নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবী

মানবী › বিস্তারিত পোস্টঃ

পাসওয়ার্ড?

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৬




পাসওয়ার্ড দিয়ে ব্যক্তিগত তথ্য রক্ষার প্রাণান্ত চেষ্টা আমাদের!!!!!

ইমেইল এ্যাকাউন্ট থেকে শুরু করে নিজের ফোন, কম্পিউটার সব তালা চাবি দিয়ে সিল গালা করার মতো পাসওয়ার্ড দিয়ে রক্ষার চেষ্টা!

আবার আরেকদল আছে যাদের প্রধান কাজই মানুষের পাসওয়ার্ড চুরি করা, কিভাবে কখন কার পাসওয়ার্ড চুরি করবে এই ভাবনা আর চেষ্টায় সারাদিন রাত কাটে তাদের। এই পাসওয়ার্ড চুরির দায়ে জেল জরিমানা সহ কঠিন শাস্তি পেতে হবে জেনেও কোন বিকার নেই এদের।

ব্যাংকের টাকা পয়সা, লকারের মূল্যবান সম্পদ সবই পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করে রাখা তবে এর চেয়েও কোটি কোটিগুন মূল্যবান শুধু নয় যে অমূল্যসম্পদ আমাদের আছে।

সেই সম্পদকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা যায় কিছুটা।



যুক্তরাষ্ট্রের এক অভিজাত শহরের পার্কে ঝলমলে রৌদ্রজ্জ্বল দিনে আর সব শিশু কিশোর কিশোরীর দলের সাথে খেলছে দশ বছরের এমিলি। অনেকের মতো এমিলির মা নামিয়ে দিয়ে গেছে, নির্দিষ্ট সময়ে এসে নিয়ে যাবে। মাঝের সময়টা অন্য দু তিনজন খেলার সাথির মা বাবার তত্ত্বাবধানে আছে সবাই।

প্রায় এক ঘন্টার মতো খেলেছে ওরা।
বলটা গড়িয়ে মাঠের এপ্রান্তে যেতেই চপল এমিলি ছুটে যায় সেদিকে। দামী গাড়ি চালিয়ে আসা সুবেশি এক আগন্তুক এমিলির কাছে গিয়ে জানায় তার মা জরুরী কাজে আটকে গেছে তাই এমিলিকে সে বাসায় পৌঁছে দিতে এসেছে!
তাদের মাঝের কথোপোকথন অনেকটা এমন ছিলো..

আগন্তুক: হাই এমিলি। আমি জন।
এমলি ভ্রু কুঁচকে তাকায়, অপরিচিতদের সাথে আলাপ করা নিষিদ্ধ কাজের মাঝে পরে। জন আরেকটু এগিয়ে এসে জানালো
জন: এমিলি, তোমার মা আমাকে পাঠিয়েছে।
এমিলি: কে পাঠিয়েছে?
জন: তোমার মা, সুসান।
এমিলি: তুমি আমার মা কে চিনো?
জন: হুমম্। চিনি তো সে জন্যই আমাকে পাঠিয়েছে তোমাকে বাসায় পৌঁছে দিতে। তোমার মা জরুরী কাজে আটকে গেছে।
এমিলি: তাই? আমার মা কোথায় কাজ করে?
আগন্তুক: ওসাকা হসপিটালের আর এন সুসান।
এমিলি: আচ্ছা, আমার বাসা কোথায় জানো?
জন: অবশ্যই, লিংকন স্ট্রীটের চমৎকার বাগানের সাদা বাড়িটা তোমাদের। বাড়ির সামনের পাইন গাছটা এখন নিডল ছড়িয়ে দিয়েছে চারপাশে।
এমিলি: আমার মা আজ কি পরে আছে বলতো?
জন: সাদা সার্ট আর ব্লু জিনস।
এমিলিকে দেখে মনে হলো সে কনভিন্সড হয়েছে, জন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। এমিলি কিছুটা পিছু হঠে বলে তার বান্ধবীর মাকে জানিয়ে এসে জনের সাথে যাচ্ছে। বন্ধুদের দিকে কিছুটা ছুটে গিয়ে হঠাৎ মনে পড়ার মতো থমকে দাঁড়িয়ে ফিরে তাকায় এমিলি।
এমিলি: জন, পাসওয়ার্ড?
জন: পাসওয়ার্ড!!! (আকাশ থেকে পড়ে জন)
এমিলি: হুমম্, পাসওয়ার্ড টা বলো।
জন তখনও হতভন্ব! "পাসওয়ার্ড?"

