নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

ওরা দিনাজপুরকে বেছে নিল কেন?

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮




চাকুরীর সুবাদে আমি দিনাজপুর বহুবার গিয়েছি। এর প্রায় সব উপজেলাতে আমার যাওয়া হয়েছে।

প্রথমবার যেয়েই আমি রামসাগর আর কান্তজীর মন্দির দর্শন করি। ঘুরে ঘুরে এর সব কারু কাজ দেখি।মনটা প্রসন্নতায় ভরে যায়। আর বিষন্নতাও ছুঁয়ে যায়।

এই মন্দিরের যে অ ব্যবস্থা দেখিছি তাতে আমি অনেক ছোট হয়ে গেছি।তখন মনে হয়েছে কেন এই অবহেলা? সংস্কার করলে তো জনগনের অর্থেই চলে যাবে এর যাবতীয় খরচ চলে যায়। কি আর বলবো তখন বাথরুমে যেয়ে যে হাল দেখেছি তা বলা যাবে না।
কিছু দিন আগে শুনেছি এর উন্নয়নের কাজ শুরু হয়েছে। আমি যার পর নেই খুশী হয়েছি।

রাম সাগর, হাজী দানেশের লিচু বাগান, কালিজিরা চাউল আর চিরা তো সবই মনে রয়ে যায়।
আমি বাংলাদেশের মোটামুটি সব অঞ্চল ভ্রমন করেছি।
আমার মূল্যায়ণ দিনাজপুর অঞ্চলের লোক খুব নীরিহ, সাদা মনের মানুষ। আর অতিতি পরায়। এ জন্যই কি ওরা এই দিনাজপুরকে বেছে নিল?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

স্পর্শিয়া বলেছেন: দিনাজপুরের মানুষেরা সহজ সরল।কান্তজী মন্দির পুরাকীর্তিও অসাধারণ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

মঞ্জু রানী সরকার বলেছেন: এর মর্যাদা রক্ষা করার ািয়িত্ব আমার আপনার সকলের

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: শান্তশিষ্ট দিনাজপুরকে অশান্ত করার কারণ খুঁজে পাচ্ছি না।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

মঞ্জু রানী সরকার বলেছেন: দনাজপুরকে দিয়ে পুরো দেশের শান্তি বিনষ্ট করাই এদের লক্স্য

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

কল্লোল পথিক বলেছেন: এই অঞ্চলের মানুষের সরলতার সুযোগ নিয়েছে ওরা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

মঞ্জু রানী সরকার বলেছেন: আমারও তাই মনে হয়

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

ফারুক১ বলেছেন: কিন্তু এই 'ওরা' টা কারা??

বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখানে বহু সাম্রাজ্যবাদীরাই এখন কাজ করছে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

মঞ্জু রানী সরকার বলেছেন: ওরা মানবের দুশমন। আমাদের নতর্ক হতে হবে

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

ফারুক১ বলেছেন: ইভেন পার্শ্ববর্তী ভারত জুড়ে উগ্রবাদীদের তালেবানী সরকার। সেখানেও মন্দিরে গরুর গোস্ত ছুড়তে গিয়ে আরএসএস কর্মী ধরা পড়েছে।

আমার মনে হয় এত সরলী করনের সুযোগ আর আছে। বরং এই ধরনের সরলীকরন করা লোকদেরই ষড়যন্ত্রকারী বলে মনে হয়। বাংলাদেশের মত সাম্রদায়িক সম্প্রতী আশপাশের কোন দেশে নাই। তবুও এই দেশকে ছোট করতে উঠে পড়ে লেগেছে বহিঃশক্তিগুলো।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

মঞ্জু রানী সরকার বলেছেন: ভারত বুঝি না। আমরা বাংলাদেশীূ। আমরা শান্তি চাই। েৌহার্দপূর্ণ সহাবস্থান চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.