নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

solitude

মেরিনার

প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!

মেরিনার › বিস্তারিত পোস্টঃ

বলুন তো এটা কোন দেশ - ১

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

একসময় যখন নিয়মিত ব্লগিং করতাম, তখন আপনাদের অনেক দেশের গল্প শুনিয়েছি, সমুদ্রের গল্প শুনিয়েছি। এখনো "সমুদ্রে জীবন" নামের ঐ সিরিজটার ১-১৮ পর্বগুলো এই ব্লগে রয়েছে। কেউ চাইলে দেখতে পারেন। ব্লগিং একপ্রকার ছেড়ে দিলেও, কয়েকবারই ভেবেছি "সমুদ্রে জীবন" সিরিজটার আরো কয়েকটি পর্ব হয়তো লেখা বা পোস্ট করা যায়। ....

আজ আপনাদের এমন একটা দেশের কিছু ছবি দেখাবো যেখানে আমি গত শীতে বেড়াতে গিয়েছিলাম। দেশটির অনেক ক’টি সমুদ্রবন্দর থাকলেও এবং সেসবের কয়েকটিতে জাহাজে করে গিয়ে থাকলেও, ব্যস্ততার কারণে বা সময় স্বল্পতার কারণে সে দেশে তখন ঘুরে বেড়ানো হয়নি। এবার গিয়ে তাই ইচ্ছামত ঘুরে বেড়িয়েছি। ছবিগুলো দেখে আপনাদের দেশের নামটা আন্দাজ করতে বলবো! দেখুন তো আপনার অনুমান সত্যি হয় কি না!





উপরের ছবিটা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৯০০ ফিট ওপরে একটা শহরের একপ্রান্ত থেকে তোলা!




উপরের ছবিটাও তাই। অনেক ওপরে, মেঘ যেখানে আপনাকে ছূঁয়ে যায় অথবা, যেখানে কখনো আপনি মেঘেরও ওপরে থাকেন, সেখান থেকে তোলা!



মেঘেদের দেশের আরেকটি একটি ছবি!



কেবল-কার থেকে তোলা একটি ছবি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলতে পারছি না, কিন্তু জানতে খুব ইচ্ছে করছে এই দেশটির নাম কি?

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

মেরিনার বলেছেন: একটু ধৈর্য ...বলবো তো অবশ্যই ইনশা'আল্লাহ্!

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বলিতে পারিলাম না। আপনিই দয়া করিয়া বলিয়া দিবেন আশাকরিতে পারি।

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

মেরিনার বলেছেন: বলবো তো অবশ্যই ইনশা'আল্লাহ্!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

কষ্টের পৃথিবী বলেছেন: নেপাল/মালয়েশিয়া?

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮

মেরিনার বলেছেন: মালয়েশিয়া হতে পারতো... কিন্তু নেপাল হবার কি কোন সম্ভাবনা আছে? আমি তো পোস্টে বলেছি যে, ঐ দেশে আমি আগেও জাহাজে করে গিয়েছি!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দক্ষিন আমেরিকার কোনো দেশ?

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

মেরিনার বলেছেন: Good Guess.... হলো কিনা জানতে একটু অপেক্ষা করতে হবে!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

সিদ্ধার্থ. বলেছেন: কোনো একটা আরব দেশ ।

বাড়ি গুলি দেখে আর আপনার মানসিকতা দেখে তাই মনে হছে ।

অনুমান ভুল হলে জানাবেন ।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

মেরিনার বলেছেন: আরেকটা পর্ব প্রকাশিত হয়েছে - দেখুন তো আপনার অনুমান বদলায় কি না?!

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

মেরিনার বলেছেন: এখানে: Click This Link

৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

জুন বলেছেন: ইতালি বা ভুমধ্যসাগরীয় কোন দেশ

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১

মেরিনার বলেছেন: আপনি এই ব্লগে সবচেয়ে বেশী ভ্রমণকাহিনী লিখেছেন বোধকরি - তাই আপনার অনুমানগুলো খুবই মজা লাগছে..

