নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

কালো ছায়া আজও

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

কালো ছায়া আজও

আব্দুল মান্নান মল্লিক

রমন?
শৈশব কালের বন্ধুত্বের বন্ধন।
এক পদে চলতাম দোহে
বন্ধনের মোহে।
বৈশাখী অমাবশ্যার কালো রাত্রি, গোটা পৃথিবী গেছে ঢাকি।
রাত আটটার পরে, হয়েছিল বৃষ্টি অঝোরে।
প্রায় ঘন্টার পরে, থমকে গেল বৃষ্টি।
তারপর?
ভয়ংকর সেই রাত্রি, মেঘেদের দাদাগিরি।
সঙ্গে নিয়ে যেন গুলি বারুদের বোঝা, নীল আঙিনায় অবাধে ঘোরাফেরা।
উঁচুনিচু গর্জনে মেঘেদের ডাক।
চোখ ধাঁধাঁনো আগুনের গোলা, বারংরার করিছে পৃথিবীর বুকে আঘাত।
তখনো বসিয়া বারান্দায়,
আকাশের তান্ডব, ভয়েতে হইতো প্রাণ যায়।
ডাকিছে কে যেন, প্রাচীরের ওপারে
রমনীর কন্ঠস্বর বিদঘুটে ভয়াবহ অন্ধকারে।
কি জানি কে হবে, ডাকিছে যেন ভীতির সঞ্চারে
চেনা যেন কন্ঠস্বরে।
তখন রাত্রি হয়তো দশটা -।
সঙ্গী ছিল শুধু টর্চটা।
কিছু ভয় কিছু সাহসে, ক্ষণপদে এগিয়ে যায় সেথা।
টর্চের আলো ফেলতেই দেখি,
রমনের ছোট ভাই সাথে
নিভা হ্যারিকেন হাতে।
কাকিমা একি! এতো --
হাঁ বাবা এতো রাত হল, তবুও দুর্যোগ।
ফেরেনি বাড়িতে রমন,
থামেনা কাকিমার ক্রন্দন।
শুনিবারে বিকলে দেহ
কাকিমারে বুঝাইয়া পাঠায় বাড়ি, সঙ্গে নাই আর কেহ।
খুজিয়া সারাটা গ্রাম,
আরও খুজেছি মাঠ, ঘাট।
রাত দুটোর পরে,
ফিরে আসি ঘরে।
ঘুম ভাঙতেই সকালের বেলায়,
পাড়াতে হৈচৈ।
রাস্তায় নামিয়া দেখি, মানুষের আনাগোনা
জিগায় যদিবা কারো, বলিছে যায়না চেনা।
হাঁসিয়া যায় সবে
ফিরিছে মলিন মুখে।
কোথাকার ঘটনা,
বলে কেবল, তাও জানিনা।
তর সহেনা মনে, ছুটিয়া যায় নিজে
দূরেতে মানুষের ভীড় রয়েছে জমে।
হাড়ভাঙার সেই মাঠে।
ভীড় ঠেলিয়া ঢুকি
শুয়ে আছে কে যেন রক্তিম চাদরে ঢাকি।
বুঝিতে রইলনা আর বাকি
চাদর চিনিছে মোর দুই আঁখি।
তবুও চাদর সরায়ে মুখটি দেখি
এবারে উত্তরিবো কাকিমারে কি?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় +।অযুত শুভকামনা।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!

৩| ১২ ই মে, ২০১৬ রাত ১১:২২

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ও অগ্নি কল্লোল, আপনাদের মন্তব্যে আমি ধন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.