এমিলি এক নিঃশ্বাসে ছুটে পার্কের ওপাশে বেন্চে আপেক্ষমান অন্যান্য অভিভাবকদের কাছে পৌঁছে যায়। পিছু ফিরে লোকটিকে দেখিয়ে ঘটনা জানাতে গিয়ে দেখে আশেপাশে কোথাও জন বা তার গাড়ির কোন চিহ্ন নেই।

এমিলির বুদ্ধিমান মা বাবা আগন্তুক সম্পর্কে তাকে যথার্থ শিক্ষা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছিলেন বলেই হয়তো সেযাত্রায় রক্ষা!

*** জরুরী প্রয়োজন মা বাবা সময়মতো সন্তানের কাছে পৌঁছতে সক্ষম না হলে অনেক ক্ষেত্রে পরিচিত/অপরিচিত কারো সাহায্য নিয়ে থাকেন। সেকারনে সন্তানকে শিখিয়ে রাখা জরুরী, এমন পরিস্থিতির উদ্ভব হলে পরিচিত জনের সাথে যেতে হলেও একটি কমন পাসওয়ার্ড ব্যবহার করে নিশ্চিত হতে পারে সত্যিই মা বাবার পাঠানো কিনা। এমনকি বাসায় মা বাবার অনুপস্থিতিতে কেউ এসে মা বাবা পাঠিয়েছে দাবী করলেও পাসওয়ার্ড/কোড ওয়ার্ড দিয়ে নিশ্চিত হওয়া যায়***

ছবি সুত্র: ইন্টারনেট

মন্তব্য ৩৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার আইডিয়া! একটা গোপন পারিবারিক পাসওয়ার্ডের ব্যবস্থা রাখা যায় পরিবারের সব সদস্যদের মাঝে, যা সবাই সহজে মনে রাখতে পারবে।
আশা রাখছি, আপনার এ পোস্টটা কোন একদিন কারো কাজে আসবে।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

মানবী বলেছেন: কারো কাজে আসবে এমনটা ভেবেই পোস্ট দেয়া তবে বুঝতে পারছিনা পুরনো আইডিয়া কিনা!
পোস্টটা ড্রাফ্ট করবো ভাবছি।

আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অনেক অনেক ভালো থাকুন।

২| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: মানবী ,




বেশ আগে এরকমই একটি কাহিনী পড়েছিলুম । পাসওয়ার্ড দিয়ে রাখা ।
আবারও এরকমটাই সবার জন্যে শেয়ার করে সচেতনতা বাড়ানোর এই প্রয়াসকে ধন্যবাদ জানাই ।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৭

মানবী বলেছেন: একটু ভেবে দেখেলে স্পষ্ট হবে এই আইডিয়াটা একটু ভিন্নভাবে হলেও বেশ পুরনো।
আমাদের শৈশবে মা বাবারা বাসার বাইরে গেলে দারোয়ান অথবা গৃহকর্মীদের জানিয়ে যেতেন কে এসে কি বললেই শুধু গেট/দরজা খোলা যাবে, কে প্রবেশাধিকার পাবে।
সেসময় পাসওয়ার্ড শব্দের ব্যবহার নাহলেও নিজেদের অজান্তে কোড ওয়ার্ডের ব্যবহার হয়েছিলো।

উপরে বর্ণিত ঘটনাটি এক ঘনিষ্ঠজনের কাছে সেদিন শুনে শেয়ার করা। আপনার মন্তব্য পড়ে বুঝতে পারছিনা এটা আসলে অন্য লেখায় বর্ণিত হয়েছিলো কিনা। তেমন হলে পোস্টটি সরিয়ে ফেলতে চাই।

সচেতনতা আর সাবধানতা বৃদ্ধি পাক সকলের মাঝে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো আহমেদ জী এস।

৩| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৪

পুলহ বলেছেন: আইডিয়াটা সহজ, অথচ খুবই কার্যকর এবং সুন্দর। ইংরেজিতে এটাকে এলিগ্যান্ট আইডিয়া বলা যায়, এর উপযুক্ত বাংলা কি হবে তা এই মুহূর্তে মাথায় আসছে না।
বাস্তব জীবনে কাজে লাগার মত পোস্টে ++++

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৩

মানবী বলেছেন: আইডিয়াটা আপনার কাজের মনে হওয়ায় পোস্টটি স্বার্থক হলো।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ পুলহ।
অনেক অনেক ভালো থাকুন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: চমৎকার একটি শিক্ষণীয় পোস্ট। দারুণ লাগল।

বুদ্ধিটা মন্দ নয়, দরকার। পাসওর্য়াড দিতে হবে।

অনেক দিন পর, ব্লগে এলেন। কেমন আছেন?

