নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

কোন এক বাদলা দিনে

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৩৭

সেতো এসেছিল কোন এক বসন্তে
শাড়ির পাড় ধরে,
কোন এক গোধূলি
লগ্নে।
কোন এক আষাঢ়ের বাদল নামা
দিনে আমি মাতাল হয়েছিলাম
তোমার গন্ধে_
যার রেশ আজও কাটেনি।
আজও আমি তোমারেই খুঁজি
মানুষের ভেতরে।
আজও বাদল নামে ভিঁজে যায় দেহ।
আমার সাথে তুমিও ভিঁজ,
চারদিকে পাগল করা গন্ধ।
কোন এক বাদলা দিনে
মেঘেরা হেটে যায়, নেমে আসে
অন্ধকার।
তার সাথে তুমি আমি মিশে হয়ে
যাই একাকার।
তারপরও কেটে যায় বহুকাল তোমার
আশায়।
সেতো এসেছিল কোন এক বাদলা
দিনে,
আমারে নিয়ে গেছে সে
কোন এক মহাকালে,
চাঁদের জোছনায়।
তারপর আমিও থাকি বসে
খুঁজি তারে তারা ভরা রাতে
অথবা জোছনায়।
কোন এক বাদলা
দিনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.