নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

solitude

মেরিনার

প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!

মেরিনার › বিস্তারিত পোস্টঃ

অপমানে হতে হবে একদিন তাদেরই সমান

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

দেখতে না দেখতেই চলে গেলো আরো একটি বছর।
একে একে ক্যালেন্ডরের বারোটা পাতা ছেড়া হয়ে গেছে ।
মনে হচ্ছে: এই তো সেদিন, সারা দুনিয়া চেয়ে দেখলো -
বনানীর কবরস্থানে খোঁড়া হলো সারিবদ্ধ কবর।
কেবল দেশকে ভলোবাসার কি চরম মূল্য দিতে হলো,
দেশের জন্য “সব-দিতে-পারা” শ্রেষ্ঠ সন্তানদের।
চাটুকার বুদ্ধিজীবীর দল - যারা কেবল "ড্রয়িংরুম-যুদ্ধে”
মুক্ত দেশকে বার বার মুক্ত করে পদক লাভ করে -
মুখ টিপে হাসলো তারা, আমার ভাইয়ের গলিত লাশের দিকে
বিদ্রুপভরে তাকিয়ে - চাটুকার হতে না পারার পরিণতি দেখে।
খবর বাণিজ্যের বণিকেরা - শোকের নির্লজ্জ ফটো-বাণিজ্য করলো,
আমার ভাইয়ের পিতৃহীন মেয়েদের কবর আঁকড়ে ধরে কান্নার
ছবি ছেপে। আমার ভাইয়ের বিধবা স্ত্রীকে বার বার ডাকা হলো -
পৃথিবীতে কোথাও তার আর কিছুই নেই, তা মনে করিয়ে দিতে।

এভাবেই মৃত-পরিবারের কেটে গেলো আরো একটি বছর - বাইরের পৃথিবীকে
বাইরেই তালাবদ্ধ রেখে, ঘরে বসে কাটিয়ে দিল তারা আরো একটি বছর।
“অপমানে হতে হবে একদিন তাদেরই সমান” - জেনেও তাদের
অপমানই করা হলো। দৃষ্টি সীমার বাইরে, অন্ধকারে ঘাপটি মেরে থাকা
ঘাতক-গুরু ভাবে, “সময়ই সব কিছুর সমাধান করে দেয়”। দেয় নাকি?
নাকি, "দিনে দিনে বেড়ে যাওয়া দেনা"র শৃঙ্খলে বাঁধা পড়বে মুক্ত স্বদেশ??

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

দিগন্ত জর্জ বলেছেন: এভাবেই মৃত-পরিবারের কেটে গেলো আরো একটি বছর - বাইরের পৃথিবীকে
বাইরেই তালাবদ্ধ রেখে, ঘরে বসে কাটিয়ে দিল তারা আরো একটি বছর।


খুবই সুন্দর। ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: এভাবেই দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে।

সুন্দর লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

মেরিনার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

শরাফত বলেছেন: সরাসরি প্রিয়তে ++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

মেরিনার বলেছেন: জাযাকাল্লাহু খাইরা!

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

শরাফত বলেছেন: সমুদ্রে জীবন কি আর আসবেনা ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

মেরিনার বলেছেন: আসবে ইনশা'আল্লাহ্.....দোয়া করবেন।

৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

আহমদ ফয়েজ বলেছেন: শত কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি তোমায়,
কখন যে আসবে সময় সেই প্রতিসুদ নেওয়ার।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

মেরিনার বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ!

৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: যাদের জীবন থেকে এভাবে অবেলায় চলে গেছে তাদের প্রিয়জন, কেবল তারাই বুঝে এ বেদনার শেকড় কতটা গভীরে প্রোথিত। আর বুঝে আপনার মত কিছু সমব্যথী মন, যারা হৃদয় দিয়ে উপলব্ধি করে ব্যথিতদের মর্মবেদনা। চমৎকার এ কবিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর সময় এসব নিষ্ঠুরতার চুলচেরা হিসেব নিকেশ একদিন বুঝিয়ে দেবে বলে আমি মনে করি।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৭

মেরিনার বলেছেন: সমবেদনা আর সহমর্মিতার জন্য আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.