+।

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

মানবী বলেছেন: ‌আল্লাহ্'র রহমতে ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি।

আমার ব্লগের নোটিফিকেশনটা প্রচন্ড বিরক্তিকর ভাবে নষ্ট ছিলো দীর্ঘদিন, ৬৭/৬৭ নোটিশ এসেছে দেখাতো অথচ লিংকগুলো দেখাতোনা। এটা টেকনিক্যাল সমস্যা ছিলো।
এমনিতেই খুব কম সময়ের জন্য ব্লগে আশা হয় তার উপর ছিলো সেই যন্ত্রণা আর ইদানীং এসে দেখছি ব্লগ লোড হতে কচ্ছপের চেয়ে বেশী সময় নেয়!!! ব্লগে বেশ কিছুদিন ধরেই আসছি তবে এমন বিরক্তির কারনেই ইচ্ছে থাকা সত্ত্বেও পোস্ট পড়া আর মন্তব্য করা হয়না।

এই পোস্টটি কাজের মনে হয়েছে জেনে ভালো লাগলো :-)
অনেক ধন্যবাদ। আন্তরিক শুভকামনা রইলো।

৫| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৬

রক্তিম দিগন্ত বলেছেন:
পারিবারিক পাসওয়ার্ড থাকাটা মন্দ নয়। এতে নিরাপত্তা তো আছেই, সাথে সাথে পরিবারের মিলবন্ধনটাও জোরালো হবে।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৯

মানবী বলেছেন: পারবারিক মিলবন্ধন জোরালো হবার ভাবনাটিও সুন্দর!

আন্তরিক ধন্যবাদ রক্তিম দিগন্ত।
ভালো থাকুন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইডিয়াটা চমৎকার !
এই ক্ষেত্রে ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তনের দরকার হবে ।
উপরের গল্পে জন যদি রিয়েল আগুন্তক হয়ে থাকে, তার রিয়েল পাসওয়ার্ডও জানার কথা।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯

মানবী বলেছেন: "জন যদি রিয়েল আগুন্তক হয়ে থাকে, তার রিয়েল পাসওয়ার্ডও জানার কথা।"

- রিয়েল আগন্তুক পাসওয়ার্ড জানবে কিভাবে? :-)

অনেক অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন।
আন্তরিক শুভকামনা রইলো।

৭| ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১

আরজু পনি বলেছেন:

ঘটনাটা একটু অন্যভাবে জানতাম। এটা পড়েও খুব ভালো লাগলো।
খুব কার্যকরী ব্যবস্থা।
শিক্ষণীয় পোস্টের জন্যে অনেক ধন্যবাদ, মানবী।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৮

মানবী বলেছেন: কার্যকরী ব্যবস্থা মনে হয়েছে জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আরজু পনি।
ভালো থাকুন সব সময়।

৮| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৩

আমি ইহতিব বলেছেন: আগে কোথাও পড়েছি মনে হয়, তবু লেখনী ভালো লাগলো। মেয়েকে শিখিয়ে দিতে হবে :)

২৪ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৩

মানবী বলেছেন: আগে কেউ কোথাও পড়েছে এমনটা জানার পর পোস্ট ড্রাফ্ট করতে ইচ্ছে করছিলো।
কয়েকজন প্রিয় ব্লগারের পরামর্শের কারনে আপাতত করতে পারছিনা তবে মনে হয় ড্রাফ্ট হয়ে যাবে :-)

মেয়েকে নিয়ে অনেক অনেক ভালো থাকুন।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৯| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

লোকনাথ ধর বলেছেন: দারুণ!!!!!!!

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

মানবী বলেছেন: আন্তরিক ধন্যবাদ লোকনাথ ধর!
শুভকামনা রইলো।

১০| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর আইডিয়া আপু! আমি আপনার পোস্টের সাথে পূর্ণ সহমত। কিন্তু এখানে একটা সমস্যাও আছে! মূলত আইডিয়াটা শিক্ষিত সমাজে এবং তাদের কালচারে যতটা কাজ করবে, অশিক্ষিত বা গ্রাম্য মানুষদের মধ্যে কি ততটা কাজে আসবে?

