নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একুশের গানও চুরি! কই যাই?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৪

"ডিরেক্টর" হচ্ছেন "ক্যাপ্টেন অফ দ্য শিপ।" দ্য আলটিমেট অথরিটি। জাহাজ ভাসলে যেমন তাঁর কৃতিত্ব, ডুবলেও তাঁরই দোষ। সেটা কোম্পানির ক্ষেত্রে হোক, হোক সেটা সিনেমা কিংবা গান। সেই হিসেবে আমরা বলতেই পারি "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটি অমর হওয়ার পেছনে এর সুরকার বা ইংরেজিতে "মিউজিক ডিরেক্টর" একাত্তুরে শহীদ আলতাফ মাহমুদেরই সব কৃতিত্ব।
এখন নানান জনে নানানভাবে গানটিকে নিত্য নতুনভাবে পরিবেশন করছেন। প্রত্যেকের কাজই কম বেশি ভাল লাগছে। সম্প্রতি একজন তরুণ বারোজন শিল্পীকে দিয়ে বারটি ভাষায় গানটি গাইয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। ফেসবুকে ভাইরালভাবে শেয়ার হচ্ছে ভিডিওটি। ক্যানভাসেও অনেকেই শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভ করেনি।
কেন? অ্যাডমিন কী তাহলে ভাষার মাসে পাকিস্তানের দালাল হয়ে গেল? রাজাকার? ছাগু?
জ্বী না ভাই, গানটিতে একটি বিরাট টেকনিকাল ডিফিকাল্টি চোখে বিধছে। সেখানে এই অমর গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে নাবিদ সালেহীন নিলয়ের নাম দেয়া হয়েছে। বিদেশীতো বিদেশী বাংলাদেশেরই অনেককে আগামী চার পাঁচ বছর যদি প্রশ্ন করেন অমর একুশের গানটির সুরকার কে? উত্তর আসবে নাবিদ সালেহীন নিলয়।
সালেহীন নিলয় সাহেব যদি ভুলটা শুধরে দিতেন, তাহলে কোন সমস্যা ছিল না। কিন্তু ভাইরাল হবার এত সময় পরেও এই মহাপাপের ব্যপারে তার তরফ থেকে কোন কথাবার্তা শোনা যাচ্ছে না। হয় তিনি মিউজিক ডিরেক্টর শব্দের মানে কি সেটা জানেন না, বা তিনি ইচ্ছে করেই কাজটি করেছেন।
এখন এটাকে "ভুল" বলব নাকি "ডাকাতি" বলব সেটা বুঝতে পারছি না।
কেবল গেরিলা ৭১ গ্রুপটি এই জোচ্চুরির জোরালো প্রতিবাদ করেছে। আমরাও আছি তাঁদের সাথে।
আপনারাও যারা চোখ বন্ধ করে গানটি শেয়ার করেছেন বা এখনও করছেন, তাঁরা যদি একটা সাইড নোট লিখে দেন যে "এখানে সুরকার হিসেবে ভুল মানুষের নাম দেয়া হয়েছে" তাহলে অশেষ উপকার হয়। নাহলে এই চুরিটাকে শেয়ারের মাধ্যমে আপনিই সমর্থন করে যাচ্ছেন।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এটাকে কখনোই মেনে নেওয়া যায় না। জোর প্রতিবাদ হওয়া উচিৎ। গানটির সুরকার আলতাফ মাহমুদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

আরাফআহনাফ বলেছেন: জোর প্রতিবাদ হওয়া উচিৎ।
সহমত।
পোষ্ট ষ্টিকি হোক।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

সুমন কর বলেছেন: আমরাও প্রতিবাদ জানাচ্ছি.........ভুলটি সংশোধন করার প্রয়োজন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
গানটা সকালে নাস্তার সময় চ্যানেল আইয়ের নিউজে কিছু অংশ দেখে ছিলাম। এখানে যে সুরকারের নামও বদলে গিয়েছে তা' খেয়াল করিনি।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

নিরব ঘাতক ফাহিম বলেছেন: সহমত

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: মিউজিক ডিরেক্টর আর সুরকার কি এক? নিলয় ১২ ভাষায় গানটি নতুন করে তৈরী করলে তিনি নিজেকে কি দাবী করবেন? মিউজিক ডিরেক্টর বাদ দিলে রিমিক্স রিমেক এসব ওয়ার্ড দেয়া যায় অবশ্য

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: মিউজিক ডিরেক্টর আর সুরকার কি এক জিনিস ভাই?

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেস্ট মিস্টেক মনে হোল। তাছাড়া কম্পোজার বলে তো নিজেকে দাবি করেন নি।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

শাহাদাত হোসেন বলেছেন: অনেক কে দেখলাম এটি শেয়ার করতে কিন্তু আমি শুনি নাই ।এখন তো দেখি এটার মধ্যে বড় রকমের ডাকাতি রয়েছে !

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

উল্টা দূরবীন বলেছেন: আপনার সাথে সহমত।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

হামিদ আহসান বলেছেন: এটাতো ডাকাতি ......

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

গেম চেঞ্জার বলেছেন: Musical Composition

Music Director

দয়া করে, উপরের দুইটা উইকি দেখে নিয়ে পোস্টটি ডিলিট/ড্রাফট করেন। একটা জিনিস দেখেই লাফ দিয়ে ওঠা কি ঠিক? ঐ ছেলেটা কি কি ডিফাইন করে গানটির ক্রেডিট দিয়েছে সেটা অতোটা খেয়াল করে আমি দেখিনি। তবে যদি মিউজিক ডিরেক্টর লিখে থাকে তাহলে সে ভুল কিছু করে নাই।

খালি খালি কারো পিছে লাগাটা ঠিক না। :|

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আমরাও প্রতিবাদ
জানাচ্ছি.........ভুলটি সংশোধন করার
প্রয়োজন।

পোষ্ট ষ্টিকি হোক।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: মিউজিক ডিরেক্সান ব্যাপারটা আলাদারে ভাই।
আমি যদি আপনাকে একটা গান শিখিয়ে দেই সেটা হবে ডিরেক্সান। সুরকার আর ডিরেকটর এক নন।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

মুদ্‌দাকির বলেছেন: ভাইজান মনে হয় উনি কোন ভুল করেননি। কিন্তু মূল সুরকারের নাম উল্লেখ করতে পারতেন এবং তা ভালো হত। কিন্তু উনি ব্যাপারটা পরিচালনা ভালোই করেছেন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: লিংক পিলিচ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.