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

মেরিনার বলেছেন: এতক্ষণে তো জেনে গিয়েছেন .....সৌদী আরব!!!

৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

জুন বলেছেন: স্পেন বা গ্রীস ও হতে পারে। উত্তর টার অপেক্ষায় অধীর আগ্রহে

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

মেরিনার বলেছেন: উত্তর দিলেই তো সব শেষ.....একটু অপেক্ষা করুন!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

জুন বলেছেন: ২ এর উত্তর টা ভুলে এখানে দিয়েছি। এটা ব্রাজিল বা চিলি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

মেরিনার বলেছেন: সমস্যা নাই! বুঝলাম দক্ষিণ আমেরিকা আপনারও খুব পছন্দের...

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

গেম চেঞ্জার বলেছেন: আমি প্রথম ছবি দেখেই ভাবলাম দঃ আমেরিকার কোনও এক দেশ। আর্জেন্টিনা/পেরু/ব্রাজিল/ইকুয়েডর হতে পারে।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

মেরিনার বলেছেন: আমার সবচেয়ে বেশী দেখতে ইচ্ছা করতো যে দেশগুলো...সেগুলোর নাম বললেন!

১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

জুন বলেছেন: Panama... last guess :(

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭

মেরিনার বলেছেন: না পানামা না!

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: Good Guess.... হলো কিনা জানতে একটু অপেক্ষা করতে হবে!
উপরের ছবিটা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৯০০ ফিট ওপরে একটা শহরের একপ্রান্ত থেকে তোলা!
সাহস করে আরেকটু গেস্‌ করে বলি,বলিভিয়া?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

মেরিনার বলেছেন: বলিভিয়া হতে পারতো...কিন্তু বলিভিয়ার সাগর নেই যে!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

সিদ্ধার্থ. বলেছেন: লজিক গুলি হলো -

১)৮০০০ ফুট উচ্চতায় যদি শীত কালে বরফ না পরে ,তবে সেটি গ্রীষ্য় প্রধান দেশ ।

২)মিনার টির স্থাপত্য কলা দেখে ইসলামিক মনে হচ্ছে ।(খিলান গুলি দেখে )(আসল খিলান আরব দেশেই চালু হয় ,ভারতে নকল খিলান )

৩) আপনার পোস্ট পড়ে আপনাকে যেটুকু বোঝা গেল ,তাতে আপনি আপনার পরিবার নিয়ে সৌদি আরবেই ভ্রমন করা বেশি পছন্দ করবেন ।

৪) ঐটুকু জল থাকলে যদি পার্ক হয় তবে সেই দেশে জলের কষ্ট ।

৫)সব শেষে বাড়ি গুলি -ওরকম বাড়ি কেবেলমাত্র আরব দেশেই দেখা যায় ।

যদিও আমি আমার দেশ ছেড়ে কথাও যাই নি ।বই পরা অনুমান বিদ্যা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

মেরিনার বলেছেন: আপনার "লজিক" প্রথম থেকেই ঠিক লাইনে ছিল - আর আপনিই প্রথম থেকে ছবিগুলোকে head দিয়ে দেখেছেন - অন্যদের বেশীরভাগই ছবিগুলোকে heart দিয়ে দেখেছেন। উপরে দেয়া আপনার reasoning-গুলো মোটামুটি সঠিক, তবে ১ নং যুক্তিটি জোরালো নয়, কারণ, আমি যখন বলেছি গত শীতে - তখন নিজের দেশের শীতকালের কথাই বলেছি। তখন গোটা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল - তখন এমনিতে শীতে বরফ পড়ে, দক্ষিণ গোলার্ধের এমন কোন দেশেও ৮০০০ ফিট উঁচুতে বরফ নাও পড়তে পারে!