বর্তমান বাংলাদেশের এখনো পর্যন্ত কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষই গ্রামে বসবাস করে, যাদের মধ্যে অনেকেই 'ক' লিখতে পাঁচটা কলম ভেঙে ফেলে। সুতরাং তাদের কাছে এই ধরনের পার্সওয়ার্ডের মূল্য কতটুকু বা তারা এটাকে ঠিক কতটা বুঝবে অথবা ব্যবহার করতে পারবে, সে বিষয়েও কিন্তু আগে ভাগেই একটু চিন্তা ভাবনা করার দরকার আছে!

নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে পৃথিবীর প্রত্যেকটা বাবা-মা'ই চায় কোন সেফটি ব্যবস্থা। কিন্তু কথা হল সেটা যদি তারা গলধঃকরণ না করতে পারে, তাহলে ব্যাপারটা ঐ উলো বনে মুক্ত ছড়ানোর মত হয়ে যাবে না? তাই আমার মনে হয় প্রথমে আমাদের একটা শিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠতে হবে, তারপরই কেবল শিক্ষিত ব্যবস্থাগুলো চপিয়ে দিলে সেটা কাজে আসবে।

আমি আবারও বলছি, আমি আপনার পোস্টের সাথে সহমত এবং আপনার আইডিয়াটা বাস্তবায়িত হলে আসলেই খুব চমৎকার হবে। তবে সব কিছুর পজেটিভ দিকটা দেখার আগে নেগেটিভ দিকটা দেখে নেওয়াও ভাল! জাস্ট সেজন্যই উপরের এই কথা গুলো বলা। আলোচনা করার জন্যেও বলতে পারেন!

ধন্যবাদ আপু, শুভ কামনা জানবেন!

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৫

মানবী বলেছেন: আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত ভাইয়া। গ্রামের জন্য এই পাসওয়ার্ড সেভাবে প্রযোজ্য নয় বা কার্যকর নয়।

এই পাসওয়ার্ড দিয়ে যদি শহরের একজন শিশু কিশোরা বা একটিন পরিবারের সুরক্ষা জোরদার হয় তাহলেই আমার পোস্টটি স্বার্থক হবে, আর এটাই আমার উদ্দেশ্য!

জাতিকে শিক্ষিত ও সচেতন করে গড়ে তোলার সাথে সাথে গ্রামে নিরাপত্তা বৃদ্ধিতে এধরনের কি পদক্ষেপ গ্রহন করা যায় এমন কিছু ভাবনায় আসছেনা!! আপনার কোন আইডিয়া থাকলে তা শেয়ার করলে ভালো লাগবে!

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ সাহসী সন্তান।
অনেক অনেক ভালো থাকুন।

১১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৭

জাগরিত নিদ্রা বলেছেন: বাংগালী এখনকার পুইংটা পোলাপাইনের আর কোন পাসওয়ার্ড লাগে না। চেহারা দেখলে পুইংটা এমনিতেই বুঝিয়ে ফেলে।

২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫

মানবী বলেছেন: আপনার বক্তব্য অস্পষ্ট!
কি বুঝাতে চেয়েছেন স্পষ্ট হলোনা!

ভালো থাকুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭

অতঃপর হৃদয় বলেছেন: শিক্ষণীয় পোষ্ট করে সচেতনতা বাড়ানোর জন্য ধন্যবাদ ।

২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৬

মানবী বলেছেন: পোস্টটি শিক্ষনীয় মনে হওয়ায় পোস্টটি স্বার্থক হলো।

আন্তরিক ধন্যবাদ অতঃপর হৃদয়।
অনেক শুভকামনা রইলো।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা ড্রাফ্ট করবো ভাবছি -- এরকম পোস্ট আগে লেখা হয়ে থাকলেও থাকতে পারে, তা থাক না! এটা এখন পড়েও তো অনেক পাঠকের উপকার হতে পারে, মূল বক্তব্য সম্পর্কে জনসচেতনতা বাড়তে পারে!

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৭

মানবী বলেছেন: পোস্টটি এখনও ড্রাফ্ট হয়নি আপনাদের পরামর্শের সন্মানে, সুপরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ!

আশাকরি বিষয়টি নিয়ে দু একজন হলেও প্রথম ভাববেন পোস্টটি পড়ে।
অনেক শুভ কামনা রইলো।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: মানবী ,




কেনও পোষ্টটি সরিয়ে ফেলবেন বা ড্রাফটে নেবেন ভাবছেন ? এমন কাজটি মোটেও ঠিক হবেনা ।
খায়রুল আহসানের মতোই বলি ---- এটা এখন পড়েও তো অনেক পাঠকের উপকার হতে পারে, মূল বক্তব্য সম্পর্কে জনসচেতনতা বাড়তে পারে!

