নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ধর্মের প্রবর্তক কে?

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

এবারে মেডিকলে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রী যারা রেটিনাতে কোচিং করেছে তাদেরকে একটি বই কিনতে বলা হয় রেটিনা থেকে।( আমি বলছি রেটিনা ফার্মগইট শাখার কথা্)।

বই টির নাম “ক্যারিয়ার এইড” লেখক কাজী মো: বরকত আলী। বইটির ৭৫৩ পৃষ্ঠাতে একটি প্রশ্ন আছে, “ হিন্দু ধর্মের প্রবর্তক কে?” উত্তর দেওয়া আছে, শ্রী চৈতন্য দেব। বিষয় টি নিয়ে একটু কথা বলা যাক।ভু

প্রথমেই লেখককে জানতে হবে হিন্দু ধর্ম নামে কোন ধর্ম নেই। হিন্দু সম্প্রদায় সনাতন ধর্ম অনুসরন করে। সনাতন ধর্ম অনেক প্রাচীন ধর্ম।
শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর জন্ম ১৪৮৬ খ্রী:। তাঁর জন্মের বহু পূর্ব হতে এ ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায় ছিল। শ্রী চৈতন্য দেবের জন্মও এই সনাতন ধর্মের অনুসারীদের ঘরেই হয়েছে। তাই তিনি এই ধর্মের প্রবর্তক কোন মতেই নয়। (১৪৮৬ – ১৫৩৪) তিনি ছিলেন একজন সন্ন্যাসী এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক।

তিনি এই ধর্ম অনুসরন করে কি ভাবে ইহলোক হতে পরলোকে সেই পরমেশ্বরকে সহজে লাভ করা যায় সেই মহা নামের কথা প্রচার করেছেন। তিনি বলে গেছেন, এই মহানামেই মানুষের মুক্তি, গন্তব্য মহালোক।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধন্যবাদ, জানতাম না

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

মঞ্জু রানী সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চিন্তার বিষয়!!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

মঞ্জু রানী সরকার বলেছেন: চিন্তা কেন? একটু জানা প্রয়োজন

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বর্তমানে বহুবিধ চিন্তায় আছি
চিন্তা করার মস্তিস্কে
মরিচা পড়েছে
আর পারিনা।
থাকতে দেন
যে যেমন
বিশ্বাস নিয়ে
আছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

মঞ্জু রানী সরকার বলেছেন: বিশ্বাসটা সঠিক হতে ক্ষতি কি

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

নতুন বলেছেন: হিন্দু সম্প্রদায় সনাতন ধর্ম অনুসরন করে। সনাতন ধর্ম অনেক প্রাচীন ধর্ম।

সনাতন ধমে`র প্রবতক কে? ( যেমন ইহুদী,খৃস্টান,ইসলাম,বৌদ্ধ ধমে`র ১জন প্রবত`ক আছে)

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

মঞ্জু রানী সরকার বলেছেন: সনাতন আদি ধর্ম্। এর কোন প্রবর্তক নেই। যখন থেকে সৃষ্টি, তখন থেকেএর বিশ্বাস

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: মঞ্জু দি, ইমেজ ইন্সার্ট করে দিলে ভালো হতো। হাতের কাছে থাকলে করে দিবেন।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

মঞ্জু রানী সরকার বলেছেন: মনে থাকবে

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

রুদ্র জাহেদ বলেছেন: শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবর্তক বোধহয়। সুন্দর শেয়ার+

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

মঞ্জু রানী সরকার বলেছেন: বৈষ্ণব কোন ধর্ম নয়। এটি একটি মতবাদ। যার জীবন শৈলী সাধারন থেকে ভিন্ন

৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

রুদ্র জাহেদ বলেছেন: পুরোপুরি মতামত দিতে পারছি না।অল্প জ্ঞানের ফলে :) সে অর্থে যদি বলা হয় সে সময়কার সব প্রচার প্রসারই একরকম মতবাদ।সেগুলোকে তাহলে ধর্ম বলে অভিহিত করা যায় না

৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার একটি তথ্য জানলাম!

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

তাল পাখা বলেছেন: লেখক বলেছেন: সনাতন আদি ধর্ম্। এর কোন প্রবর্তক নেই। যখন থেকে সৃষ্টি, তখন থেকেএর বিশ্বাস।


ধরে নিলাম সৃষ্টির শুরু থেকে এর বিশ্বাস। প্রশ্ন হচ্ছে এই বিশ্বাসটা প্রথম কে ধারণ করেছিল? তিনি কে?

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ, আগে জানতাম না, আপনি জানিয়ে দিলেন । তবে আপনি বল্লেন সনাতন ধর্মের প্রবর্তক নেই, প্রবর্তক না থাকলে এটা অস্তিত্যে আসলো কিভাবে ?

