নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রোমান্স রোমান্টিক ভালোবাসা 3 in 1

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

রোমান্সের বাংলা অর্থ প্রেম অথবা বলা চলে ইংরেজিতে Romance আর বাংলা অর্থ হল ভালবাসার রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ এক প্রকার আবেগ ও অনুভূতি । এই কর্মটি যে কোন সম্পর্কের ক্ষেত্রে এতে অপর ব্যক্তির প্রতি প্রবল মানসিক বা আবেগীয় আকর্ষণিয়তা কাজ করে থাকে । রোমান্সের অথবা রোমান্টিক সম্পর্কে ভেতরে যৌন আকর্ষণিয় সম্পর্কের পরিবর্তে ব্যক্তিগত আবেগ এবং অনুভূতি অধিক গুরুত্বের অধিকারী হয়ে দাড়ায় ।

প্রায় ক্ষেত্রে এ সম্পর্ক সমূহের সূচনাপর্বে রোমান্টিক অনুভূতি সবচেয়ে বেশি দূরত্ব ভাবে কাজ করে । তখন এর সঙ্গে এমন এক অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা অনুভূতি হয় মনে হবে এ যেন ভালোবাসাকে হয়তো আর কখনোই ফিরিয়ে আনা যাবে না, বা ভালোবাসার মানুষকে আর কখনই ফিরে পাওয়া যাবে না ।

আর এখন এই রোমান্সের প্রধানত কারন হলো শিল্পাঙ্গন বিশেষ করে সাহিত্য এবং উপন্যাসে একটি প্রধানতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তূ হিসেবে রোমান্সের উপস্থিতি দেখা দেয় । এছাড়াও এর সদর্প উপস্থিতি রয়েছে কিশোর কিশোরীদের ফেয়ারী টেল ও নারীদের উপন্যাসসমূহে এবং উইলিয়াম শেক্সপিয়রের মত জগদ্বিখ্যাত রচয়িতাদের সাহিত্যকর্মে ।


রোমান্টিকতা

পশ্চিমা বিশ্বের একটি বুদ্ধিবৃত্তিক ধারা বা আন্দোলনের নাম যা সাহিত্য,, সঙ্গীত,, চিত্রকলা,, স্থাপত্য,, সমালোচনা ও ইতিহাস লিখনের ক্ষেত্রে নতুন ধারার সৃষ্টি করে । অষ্টাদশ শতকের শেষ দিকের কথা বা তখন থেকে শুরু হয়ে উনবিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত এই আন্দোলন সক্রিয় ছিল । সাধারণ ক্লাসিসিজ্‌ম এবং নব্য ক্লাসিসিজ্‌মের নিয়মানুবর্তিতা,, সৌষ্ঠব,, ভারসাম্য,, আদর্শিকতা,, স্থিরতা এবং যৌক্তিকতাকে বর্জনের মাধ্যমে রোমান্টিকতার উদ্ভব ঘটেছিল । এছাড়াও একে আলোকপ্রাপ্তি এবং অষ্টাদশ শতকে যুক্তিবাদ ও ভৌত বস্তুবাদের সাধারণ প্রতিবাদ হিসেবেও আখ্যায়িত করা যায় । রোমান্টিকতার মূল প্রতিপাদ্য ছিল যুক্তিহীনতা,, কল্পনা,, স্বতঃস্ফূর্ততা,, আবেগ,, দৃষ্টিভঙ্গি এবং লৌকিকতা বহির্ভূত স্বজ্ঞা । রোমান্টিক সাহিত্যিকেরা অনেকে সাদা খাতা সামনে রেখে মনে মধ্যে যা যা আসতো তারা তা-ই লিখে বিভিন্ন উপন্যাস গল্প সাহিত্য রচনা করতেন । তারা সাহিত্যের উৎস হিসেবে চেতন মনের তুলনায় অবচেতন মনকে প্রাধান্য দিতেন ।


রোমিও অ্যান্ড জুলিয়েট



রোমিও অ্যান্ড জুলিয়েট ইংরেজিতে Romeo and Juliet হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়র রচিত একটি বিয়োগান্তক নাটক,, যা গড়ে উঠেছে দুজন প্রেমিক-প্রেমিকাকে কেন্দ্র করে রোমিও অ্যান্ড জুলিয়েট মূল চরিত্র । পরবর্তীতে তাঁদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করেছিলেন । এটি শেকসপিয়রের জীবদ্দশায় সবচেয়ে জনপ্রিয় ও পাঠকনন্দিত নাট্য চিত্র । একই সাথে হ্যামলেট,, ও ম্যাকবেথও ছিলো পাঠক নন্দিত ও সমান জনপ্রিয়তা ।



উইলিয়াম শেকসপিয়রের সাহিত্যকর্মের কিছু সাধারণ তথ্য


জীবনী,, রচনাশৈলী,,প্রভাব,,চিত্রাবলি,,সম্মান,,ধর্ম ,,যৌনপ্রবৃত্তি ,,রচনা সংক্রান্ত প্রশ্ন
ট্র্যাজেডি
অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা,,কোরিওলেনাস,,হ্যামলেট,,জুলিয়াস সিজার,,কিং লিয়ার,,ম্যাকবেথ,,ওথেলো,,রোমিও অ্যান্ড জুলিয়েট,,টিমোন অফ অ্যাথেন্স,,টাইটাস অ্যাড্রোনিকাস,,ট্রলিয়াস অ্যান্ড ক্রেসিডা