লিখেছেন - সচেতনতা আর সাবধানতা বৃদ্ধি পাক সকলের মাঝে।
আপনার মাঝেও এটা দেখতে চাই । সবার সচেতনতা বাড়াতে এই পোস্টের যে প্রয়োজন রয়েছে সে সচেতনতা আপনারও থাকবে এ প্রত্যাশা অবশ্যই রাখি ।
শুভেচ্ছান্তে ।

( না এই ব্লগে বিষয়টি নিয়ে আগে কারও লেখা নেই )

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

মানবী বলেছেন: ঘটনাটি একজনের মুখে শুনে ব্লগে শেয়ার করি। যেহেতু জানিনা এটা সংবাদ পড়ে বা অন্য কোথাও পড়ে তিনি আমাকে বলছেন কিনা, তাই এমনটা আগেও কেউ পড়েছে জেনে ভেবেছিলাম হয়তো তেমন কোন ফেসবুকিয় ঘটনা যা হাজার জনের মাঝে শেয়ার হয়ে থাকে!
আর এধরনের শেয়ার করা ঘটনা যেহেতু কখনও আমার ব্লগে কপি করা হয়না তাই পোস্ট সরিয়ে ফেলার ইচ্ছে প্রকাশ।


"আপনার মাঝেও এটা দেখতে চাই । সবার সচেতনতা বাড়াতে এই পোস্টের যে প্রয়োজন রয়েছে সে সচেতনতা আপনারও থাকবে এ প্রত্যাশা অবশ্যই রাখি ।
শুভেচ্ছান্তে । "

- এটা পড়ে হেসেছি অনেক :-)

উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ আহমেদ জী এস।
আন্তরিক শুভকামনা রইলো।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪০

আমি মাধবীলতা বলেছেন: সুন্দর পোস্ট আপু !! আশা করি ড্রাফট করার দরকার হবে না....শুভকামনা রইল !!!

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

মানবী বলেছেন:
‌উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ আমি মাধবীলতা।
আন্তরিক শুভকামনা রইলো।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২১

আন্ধার রাত বলেছেন:
ওহ্ আমাকে মনে রেখেছেন! খুব ভাল লাগলো। এখানে তেমন আসিনা এখন। তাই হয়তো বেশ ক'বছর পর আপনাকে দেখলাম।
শুকর আলহামদুলিল্লাহ, ভাল আছি। '১২ সালে শতাধিক এফএফপি এবং কয়েকটি এফ-৮ দিতে হয়েছিল। এরপরও অনেক ভাল আছি, আমার জন্য নিরন্তর দোয়া করবেন।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৭

মানবী বলেছেন: আপনাকে মনে না রাখার কোন কারন নেই! আমি প্রায় ৪ বছরের বেশি সময় পর সামহয়্যারের পাতা উল্টে লেখা শুরু করলেও এর মাঝে আপনি প্রার্থনায় ছিলেন অনেক বার।

১২ সালটা এমন কষ্টের মাঝে কেটেছে জেনে খারাপ লাগলো তবে মহান আল্লাহ্'র রহমতে এখন সুস্থ আছেন জেনে ভালো লাগলো।

আন্তরিক ধন্যবাদ আন্ধার রাত।
আল্লাহ সুবহানাতা'লা আপনাকে সুন্দর দীর্ঘ জীবন দান করুন এই প্রার্থনা!

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

আই৩ বলেছেন: আপনাকে ধন্যবাদ। সুন্দর লেখা, আমাদের দেশের প্রেক্ষাপটে পোস্টটি মানুষের জন্য কল্যাণকর হবে।
অনুপতি সাপেক্ষে লেখাটি ফেসবুকে দিতে চাই।
আপনার জবাবের অপেক্ষায়।

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

মানবী বলেছেন: শেয়ার করার যোগ্য মনে করেছেন দেখে ভালো লাগলো, অবশ্যই অনুমতি দেয়া হলো।
এতো দেরীতে জবাব দেবার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!

এই ব্লগের কোন লেখা ফেসবুক বা টুইটারে শেয়ার করতে অনুমতির প্রয়োজন নেই মনে হয়, এটা এই ব্লগের ডিফল্ট অপশন।
আন্তরিক ধন্যবাদ আই৩। অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.