নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

কি ভাবে ডাক্তার রা মানুষের সেবা করছে?

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

সেবা নয় কাড়ি কাড়ি টাকার স্বপ্ন নিয়ে একজন নব্য ডাক্তার যখন একটি সরকারী চাকরী পান তখন তিনি নিশ্চিত হন। তার ডাক্তারী সাইন বোর্ডটা পোক্ত হলো। শুরু হলো এই ভিজিটিং কার্ড নিয়ে মানুষ ঠকানোর ব্যবসা।

১)সরকারী হাসপাতালে রোগী গেলে ডাক্তারদের পুষে রাখা দারোয়ান পিওন আয়া রোগীর হাতে তার সরকারী খরচে করা ভিজির্টিং কার্ডটা ধরিয়ে দিয়ে বলে বাইরে কোন ক্লিনিকে গেলে স্যারকে পাওয়া যবে।

২) হাসপাতালে যদি ডিউটি থাকে সকাল ৭টা বা ৮টা থেকে তবে বেলা ১০টা /১১ টার আগে তাদেরকে পাওয়া যাবে না। কারন আগের রাতে ক্লিনিকে অপারেশন করেছেন অথবা রোগী দেখেছেন রাত ২/৩ টা পর্যন্ত

৩) অধিকাংশ ঢাকার ডাক্তারগন বুধবার অথবা বৃহষ্পতিবার সাইন করেই কোন মফস্বলে চলে যান টাকা ইনকাম করতে, আসে আবার রবি বারে।
৪) আর উপজেলার ডাক্তার গন জেলা শহরে রাখা বৌ বাচ্চার টানে ছুটে আসেন পারিবারিক সময় কাটাতে।

৫) তারা যে ঔষধ পেয়ে থাকেন(SAMPLE) সেগুলো নির্ধারিত দোকানে বিক্রি করেন এবং প্রেসক্রিপ্সন করে রোগীকে বলে দেন ঐ দোকান থেকে ঔই ঔষধ গুলো কিনতে। না হলে অসুখ ভালো হবে না।

৬) ঔষধ কোম্পানীর কাছ থেকে এয়ার কন্ডিশন ফ্রিজ উপঢৌকন পান, শর্ত

বিনিময়ে ওই কোম্পানীর ঔষধগুলো প্রেসক্রিপ্সন করবেন।

৭) প্রতি রিপ্রেসেন্টেটিভ নিম্নতম ২০০ টাকা ভিজিট দিয়ে দেখা করেন।(মফস্বলে(

৮) এদের কাছে গেলেই প্রথমেই গাদা খানিক টেস্ট দেবেন। এবং কোথা থেকে করতে হবে তার একটা কাগজ হাতে ধরিয়ে দেবেন ওখান থেকে টেস্ট না করালে রোগ ধরা পড়বে না। আগে একই টেস্ট যতই করা থাক।

৯)বে সরকারী ক্লিনিকে অপারেশনের রোগীকে লাগুক না লাগুক রাত ১২ টায় একবার এসে উনি ভিজিট করে যাবেন কারন ১ বার এস গেলেই ৫০০ থেকে ১০০০ টাকা।

১০) আর নাইট ডিউটি মানে তো ঘুমের রাত। সুন্দর বিছানায় গা এলিয়ে দিয়ে হাসপাতালের কক্ষে রাত কাটানো যায়।

এই হলো ডাক্তার দের সেবা করার নমুনা।(অধিকাংশ ডাক্তার)।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

অতঃপর হৃদয় বলেছেন: সঠিক বলেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু ডাক্তার অবশ্যই ব্যতিক্রম ।

নাইট ডিউটি অনেক ডাক্তার সোশ্যাল সাইট চালায়

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

মঞ্জু রানী সরকার বলেছেন: ব্যতিদক্রম সব ক্ষেত্রেই থাকে এবং থাকবে

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

কৃষ্ণ চুড়ার ফুল বলেছেন: এরা টাকায় আসক্ত, এরা ভাত খায় না টাকা খায়, নইলে একজন ডাক্তারের কত টাকা লাগে?

