নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম হিপোক্রেট

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

ফ্লোরিডায় মসজিদে আগুন দিয়েছে। ঈদের দিনে। কর্মটি নিন্দনীয়।
এদিকে ফিলিস্তিনে, সিরিয়ায়, ইরাকে, লেবাননে এবং আরও অন্যান্য মুসলিম দেশে বোমা হামলায় প্রতিদিন বেসামরিক মানুষ হত্যা হচ্ছে। কর্মটি আরও নিন্দনীয়।
কিন্তু বঙ্গদেশের মুসলিমরা কী করেছে জানেন? মন্দিরের দেয়ালে জবাই করা গরুর বর্জ্য ফেলে এসেছে। তার আগে দেখেছিলাম সিসিটিভি ক্যামেরা ফুটেজ, টুপি মাথায় এক দাড়িওয়ালা চাচা রাস্তা থেকে মন্দিরে ঢিল ছুড়ে নির্বিকারভাবে হেঁটে চলে গেলেন।এই ফাজলামিগুলোকে কী বলবেন? কুরআনে যেখানে স্পষ্টভাবে আল্লাহ সতর্ক করে দিয়েছেন কারো দেবদেবীদের ব্যাপারে মন্দ কথা উচ্চারণ পর্যন্ত না বলতে - সেখানে আমাদের এইসব ফাত্রামি যেন না করলেই নয়।
নিজের বিরুদ্ধে করা অন্যায়ের বিচার চাইবার আগে এইটা ভেবে দেখ তুমি কারও বিরুদ্ধে অন্যায় করেছো কিনা।
খুব আফসোস হয়। মাথায় একটা চমৎকার মস্তিষ্ক দেয়ার পরেও আমরা প্রতি মুহূর্তে সেটার অস্তিত্বের কথা বেমালুম ভুলে যাই।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাই মানুষ এখন আর নিজের বিবেক নিয়ে চলে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

মঞ্জুর চৌধুরী বলেছেন: আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.