নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির কথা

মানিক সরেন

প্রকৃতিকে ভালো লাগে। নিজেকেও একজন প্রকৃতি পূজারী মনে করি।

মানিক সরেন › বিস্তারিত পোস্টঃ

হড় কাহিনী (৫)

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪


বিষয়: হড় বিয়ের হালচাল-প্রথম কিস্তি
------------------------------
আপনাদের মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা তাকে পুত্রবধু করতে চাই যদি আপনাদের কোন আপত্তি না থাকে। কয়েকদিন সময় নিয়েই জানান, অসুবিধা নেই।
-ক্রিং ক্রিং ক্রিং.........
হ্যালো হ্যালো কে বলছেন?
-আমি ভেলেন্তিনার মা বলছি।
ও আচ্ছা। কেমন আছেন? তা কি খবর? আমাদের ছেলেকে কি পছন্দ হলো?
-পছন্দতো হয়েছে কিন্তু একটা সমস্যা আছে।
কি সমস্যা?
-কিভাবে বলি আপনাকে, আপনাদের পরিবার ছেলে বাড়ি-ঘর সবকিছুই আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিছু মনে করবেন না আমাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান আর ওখানেই বিয়ের সমস্ত কাজ করেন।
কি বলেন এসব? এভাবে কি বিয়ে হয় নাকি? আমার ছেলের বউকে আমি ধুমধাম করে বিয়ে দিব ভেবেছি, কত স্বপ্ন আছে ছেলের বিয়ে নিয়ে। না না না এভাবে চুপিচুপি করে আমার ছেলেকে কখনই আমি বিয়ে দিবনা।
আচ্ছা কি সমস্যা হয়েছে সেটা আপনি বলবেনতো?
-আসলে গ্রামের লোকেরা এই বিয়েতে যোগ দিবেনা।
কেন কেন? কেন যোগ দিবেনা?
-আপনারাতো খ্রিস্টান না। আমরা ঘটকের কাছ থেকে শুনেছি আপনারা চার্চে গিয়ে ছেলেক বিয়েও দিবেননা। আর আপনারা চার্চে গিয়ে বিয়ে না করলে গ্রামের লোকজন আসবেনা। তাইতো বলছিলাম মেয়েকে নিয়ে আপনারা চলে যান আর আপনাদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করেন। এতে আমাদের কোন আপত্তি থাকবেনা। আমরা শুধু মেয়ের মঙ্গল চাই। আর কিছুনা।
আচ্ছা ঠিক আছে বিষয়টি আমি আমার ছেলে স্বামীর সাথে কথা বলে দেখি। আপনাকে ফোন করে যতদ্রুত সম্ভব জানাবো।
পরেরদিনই ছেলের মা মুক্তির মায়ের কাছে ফোন করে বলে বিয়েতে হড়দের অনেক কৃষ্টি পালন করা হয়। আমরা শিক্ষিত হয়ে যদি আমাদের আদি ঐতিহ্য ধরে না রেখে দাউড়ার বদলে চার্চে বিয়ে করি তাহলে হড় জাতির সংস্কৃতি বিলীন হতে সময় লাগবেনা। আপনাদের উচিত হড় বিয়ের রীতিনীতি অনুযায়ি মেয়েকে বিয়ে দেওয়া।
-হুমম সেটাতো ঠিকই বলেছেন। কিন্তু সমাজকে কে বোঝাবে? আমাদের গ্রামে সবাই খ্রিস্টান। কেউ বুঝতে চাইবেনা। ফাদার যা বলবে তাই করতে হবে। নাহলে জোর করে বিয়ে দিলেও পরে আমাদের একঘরে করে দিবে। আচ্ছা তারপরেও আরো একবার গ্রামের লোকজন মাঞ্জহি হাড়ামের সাথে কথা বলে দেখি। আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে জানাবো।
ঠিক আছে যতদ্রুত পারেন আমাদের জানাবেন।
-এইভাবে ৬ মাস চলে যায়। ছেলের পরিবার এখনো অপেক্ষায় আছে কখন ফোন আসবে।
চলবে.............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

জগতারন বলেছেন:
দাউড়ার বদলে চার্চে বিয়ে করি তাহলে হড় জাতির সংস্কৃতি বিলীন হতে সময় লাগবেনা।
"দাউড়ার বদলে"
এই দাউড়া কি?
"হড় জাতি"
হড় জাতি কাহারা?

বাংলা ভাষায় একটি শব্দ আছে; 'উরা-ধাওরা' যার অর্থ অস্থাই বা যাযাবর।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মানিক সরেন বলেছেন: সাঁওতালরা নিজেকে হড় বলে থাকে। আর সাঁওতালদের বিয়েতে দাউড়া অর্থাৎ বিয়ের ডালি যেটাতে কনে বসে থাকে এবং ঐ বসে থাকা অবস্থায় বর কনেকে সিদূর লাগিয়ে বিয়ে সম্পন্ন হয়। ধন্যবাদ জগতারন আপনার জানার আগ্রহ ও মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.