নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

আজ ১লা ডিসেম্বর

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

এই মাসটি আমার জীবনে বিশেষ একটা তাতপর্য বহন করে। প্রথমত : এটি হলো বিজয়ের মাস।দ্বিতীয়ত : আমার কাছে এক বেদনার্ত মাস। তৃতীয়ত: এক অমূল্য সম্পদ প্রাপ্তির মাস।

১৯৭১ সালে তখন খুব ছোট ছিলাম। একদিন বিকালে শীতের দিন হওয়ায় মা তাড়াতাড়ি উঠানে রাতের রান্নাটা সেরে নিচ্ছে। বাবা আছেন আমাদেরকে নিয়ে। কোন একটি ঘটনা নিয়ে মাকে বাবা ভীষন বকাবকি করছেন। এমন সময় বাবা উজ্জ্বল চোখে মুখে আকাশের দিকে তাকিয়ে জ্যাঠামশাইকে বললেন, দাদা দেশ স্বাধীন হয়ে গেছে। দেখুন দাদা আকাশে কত বিমান। মা বাবা অঝোরে কেঁদে চলেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে। আমি আকাশের দিকে চেয়ে দেখি পাখীর ডানার মতো বিমানের ডানাতে আকাশটা ছেয়ে ফেলেছে। পরে জানতে পারি সেদিন ছিল ১৬ই ডিসেম্বর

এর পরে ১৯৮৬ সালে ৩০ শে ডিসেম্বর আমার মা জননী আমাদের ছেড়ে সন্ধ্যা রাতের আকাশের তারা হয়ে মিলিয়ে গেলেন্। আমরা মাতৃহারা হলাম।

১৯৯৫ সালের ৩রা ডিসেম্বর আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেলাম। আমি মা হলাম। আমার কোল জুড়ে এক কন্যা সন্তান।
কাকতালীয় ঘটনা। প্রথম প্রাপ্তি : দেশ মাতা, দ্বিতীয় বিয়োগ : জন্ম দাত্রী মাতা
তৃতীয় প্রাপ্তি :কন্যা মাতা।

৩ মাতার সংযোগ বিয়োগ। তাই মাসটি এলে আমি কখনও হাসি , কখনও কাঁদি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

সুমন কর বলেছেন: ডিসেম্বর মাস তাহলে তো আপনার কাছে--বাড়তি পাওয়া।

++।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

মঞ্জু রানী সরকার বলেছেন: পাওয়া হারানো দুইটাই আছে

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

অমিত অমি বলেছেন: হাসি কান্না মিলিয়েই জীবন।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মঞ্জু রানী সরকার বলেছেন: জীবনের এই স্তরে এসে এটাকেই মানতে হচ্ছে

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এটাই জীবন

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

মঞ্জু রানী সরকার বলেছেন: সঠিক উপলদ্ধি

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: একাত্তরের স্মৃতিগুলো লিখে ফেলুন, যতটুকুই মনে আছে

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

মঞ্জু রানী সরকার বলেছেন: ভাবছি তাই

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কৃষ্ণ চুড়ার ফুল বলেছেন: "মা বাবা অঝোরে কেঁদে চলেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে" কি অসাধারণ অনুভূতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.