নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে প্রেম (২য় পর্ব)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

মোবাইলে প্রেম (১ম পর্ব)

রুহুল বললো যদিও আপনাকে দু নয়নে দেখি নি কিন্ত আপনার কন্ঠ শুনে বুঝতে পারছি আপনি না দেখা এক কাল্পনিক রাজকন্যা ।শিরিনও রুহুলকে বললো আপনার কন্ঠ কম নয় ।এই আধুনিক যুগের কোন এক অচিন রাজ্যের রাজপুত্রের মতো ।তা থাকা হয় কোথায়?রুহুল বললো কোথায় আর ঘরে থাকি ।শিরিন বললো ডেড আপনাকে ঘরের কথা বলছে কে?আইমিন আমি বলতে চাইছি আপনাদের বাসা কোথায়? রুহুল বললো বাসা উত্তরায় থাকি ভাড়া বাসা পড়ছি অনার্স সেকেন্ডইয়ারে বাবা ছোট একটি ব্যবসা করে মা গৃহিনী।



রুহুল নিজের পরিচয় দেওয়া শেষ করে পরে শিরিনকে বললো সেই কখন থেকে আমি একা একা বক বক করে যাচ্ছি ।অথচ আপনি আপনার সম্পর্কে এখনো কিছুই বলেন নি । তা এবার আপনার সম্পর্কে কিছু বলুন না ।

শিরিন বললো আসলে আমার সম্পর্কে বলার কিছু নেই ।রুহুল বললো কিছু বলুন ।



শিরিন বললো কি আর বলবো আমি থাকি মতিঝিল নানার বাড়িতে ।একথা শুনে কিছুটা চটে গেলেন রহুল নানার বাড়ি মানে হোয়াট নানার বাড়ি নানার বাড়ি থাকেন কেন?আপনাদের নিজেদের বাড়ি নেই?



রুহুলের এরকম চটা কথা শুনে শিরিন কিছুটা সময় চুপ করে থেকে পরে বললো ঠিক আসলে তা না ।রুহুল বললো তাহলে ঠিকটা কি বলুন শুনি।শিরিন বললো আসলে আমাদের নিজেদের যে বাড়ি তা বাবার অফিস থেকে একটু দূরে।তাই বাবার চাকুরি করেন যে অফিসে সে অফিসটা এখান থেকে কাছে সে কারনে এখানে থাকা । আর আমার মা খালারা দুই বোন আমার নানার এই দুই মেয়ে ছাড়া আর কোন ছেলেপুলে নেই তাই আমরা এবং আমার খালামনিদেরকে নানার কাছেই রেখে দিয়েছে ।



রুহুল শিরিনকে জিজ্ঞাসা করলো তা আপনার বাবা কি করেন ? শিরিন রুহুলকে বললেন এ বিষয় নিয়ে কখন বাবার সাথে কথা বলিনি তবে মায়ের মুখে শুনে বাবা একটি বড় প্রাইভেট কম্পানিতে চাকরি করেন ।

(চলবে)



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

নিলু বলেছেন: লিখতে থাকুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্য ও পাশে থাকার জন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
অনুস্মরন করছি !

কিন্তু এখনও হালকা হালকা মনে হচ্ছে ।
প্রথম ফোনে এত কথা জানানো কোন মানে আছে ?

তবুও সাথে আছি চলতে থকুক ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

ব্লগার মাসুদ বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

আমি সৈকত বলছি বলেছেন: পরের পর্বের আশায় থাকলাম।

পর্ব গুলো আরেকটু দীর্ঘায়িত করলে মনে হয় ভালো হতো।

ভালো থাকবেন।
শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫

ব্লগার মাসুদ বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.