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

সিদ্ধার্থ. বলেছেন: প্রথম ছবির ঝর্না টাও নকল ।আসল ঝর্না হলে সামনে একটা পুকুর থাকত ।আরো ভালো করে দেখলে বোঝা যাবে জল একটা স্পেসিফিক হাইট থেকে পরছে ,তার উপরে জল নেই । =p~

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

সিদ্ধার্থ. বলেছেন: শেষ লজিক হলো -সাউথ আমেরিকা হলে প্রচুর গাছ থাকত ।এ জায়গা রুক্ষ ।এতএব এটি এরাবিয়ান পেনিনসুলা ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থুক্কু.........নো মোর সাসপেন্স প্লিজ
বিড়াল মরে কৌতূহলে
ম্যাও ম্যাও.......মরে যাচ্ছি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

মেরিনার বলেছেন: শুধু শুধু মরতে যাবেন কেন.... দেশটা সৌদী আরব!

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:

পেরু, অথবা চিলি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

মেরিনার বলেছেন: দেশটা সৌদী আরব!

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: আপনি বেশি সাস্পেন্স বজায় রাখতে গিয়ে আমার ধৈর্য্যের বাধ ভেঙ্গে ফেলছেন মেরিনার । হিচককের চেয়েও ভয়ংকর সাসপেন্স :( আর কিচ্ছু বলবো না ।
দুটি পোষ্টে দুরকম ছবি পাহাড় আবার মরু । জানি না কৈ ? আপনিতো জাহাজে চড়ে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন । হবে তেমন কোন এক দেশের । যাক পরে এসে উত্তর দেখে যাবো না হয় :||

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

মেরিনার বলেছেন: এতক্ষণে তো জেনে গিয়েছেন .....সৌদী আরব!!!

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

সিদ্ধার্থ. বলেছেন: জুন দিদি ...... ইটা সৌদি আরব । আমি ১০০ % কনফার্ম ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬

মেরিনার বলেছেন: ঠিক!

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

জুন বলেছেন: :-* :-* @ সিদ্ধার্থ.
সৌদিরা গন্ডোলার ভাস্কর্য্য বানিয়ে রেখেছে বলো কি ! আমি তো ভাবলাম সেই সিসিলি মরক্কো থেকে যাওয়া মুর যারা ইতালীর ভেনিসে আস্তানা গেড়েছে শত শত বছর ধরে আর মুরানো গ্লাসের জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে । যা আবার আমি কিনে এনেছি ভেনিস থেকে :|| এখন সৌদি আরব হলো :(

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ওটা দেখে আমিও ঘাবড়ে গিয়েছিলাম ।

কিন্তু দ্বিতীয় পোস্টের তিন নম্বর আর শেষ ছবিটি একই জায়গায় তোলা হয়েছে ।
ওখানে একটি শিপ হুইলও আছে ।

যেহেতু ওটা বিশ্ব বিদ্যালয়ের কন্টিন ,তাই অনুমান করা যায় ওখানে জাহাজ সংক্রান্ত আরো ভাস্কর্য আছে ।লেখক বেছে বেছে গন্ডোলা দিয়েছেন আমাদের বোকা বানাবার জন্য ।@জুন দিদি

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

সিদ্ধার্থ. বলেছেন: কন্টিন << ক্যান্টিন

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

মেরিনার বলেছেন: এই পোস্টের ছবিগুলো সবই সৌদী আরবের "আসীর" প্রদেশের "আবহা" শহরের আশ পাশ থেকে তোলা।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশশ...........
পুরাই পাংচার

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

মেরিনার বলেছেন: No regrets....try next time, insha'Allah!

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪০

আমি বিপ্লবী বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশশ...........
পুরাই পাংচার

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

মধুমিতা বলেছেন: আরে আপনিতো আমার শহরেই এসেছিলেন। কবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

মেরিনার বলেছেন: ২০১৫-এর জানুয়ারীতে।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

মধুমিতা বলেছেন: গ্রিন মাউন্টেন দেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.