ডে"


আজ প্রপোজ ডে। রাজু খুব ভোরে ঘুম থেকে উঠেছে। আজ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। মাধবীকে আজ সে সারপ্রাইজ দেবে। সামনাসামনি তাকে প্রপোজ করে ভড়কে দেবে রাজু। কারণ গত বছর এই দিনে সে মাধবীকে প্রপোজ করেছিলো। তাদের পরিচয় ফেসবুকে। মাধবীর ছবি দেখেই সে প্রেমে পড়ে গিয়েছিলো। ছবিটা দেখতে একদম নুসরাত ফারিয়ার মতো! ইনবক্সে কথা বলতে বলতে রাজু মাধবীর নাম্বার চাইলো। মাধবীও সাথে সাথেই দিয়ে দিলো। তাতে রাজু বুঝে গেছে মাধবীও তাকে পছন্দ করে।সেই থেকে তাদের ফোনালাপ। গত বছর প্রপোজ ডে আসলে রাজু তাকে প্রপোজ করে বসে। মাধবী কি বলেছে শুনবেন?
-'আহ, সত্যি বলছ? তুমি তো আমার সম্পর্কে সব জানো না।'
-না মাধবী, এভাবে বলো না। কিছু জানতে হবে না। তুমি যেমন আমি তেমন তোমাকেই ভালোবাসি। আর না করো না প্লিজ।
-আমি যে চাইলেও না করতে পারবো না। আমিও যে তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু সাহস পাচ্ছিলাম না তোমাকে বলার।
সেই থেকে শুরু। কিন্তু দুজন থাকে দুই শহরে। তাই এখনো দেখা করার সময় হয়নি কারো। আজ তাদের সেই প্রপোজের বর্ষপূর্তি, আজ যেভাবেই হোক দেখা করে মাধবীকে চমকে দেবে রাজু। তাই একটা গিফট বক্স আর এক ঝুড়ি ফুল নিয়ে সে গেলো মাধবীর শহরে। এবার ফোন দিলো মাধবীকে।
- হ্যালো
- হ্যালো রাজু, বল
- জান, কোথায় তুমি?
- কেন? বাসায়।
- তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
- কি সারপ্রাইজ?
- আমি এখন তোমার শহরে। তুমি গোধূলি পার্কে এসো তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি।
- ওয়াও, সত্যি? তুমি বোস, আমি এক্ষুণি আসছি।
রাজু বসে আছে পার্কের এক পাশে। তার সময় যাচ্ছে না। আজ সত্যি সত্যি মাধবীর সাথে দেখা হচ্ছে! সে সামনে আসার পর কেমন হবে সময়টা? সে এসব ভাবছে এমন সময় দেখে দুজন হিজড়া আসছে তার দিকে। তার হাতে ফুল, গিফট বক্স, এসব দেখে নিশ্চয় টাকা চাইবে। হাত তালি দিতে দিতে বলবে, -ভাইয়া, গার্ল ফ্রেন্ডের জন্য এত কিছু নিয়ে আসছ আমাদের কটা টাকা দাও।
এসব ভেবে হাত থেকে তার পেছনে লোকাতে যাচ্ছে এমন সময় হিজড়া দুজন এসে হাজির।
হাত তালি দিতে দিতে বলছে - তুমি রাজু না? একি আমাকে দেখে ওগুলো লোকাচ্ছ কেন? এসব আমার জন্য আন নি?
- আপনারা আমার নাম জানেন কি করে?
- ওমা, একি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মাধবী!
রাজুর মাথা কেমন ঘুরছে। কিছুই দেখতে পাচ্ছে না চোখে।
হঠাৎ চোখ মেলে দেখে সে হাসপাতালের বেডে। নার্স কাছে এসে বলছে, আপনার জ্ঞান ফিরেছে? পুরো একদিন আপনি অজ্ঞান ছিলেন!
এরপর থেকে সে প্রপোজ ডে এলে খুব ভয় পায়। তাই ঘর থেকে বের হয়না। আগের দিন গিয়ে বাবা নান্টু শাহ'র ট্রাফিক মাজারে গিয়ে তওবা করে আসে!
বিঃ দ্রঃ বাবা নান্টু শাহ একটি ফানি চরিত্র। আগের পোস্টে তার পরিচয় আছে (লিংক: Click This Link)।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কিছুই কইতাম না। :P

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৭

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: কেরে ভাই? কইন, কই হালান!

২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন: গল্প ভাল লাগে নাই । চেষ্টা অব্যাহত থাকুক

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: জি ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৯

কালীদাস বলেছেন: হা হা। শেষপর্যন্ত হিজড়াকে প্রপোজ :)
এক্সপেরিমেন্ট চালিয়ে যান :)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩২

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: ইহা আমার লেখা গল্প মাত্র। ইহার সাথে বাস্তবতার মিল নাহি। ধন্যবাদ আপনাকে।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

টারজান০০০০৭ বলেছেন: আপনি ঠিক জানেনতো ঐটা হিজড়া ছিল ? আমারতো মনে হয় ঐটা মগাচীপ বা তার কুনু ছাইয়া চেলা আছিলো ! :P :D

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩৩

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: ইহা আমার লেখা গল্প মাত্র। ইহার সাথে বাস্তবতার মিল নাহি। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.