কমেডি
অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল,,অ্যাজ ইউ লাইক ইট,,দ্য কমেডি অফ এররস,,সিম্বেলাইন,,লাভ’স লেবার’স লস্ট,,মেজার ফর মেজার,,দ্য মার্চেন্ট অফ ভেনিস,,দ্য মেরি ওয়াইভস অফ উইন্ডসর,,আ মিডসামার নাইট'স ড্রিম,,মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং,,পেরিক্লিস,, দ্য প্রিন্স অফ টায়ার,,দ্য টেমিং অফ দ্য শ্রিউ,,দ্য টেমপেস্ট,,টুয়েলফথ নাইট,,দ্য টু জেন্টলমেন অফ ভেরোনা,,দ্য টু নোবেল কিনসমেন,,দ্য উইন্টার’স টেল

ঐতিহাসিক নাটক
কিং জন,,রিচার্ড দ্য সেকেন্ড,,হেনরি দ্য ফোর্থ, পার্ট ওয়ান,,হেনরি দ্য ফোর্থ, পার্ট টু,,হেনরি দ্য ফিফথ,,হেনরি দ্য সিক্সথ, পার্ট ওয়ান ,,হেনরি দ্য সিক্সথ, পার্ট টু,,হেনরি দ্য সিক্সথ, পার্ট থ্রি,,রিচার্ড দ্য থার্ড,,হেনরি দ্য এইটথ


কবিতা
সনেট,,ভেনাস অ্যান্ড অ্যাডোনিস,,দ্য রেপ অফ লুক্রেশি,,দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল,,দ্য প্যাসনেট পিলগ্রিম,,আ লাভার’স কলপ্লেইন্ট
অপ্রামাণিক রচনা ও
হারানো নাটক
থিয়েটার: তৃতীয় এডওয়ার্ড ,,স্যার টমাস মোর,,কার্ডেনিও ,,হারানো,,লাভ’স লেবার’স ওন ,,হারানো,, দ্য বার্থ অফ মার্লিন,,লক্রেইন,,দ্য লন্ডন প্রডিগাল,,দ্য পিউরিটান,,দ্য সেকেন্ড মেইডেন’স ট্র্যাজেডি,,টমাস অফ উডস্টক,,স্যার জন ওল্ডক্যাসল,,টমাস লর্ড ক্রমওয়েল,,আ ইয়র্কশায়ার ট্র্যাজেডি,,ফেয়ার এম,,ম্যুসেডোরাস,,দ্য মেরি ডেভিল অফ এডমন্টন,,আর্ডেন অফ ফ্যাভারসাম,,এডমন্ড আয়রনসাইড,,ভোর্টিজার্ন অ্যান্ড রোয়েনা,,কবিতা: টু দ্য কুইন,,আ ফিউনেরাল এলেজি

অন্যান্য নাট্যসংক্রান্ত তথ্য
শেকসপিয়রের নাটক,,নাট্যাভিনয়ে শেকসপিয়র,,শেকসপিয়রের নাট্য-কালপঞ্জি,,অক্সফোর্ডীয় কালপঞ্জি,,চলচ্চিত্রে শেকসপিয়র ,,বিবিসি টেলিভিশন শেকসপিয়র,,শেকসপিয়র-ভিত্তিক শিরোনাম,,চরিত্র তালিকা: শেকসপিয়রীয় চরিত্রসমূহের তালিকা,,প্রবলেম প্লেজ,,ঐতিহাসিক চরিত্রের তালিকা,,ভৌতিক চরিত্র,, শেকসপিয়র সংক্রান্ত তালিকার তালিকা ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬

এনামুল রেজা বলেছেন: রোমান্স নিয়ে সুন্দর আলোচনা।
ভাল লাগলো।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

ব্লগার মাসুদ বলেছেন: অসংখ ধন্যবাদ এনামুল রেজা ভাই মন্তব্যের জন্য ।

২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

আবদুর রব শরীফ বলেছেন: রোমান্টিকতার স্বাদ পেলাম...

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ আবদুর রব শরীফ ভাই পাশে থাকার জন্য ।

৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভাল লাগলো।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ নগর সংবাদ ভালো থাকুন ।

৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪০

কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনাকে এরকম
একটি পোস্টের জন্য

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৫

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময় ।

৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগলো ।

দোয়া করবেন আপনাদের ভালো লাগার মতো এরকম আর পোস্ট যেন দিতে পারি ।

৬| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
++

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকন সব সময় ।

৭| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+। শেক্সপিয়র ছিলেন কিং অব অল কিংস। তার মুগ্ধ পাঠক অগনিত ।চমৎকার কিছু তথ্যের ব্যতিক্রমী উপস্থাপনা ভাল লেগেছে ।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ কবি ।ভালো থাকুন সব সময় ।

শুভ কামনা থাকলো নিরঅন্তর ।

৮| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার শেয়ার ।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫০

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ কবি ভালো থাকবেন সব সময় ।

৯| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভালো লাগল।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫২

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া । ভালো থাকবেন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.