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

যাযাবরমন বলেছেন: "লেখক বলেছেন: সনাতন আদি ধর্ম্। এর কোন প্রবর্তক নেই। যখন থেকে সৃষ্টি, তখন থেকেএর বিশ্বাস "
সনাতন ধর্মের মুল বিশ্বাস কী ?
যেমন ইসলাম ধর্মের মুল বিশ্বাস হল-
"সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ্ তা'আলার উপর ঈমান আনলাম এবং তাঁর আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম।।
প্রথমত-আমি ঈমান আনলাম আল্লাহ তা'আলার উপর;
দ্বিতীয়ত-ঈমান আনলাম তাঁর ফেরেশতারগণের উপর;
তৃতীয়ত-ঈমান আনলাম তাঁর কিতাব সমূহের উপর;
চতুর্থত-ঈমান আনলাম তাঁর রাসূলগণের উপর;
পঞ্চমত-ঈমান আনলাম আখিরাতের উপর;
ষষ্ঠত-ঈমান আনলাম তাক্বদীরের ভাল ও মন্দ ফলাফলের উপর;
সপ্তমত-ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।।"

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

আসল পাগল বলেছেন: হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নেই; হিন্দু একটি সম্প্রদায় । আমার মনে হয় আর্য ঋষিগণদেরকে সনাতন ধর্মের প্রবর্তক বলা হয়।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

shabbir077 বলেছেন: র্র

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

ফিজিও নাছির উদ্দিন বলেছেন: "যখন থেকে সৃষ্টি, তখন থেকেএর বিশ্বাস" । ডিএনএ আনালাইসিস এর মতে ভারতে মানুষের ইতিহাস ৪০/৫০ হাজার বছর । আদি ধর্ম্ এর বয়স এর বেশি হবার উপায় নাই । মানুষ আফ্রিকা থিকা সমুদ্র তীর ধরে পায়ে হেঁটে ইন্ডিয়া হইয়া পুরা এশিয়ায় ছড়াইয়া যায় । ধর্ম নাকি আসছে তাঁরও অনেক পরে । সৃষ্টির শুরু থেকে সনাতন হিন্দু টাইপের ধর্ম কেম্নে থাকে? হিন্দু ইতিহাসবিদরা বলেন ১১ হাজার বছরের বেশি পুরনো সনাতন ধর্ম , পশ্চিমারা ৫/৭ হাজার ।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

বাংলার ফেসবুক বলেছেন: প্রথমেই লেখককে জানতে হবে হিন্দু ধর্ম নামে কোন ধর্ম নেই।@ সহমত। দারুণ একটি পোষ্টের জন্য শুভকামণা রইল

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

বিমল বিডি বলেছেন: লেখকে বলছি, আপনি আমার বড় কি ছোট জানিনা । তবু আপু বলছি, আমার মনে হয় হওয়ার পরেও আপনার হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। হিন্দু ধর্মের প্রবর্তক আর্য ঋষিগন

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রাচীন সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করতো তাদেরকে হিন্দু নামে অভিহিত করা হয় সিন্ধু নামের উচ্চারণগত ভুলই হচ্ছে হিন্দু ..

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সিকদারভাই বলেছেন: আমি অনেক আগে একটা বইয়ে পড়েছিলাম সনাতন অর্থ প্রাচীন তাই হিন্দু ধর্মকে প্রাচীন ধর্ম বলা হয়। হযরত আদম ( আঃ ) এর মৃত্যুর পর তার বড় সন্তান হযরত শীশ ( আঃ ) নবী হন । শীশ ( আঃ ) উনার আরও একটি নাম ছিল হিন্দ । এই হিন্দ থেকেই হিন্দু নামের উৎপত্তি । শীশ ( আঃ ) নবী ছিলেন । উনি যতদিন জীবিত ছিলেন ততদিন উনার অনুসারী বা ভক্তরা নানা ধরনের খাদ্য সামগ্রী বা উপহার নিয়ে উনার কাছে আসত ।উনার মৃত্যুর পর ভক্ত ও অনুসারীদের আগমন কমে আসার দরুন শীশ ( আঃ ) বংশধরদের বিরাট ক্ষতি হয়ে যা্য তাই তারা তাদের ক্ষতি বন্ধ করার জন্য হযরত শীশ বিরাট মূর্তি তৈরী করে পুজা করা শুরু করে । এতে আবার ভক্ত ও অনুসারীদের আগমন আবার আগের মত হয়ে যায় । তাই হিন্দু ধর্মের কোন প্রবর্তক নাই ।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

amitanmoy বলেছেন: আমার ধারনা সিকদার ভাই যথার্থ বলেছেন।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

তানজীনা বলেছেন: মূলত "Indus valley" ( হরপ্পা সভ্যতা) র অন্তর্ভুক্ত দেশগুলিকে "হিন্দ" নামে অভিহিত করা হতো । ড. জাকির নায়েকের একটি লেকচারে দেখেছিলাম তিনি একজনকে জিগেস করেছিলেন তাঁর ধর্ম কি। জবাবে সেই ব্যাক্তি বলেছিল " আমি আজন্ম হিন্দু, আমৃত্যু হিন্দুই থাকবো।" তখন জাকির নায়েক বলেছিলেন, যে, "ভাই আমি জানতে চাচ্ছি, আপনার ধর্ম কি? হিন্দু কোন ধর্ম নয়। আমিও হিন্দু, কারণ আমি ইন্ডাস ভেলীতে বসবাস করি। আরব ট্রেডাররা অত্র অঞ্চলের সবাইকে হিন্দু বলে অভিহিত করতো করতো। আপনার ধর্ম "সনাতন" ধর্ম -যা যুগ ভেদে বিভিন্ন আকারকে পুজনীয় হিসেবে গ্রহণ করেছে।" রাষ্ট্র ভাষা হিন্দী , ইন্ডিয়া নামও সেখান থেকেই উৎপত্তি লাভ করেছে।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বিমল বিডি বলেছেন: কে কি বলল সেটা আমাদের হিন্দুদের দেখার বিষয় না, আমরা আজন্ম হিন্দু, হিন্দু ধর্মের আরেক নাম সনাতন ধর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.