নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবী

মানবী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার অন্ধকার......!!!!!!!!!!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮

নৈরাজ্য, ত্রাস, মগের মুল্লুক..... কোন শব্দই যথেষ্ট নয় বর্তমান বাংলাদেশের অবস্থা বিচারে।

কি অদ্ভুত!

আজকের সংবাদ বিশ্বাস করতে পারছিনা।

এখনও মনে হচ্ছে ভুল দেখেছি।




কোন ভাবে সংবাদটা ভুল এমনটা জানলে ভালো লাগবে!

গত আট বছরের বেশী সময়ে দেখা, সবচেয়ে অরাজনৈতিক আর সাদামাটা প্রিয় ব্লগার অন্ধকার কে হত্যা করা হয়েছে?

ই্ন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহেরা জে'উন।

নাস্তিকতা দূরের কথা, কখনও যাঁকে কোন ধর্ম নিয়ে সমালোচনা করতে দেখা যায়নি তাঁকে হত্যা করে সেই হত্যাকান্ড নাস্তিক হত্যা কান্ডের সারিতে আনার প্রচেষ্টা নিঃসন্দেহে ঘৃন্য!

এমন নিরীহ ভালো মানুষ কোন নরপশুদের অস্তিত্বের জন্য হুমকী স্বরূপ হয়ে উঠেছিলো বুঝতে পারছিনা!

পত্রিকার পাতা খুলে প্রতিদিন শোনাযায় নরপশুদের বিকৃত উল্লাস। এসব নেকড়ের শিকার হলো দুজন প্রিয় ব্লগার।
ব্লগার সাগর সারোয়ারের ঘৃন্য হত্যাকারীরা আজ হয়তো এই ব্লগে বসেই মানবতার বাণী শোনায়।

ব্লগার অণ্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।

মহান সৃষ্টি কর্তা আল্লাহ্ ফয়সাল আরেফিন দীপনের আত্মার শান্তি দিন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১

কিরমানী লিটন বলেছেন: এ কোন আঁধার,রাতের মতো মনে হয়... !!!

২| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৮

মিতক্ষরা বলেছেন: দেশ এখন অন্ধকারের দিকেই চলছে।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৫:০২

শামছুল ইসলাম বলেছেন: আপনি আমার মনের কথাটাই বলেছেনঃ

//
আজকের সংবাদ বিশ্বাস করতে পারছিনা।

এখনও মনে হচ্ছে ভুল দেখেছি।

কোন ভাবে সংবাদটা ভুল এমনটা জানলে ভালো লাগবে!
//


ই্ন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন।

মনটা খুব খারাপ।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় না আনলে, এই মৃত্যুর মিছিল বন্ধ হবে না।


ভাল থকুন। সবসময়।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় স্যারের জন্য ভীষন খারাপ লাগছে।জানিনা কিভাবে তাকে শান্তনা দেব।জানি স্যার অনেক শক্ত মনের একজন মানুষ,তবুও এই শোক কাটিয়ে উঠা.............উফফ,,,ভাবতে পারছিনা

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পত্রিকার লিঙ্কগুলোতে চোখ বোলালাম, বেশিরভাগ মানুষ ভাবছে নিশ্চয়ই ধর্মের বিরুদ্ধে লিখেছিলো, মারা হয়েছে, বেশ হয়েছে । বিদেশি পত্রিকাগুলোতেও সোনার ছেলেরা গিয়ে একই ধরণের মন্তব্য করেছে । ব্লগার সম্পর্কে দেশের মানুষের মনোভাব সুখকর নয় ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

অলওয়েজ ড্রিম বলেছেন: অদ্ভুত আঁধার এক ঘনিয়েছে পৃথিবীতে আজ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

অশ্রুকারিগর বলেছেন: মানুষের জীবনের কোন দাম নেই এই দেশে।

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

কমরেড ফারুক ২ বলেছেন: কিছু দিন পরে ব্লগ গুলো ব্লগার সংকেত ভুগবে... সকল বিচার বহিঃর্ভুত হত্যাকাণ্ডের তিব্র নিন্দা জানাই...

