নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফ: শুধুই দেখি

শুধুই দেখি...

মারুফ হায়দার নিপু

শুধুই দেখি...

মারুফ হায়দার নিপু › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় যানজট কমানোর উপায়।

১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৫

_________________________

ঢাকায় যানজট কমানোর উপায়।

_________________________



বর্তমানে ঢাকায় রাস্তায় বের হন?

জ্যামে পড়েন?

জ্যামের ভেতর বসে কী দেখেন বাইরে!

প্রাইভেট কার আর প্রাইভেট কার!!

হ্যা, এখন এটাই ঢাকার ক্যান্সার; প্রাইভেট কারই ঢাকার ক্যান্সার।



আরো সুখবর, ন্যানো আসতেছে! ৫/৬ লাখেই পাবেন! লোনও পাবেন!

ঢাকার ট্রান্সপোর্টেসন টোটালি কলাপ্স করার উপক্রম হয়েছে।

১০ কিমি যেতেই ২ ঘন্টা উধাও। কতো কর্মঘন্টা এরকম নষ্ট হচ্ছে?

কিছুই কী করার নেই?

ইমেডিয়েটলি?



একটাই উপায় আছে। লিমিট দিস প্রাইভেট কার।



ঢাকায় রাস্তা কম, রাস্তায় একটা বাস লোড নেয় ৫০ জনের। বাট দুইটা প্রাইভেট কার, একটা বাসের সমান রাস্তা কনজিউম করে। লোক থাকে ২টা প্রাইভেট কারে এভারেজে ৬ জন।



তাহলে, প্রাইভেট কার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে, এক।



দুই, প্রাইভেট কারের উপর প্রতি বছর ২লক্ষ টাকা ট্যাক্স বসাতে হবে। এই টাকায় বাস নামাবে বিআরটিএ।




এটাই একমাত্র সমাধান। এর বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি।







মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩১

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার কি মনে হয় কর্তৃপক্ষ যানে না এইসব? তারা জানা। কিন্তু যখন দেখার দরকার হয়, তখন তারা টিনের চশমা পরে থাকে।

বলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তবে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান না হলে খবর আছে। কয়েকদিন পরে সবার সাইকেল কেনা লাগবে।



ডোমেইন-হোস্টিং

২| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১১

খেলাধুলা বলেছেন: ধরুন আপনার সাথে ছোট বাচ্চা আছে অথবা বুড়ো মা-বাবা আছে, আপনি যাবেন আগারগা থেকে বসুন্ধরা।
কিভাবে যাবেন?

৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫

মারুফ হায়দার নিপু বলেছেন: Click This Link

৪| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

মারুফ হায়দার নিপু বলেছেন: ঢাকার এই যানজট কমানোর একটামাত্রই উপায় আছে। অনলি ওয়ান ওয়ে।
সেটি হচ্ছে--
''প্রত্যেকটা প্রাইভেট কার এর উপর বছরে ২(দুই) লাখ টাকা ট্যাক্স।''
[ বি:দ্র: সরকারি কর্মকর্তাদের গাড়ী এর বাইরে থাকবে ]

৫| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

আহলান বলেছেন: ঢাকাকে যান জট মানব জট থেকে মুক্তি দিতে হলে গন হারে মানুষে ঢাকায় আসা ঠেকাতে হবে। বিকেন্দ্রিকরণ করতে হবে। এখন একটা বায়ু ত্যাগ করতে হলেও ঢাকায় আসতে হয়, এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। নিতান্তই প্রয়োজন না পড়লে কেউ ঢাকায় আসবে না। বিভাগীয় শহর গুলোকে সেই ভাবে উন্নত করতে হবে। সারা বছর মফস্বলে লেখা পড়া করে,তিন মাসের জন্য কোচিং করতে ঢাকায় আসতে হয়, মেসে খেয়ে না খেয়ে কোচিং করে মেডিক্যাল বুয়েট বা স্বপ্নের ভার্সিটিতে ভর্তি হতে হয় - এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। শুধু প্রাইভেটের উপরে ক্ষেপলেন কেনো? আবাসিক এলাকাতে যে হাজার হাজার বাণিজ্যিক ভবন বা শিল্প কারখানা গড়ে উঠছে, সেটা দেখেন নাই? রাস্তা ফাকা পেলে প্রাইভেট মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌছে যায়, রাস্তা জুড়ে যাত্রী ওঠা নামা করিয়ে রাস্তা ব্লক করে রাখে কারা? রাস্তায় ফুটপাতে হকার বসিয়ে, মাসের পর মাস রাস্তা খুঁড়ে চলাচলের অনুপযোগী করে ফেলে রাখে কারা? আর সরকারী গাড়িকেআওতামুক্ত রাখলেন কি তেলবাজী করার জন্য? সরকারী কর্মকর্তারা দেশের জন্য কত কর্মঘন্টা ব্যায় করে আর একজন গার্মেন্টস শ্রমিক বা প্রাইভেট কোম্পানীর কর্মচারী কত কর্মঘন্টা ব্যায় করে জীবন যাপন করে, সেই বিষয়ে ন্যূনতম জ্ঞ্যান আছে আপনার? একজন সারকারী কর্মচারী ৫ টার পরে তো দূর তার আগেই অফিস থেকে হাওয়া হয়ে যায় আর একজন বেসরকারী কর্মচারী? তাকে পেট চালাতে ওভারটাইম করতে হয় দিনে পর দিন .... ঘুষ খোরদের জন্য এতো দরদ দেখালেন কেন ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.