নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

নূর হোসেন দিবস

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

আজ ১০ই নভেম্বর। প্রথমে এই দিনটিকে ঐতিহাসিক ১০ই নভেম্বর হিসেবে পালন করা হতো। পরবর্তীতে আওয়ামিলীগ এই দিনকে নূর হোসেন দিবস হিসেবে পালন করে এবং আজ অবধি তাই চলছে।

১৯৮৭ সালে স্বৈর সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের এই দিনে মটর শ্রমিক নূর হোসেন গনতন্ত্রের মুক্তির জন্য তার অসীম সাহসিকতা আর অদম্য প্রেম দিয়ে গনতন্ত্রের অমিয় পুত্র হিসেবে ইতিহাসে অমর হয়ে রয়ে গেল আর সূচনা করলো এক নতুন ভোরের। আমরা তাকে শ্রদ্ধা জানাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

কবি এবং হিমু বলেছেন: তা সেই দিনকার খুনিটা ও কি আজ শেখ হাসিনার সাথে নূর হোসেন দিবস পালন করবে নাকি।সোনার দেশটা যে আর ও কতো কি দেখাবে X(( X(( X((

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী লীগের কেহ কেহ জানতো যে, খালি গায়ে মিছিলে বের হলে নুর হোসেন পুলিশের টার্গেট হতে পারে; এরা জেনে শুনেই নুর হোসেনকে এই ধরণের ভুলের দিকে ঠেলে দিয়েছে।

সময়ে এসব লোকের বিচার হবে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

ধমনী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আওয়ামী লীগের কেহ কেহ জানতো যে, খালি গায়ে মিছিলে বের হলে নুর হোসেন পুলিশের টার্গেট হতে পারে; এরা জেনে শুনেই নুর হোসেনকে এই ধরণের ভুলের দিকে ঠেলে দিয়েছে।
সময়ে এসব লোকের বিচার হবে।
-- কার বিচার কে করবে?

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

মোস্তাক_আহম্মদ বলেছেন: স্বৈর সরকার নামে তো কোন সরকার ছিল না। ইতিহাস বিকৃতি করবেন না

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর হোসেনের পরিবারের জন্য বেনিফিসিয়ারিরা কি করেছে ? জাতী জানতে চায় !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.