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

প্রবাসী পাঠক বলেছেন: আবার এই ডাক্তার ই ঈদের দিন, বিজয় দিবসের দিন, ছুটির দিনে জখন আম্রা সবাই পরিবার নিয়ে ফুচ্কা বাদাম খাই তখন তারা রাত জেগে আমাদের সেবা করেন।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

মঞ্জু রানী সরকার বলেছেন: কোথায়? ঈশ্বর না করুন এই সব দিনে আপনার নিকট জন যেন কেউ অসুস্থ না হয়< হলে বুঝবেন

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাক্তারদের উপর খেপলেন কেন????

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

মঞ্জু রানী সরকার বলেছেন: খ্ষেপি নি তো, বাস্তব চিত্র তুলে ধরেছি

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

ইরাইথ্রোসাইট বলেছেন: সব পেশাতেই ভালো খারাপ আছে, সেটা না বলে ঢালাও ভাবে সকল ডাক্তারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা- ব্যপারটা খুবই হাস্যকর। আমার মামা একজন ডাক্তার যিনি প্রতি মাসে একদিন গ্রামের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিতসা সেবা দেন এবং ফ্রি স্যাম্পল ও গরীবদের দেন। আমি আরও এমন অনেক ডাক্তারকে চিনি যারা বিভিন্নভাবে গরীব রোগীদের সাহায্য করেন। কোন পেশাতেই যেমন সব লোক ভালো হবেনা,তেমনিই কোন পেশার সব লোক কখনোই খারাপ হতে পারে না। আর ডাক্তারদের সেবা করার মানসিকতা নেই খালি টাকা কামানোর ধান্দা- বর্তমান যুগে এই কথাটি এক দমই বেমানান। কেউ নিশ্চয় শুধু মাত্র সেবা করার উদ্দেশ্য নিয়ে ডাক্তারি পড়ে না! আর নিজের পেট টা তো তাকেই চালাতে হয় নাকি!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

মঞ্জু রানী সরকার বলেছেন: আমি সবার কথা বলিনি। এই চিত্র অধিকাংশ ডাক্তারদে এখনও ভালো মানুষ আছে বলেই পুথিবী ছন্দময়

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আরণ্যক রাখাল বলেছেন: সব পেশাতেই এমন। আমরা ডাক্তার আর শিক্ষকের ভুল বেশি পাই খুঁজে।
প্রাইভেট মেডিকেলগুলোয় লাখ লাখ টাকা দিয়ে অনেকে ভর্তি হচ্ছে। ওরা আর কী করবে, টাকা চোষা ছাড়া? গোটা সিসটেমটাই গন্ডগোলের ভিতর, কাউকে পার্টিকুলারলি দোষ দিয়ে লা নেই।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

মঞ্জু রানী সরকার বলেছেন: কাউকে না কাউকে কারও না কারও কথা তো বলতে হবে

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: সব পেশাতেই এমন। আমরা ডাক্তার আর শিক্ষকের ভুল বেশি পাই খুঁজে।
প্রাইভেট মেডিকেলগুলোয় লাখ লাখ টাকা দিয়ে অনেকে ভর্তি হচ্ছে। ওরা আর কী করবে, টাকা চোষা ছাড়া? গোটা সিসটেমটাই গন্ডগোলের ভিতর, কাউকে পার্টিকুলারলি দোষ দিয়ে লা নেই। -- সহমত।

ভালো-খারাপ মিলিয়েই আমরা !!!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মঞ্জু রানী সরকার বলেছেন: পেশার প্রকৃতি অনুযায়ী এর মান বিচার করতে হবে। মুখে তো ফেনা উঠে যায় মানব নেবার ব্রত নিয়ে তারা ডাক্তার হয়। শেষ পর্যন্ত কি তেই থাকে? আমি এর কেবল একটা চিত্র তুলে ধরেছি।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

পাজল্‌ড ডক বলেছেন: আপনারা মাটির তৈরি,ডাক্তাররা নূরের তৈরি।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কল্লোল পথিক বলেছেন: সহমত

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

ফ্রিটক বলেছেন: প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস করতে শুধু ফি লাগে ১৬ হতে ২০ লাখ টাকা। আরও অন্যান্য খরচ আছে। তাহলে সে টাকাগুলি কিভাবে তুলবে। পুরা সিষ্টেমে ঘাবলা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.