নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

সুইসাইড নোট

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৯



কলম-পেন্সিল রক্তে ভিজে গেছে, দেখতে পাচ্ছো তুমি?
এই দেশটাতে তোমার জন্ম নেওয়া বুঝি ভুল ছিল?
ছিল কি এক আত্নঘাতি সিন্ধান্ত?
তোমার চোখে ছিল এক আকাশ স্বপ্ন, বাবা-মায়ের সাথে রাগ করা অভিমান।
মাঝে মাঝে এই লাইনটা আমি খুব করে পড়ি;
আবুল হাসান লেখলেন-
''মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম
পৃথিবীতে তবু হানাহানি থামলোনা !''

অথবা যুদ্ধের দিন লিপিতে যুদ্ধাহত রবার্ট ফ্রস্ট লেখে চলেছেন একটি যুদ্ধের জীবন উপন্যাস;
বিশ্বাস করুন, কয়েকবছর পর তিনি আত্নহত্যা করবেন।
পিটার পাউলি গাইছেন, ''হোয়্যার হ্যাভ দ্যা ফ্লাওয়ারস গন, লং টাইম পাসিং।
হোয়্যার হ্যাভ দ্যা সোলজারস গন, লং টাইম এগো।''

হয়তো চিৎকারের শব্দ; গুলির শব্দ আবার! চোখের সামনে ঝরে গেল গোলাপের মতো তাজা প্রাণ।
আবুল হাসান আবার লেখলেন, ''সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন।''
মেয়েটির বাবা শান্ত হতে পারলেন না।
একটি মেয়ের বাবা তার সুইসাইড নোট লিখবেন;
কী লেখবেন? নীলকন্ঠী পাখির নিকট, সবুজ ঘাসের নিকট, পীচঢালা রাজপথের নিকট--
বাংলা ভাষাবিধান তন্ন তন্ন করে খুঁজে
তবু কোন শব্দ পাওয়া গেল না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: X((

২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: বাবা মা শিক্ষক প্রতিবেশি সবার উচিৎ রাজপথে শিক্ষার্থীদের না থাকতে দিয়ে পাঠকক্ষে পাঠানো নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.