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার অণ্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।

১০| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

আমি আবুলের বাপ বলেছেন: নাস্তিকতা দূরের কথা, কখনও যাঁকে কোন ধর্ম নিয়ে সমালোচনা করতে দেখা যায়নি তাঁকে হত্যা করে সেই হত্যাকান্ড নাস্তিক হত্যা কান্ডের সারিতে আনার প্রচেষ্টা নিঃসন্দেহে ঘৃন্য!
সহমত।

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন:


ব্লগার অন্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আইন কাউকে তো মারার অধিকার দেয়নি; সে নাস্তিক হোক, কাফের হোক কিংবা অন্য মতালম্বী হোক? আমরা সকল হত্যাকারীকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার দাবি করছি।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ব্লগার অন্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

অগ্নি সারথি বলেছেন: ব্লগার অন্ধকারকে হত্যার তীব্র নিন্দা জানাই।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: এমন নিষ্ঠুর নৃশংসতার নিন্দা জানাবার ভাষা জানা নেই। আত্মবিনাশের পথে চলেছি কি আমরা?

১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

পাঠক মানব বলেছেন: ব্লগার সাগর সারোয়ারের ঘৃন্য হত্যাকারীরা আজ হয়তো এই ব্লগে বসেই মানবতার বাণী শোনায়।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি দেখলাম! একি জানলাম!

না জানলেই বোধকরি ভাল হতো! প্রায় শুরু থেকেই উনি আছেন সামুতে! ৯ বছর ৩ মাস !!!!

উনার আত্মার শান্তি ও মুক্তি কামনা করি! এবং হত্যাকান্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের ৃদষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: আগেতো তিনি এদেশের মানুষ ছিলেন তারপর ব্লগার! মানুষ খুন করা পাপ।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

ঝড়ো হাওয়া বলেছেন: গতকাল টিভিতে নিউজটা দেখে হতবাক হয়ে যাই।
কি বলব .... খুছে পাচ্ছি না।
ফয়সাল আরেফিন দীপন ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহপাক তাকে জান্নাত দান করুন।

বেশ কয়েক বছর আগের কথা বলছি যখন ব্লগিং করতাম তখন ’অন্ধকার’ নামক ব্লগারের ব্লগ পড়তাম। খুব কমই লিখতেন তিনি।
একবার একুশে বই মেলায় অনেক ব্লগারদের সাথে দেখা হলো। তিনিও ছিলেন সেখানে। গতকাল থেকে সেই স্মৃতি গুলো চোখের সামনে ভাসছে ...

কিছুই লিখতে ইচ্ছা করছিলনা, পুরানো ব্লগার ’মানবী’ এ বিষয়ে আলাদা পোষ্ট দিয়েছে দেখে লিখলাম।

২০| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয়। এই কথাটার জোরালো প্রচারই আমাদের জন্য সময়ের দাবি।

২১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

সুমন কর বলেছেন: প্রতিনিয়তই হচ্ছে.....এটা কাম্য নয়।

২২| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ধমনী বলেছেন: কষ্টদায়ক!

২৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

আরণ্যক রাখাল বলেছেন: সামুর আরেকজনকে কতল করা হল! হাহ!

২৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: খুন যেন এখন শিল্প । চারিদিকে খুন, খুন শুধু খুন । মাঝে মাঝে নিজেকেও জীবিত ভাবতে কষ্ট হয় !

২৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: মানবী ,



এক অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ ............................

২৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

গেম চেঞ্জার বলেছেন: দেশের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আজ কেবলই সাপের ফণা।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

আলোরিকা বলেছেন: :( :( :( :(..............

২৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সোহানী বলেছেন: ঘৃনা প্রকাশের ভাষাও নেই... কাকে জানাবো ঘৃনা কারন তারাতো আমার ঘৃনার ও যোগ্য নয়।

আর কত মৃত্য দেখলে টনক নড়বে...

আগের হত্যার ইস্যু ছিল ধর্ম, এবার বই প্রকাশ, তারপর কথা বলার, তারপর হয়তো আপনি কেন তাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন তার জন্য আপনাকে মৃত্যুদন্ড দেয়া হবে.......... দেশ/সংস্কৃতি/মানবতা এগিয়ে যাচ্ছে.................

২৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ক্ষুব্ধ মর্মাহত :(

এ সময় থেকে মুক্তি চাই....

৩০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: এ যে কোন গ্যাঁরাকলে আমরা আছি, ভাল-মন্দ সব এক কাতারে কতল হচ্ছে।

৩১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
কবে যেনো আমি নিজেও এই লিস্টে এসে যাই...
আমি, আপনি...সে আমরা কেউই এখন আর নিরাপদ নই :(

৩২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬

রুদ্র জাহেদ বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন: খুন
যেন এখন শিল্প । চারিদিকে খুন,
খুন শুধু খুন । মাঝে মাঝে
নিজেকেও জীবিত ভাবতে কষ্ট
হয় !

৩৩| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৯

সোজোন বাদিয়া বলেছেন: তথ্য এবং অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.