নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a simple man with simple thoughts. I have some believes, so I respect others too.Try to learn sth in deep and try to teach too. I believe \" Dream big, aim high, do whatever you suppose to do, one day you will be successful\" - ex us air c

ম্যাভরিক০৫

ম্যাভরিক০৫ › বিস্তারিত পোস্টঃ

DSLR ক্যামেরা কিনছেন? পর্ব- ১ ( মধ্যম দামের মধ্যে কয়েকটা ক্যামেরা )

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমাদের প্রায় সবারই ফটোগ্রাফির প্রতি খানিকটা দুর্বলতা আছে, এটাই স্বাভাবিক। হরেক রকমের সোস্যাল নেট ওয়ারকিং আর ফটো আপলোডের এত প্লাটফর্ম থাকায়, সবাই এখন ভালো ছবির কাঙ্গাল। ভালো ছবির জন্য DSLR ক্যামেরা একটি অন্যতম মাধ্যম।আমদের মধ্যে এমন অনেকেই আছেন হইতো চিন্তা করছেন DSLR কিনবেন, কিন্তু বাজারে এত বেশি অপশন থাকায় ঠিক ধরতে পারছেন না , কি করা উচিত। হ্যা , আপনাদের এই সাহায্যের জন্য এই ব্লগ লিখা। নিচে অল্প কয়েক টি এন্ট্রি লেভেল ডিএসএলআর এর দাম সহ বর্ণনা দেয়া হলো।আশা করি ভালো লাগবে

তার আগে কিছু কথা বলে নেই।
প্রথমেই আসি মেগাপিক্সেল, ক্যামেরার মেগাপিক্সেলই সব না অর্থাৎ যত বেশি মেগা পিক্সেল তত ভাল ক্যামেরা, এটা পুরোপুরি ঠিক না। আমরা যে ফটোগ্রাফি করি তাতে ১২ মেগা পিক্সেলই যথেষ্ট। নিচের চার্ট টি দেখলেই বুঝতে পারবেন।


যে ব্যাপারগুলো খেয়ালরাখা উচিত তা হলো

১। সেন্সরের আকার ও কোন সেন্সর ব্যবহৃত
নিচের ছবিগুলো খেয়াল করুন




২। আপনার ক্যামেরাটিতে লাইভ ভিউ ডিসপ্লে আছে কিনা। এতে ছবি তোলার আগেই ছবিটি দেখতে কেমন হবে তা দেখা যায়। নতুন ফটোগ্রাফারদের জন্য এটি খুবই প্রয়োজনীয় ফিচার।

৩। ফোকাল পয়েন্ট, শাটার স্পিড, ফ্রেমের আকার, ইমেজ স্ট্যাবিলাইজার, অটোফোকাস
৪। ভিডিও কোয়ালিটি
৫। লেন্স ( ২য় পর্বে বিস্তারিত আলোচনা করা হবে)
৬। ISO
ফোকাল পয়েন্ট, শাটার স্পিড, ফ্রেমের আকার, ইমেজ স্ট্যাবিলাইজার, অটোফোকাস ইত্যাদি সম্পরকে বিস্তারিত আলোচনা এর পরের পর্বগুলো তে থাকবে।
ক্যামেরার নাম করন

আমরা যে ক্যামেরার বিশেষত DSLR Camera তে EOS , D5300, 650D এসব ব্র্যান্ডের নামের পরে দেখতে পাই, এগুলো মোটেও অর্থহীন না।
সাধারণত ক্যানন এর ক্ষেত্রে
xD - Professional users
xxD - Semi Pro
xxxD- Mid Range
xxxxD - Beginner
আবার নাইকন এর ক্ষেত্রে আলাদা। নিচে ছবির মাধ্যমে বোঝানো হলো


কয়েকটা বিখ্যাত এবং ভালো মানের ডিএসএলআর ক্যামেরা [si]পাশে ক্যামেরার আনুমানিক দাম ১৮-৫৫ মিমি কিট লেন্স সহ দেয়া হল

১।Canon EOS 700D প্রায় ৩৯০০০ টাকা
একে Rebel T5i ও বলা হয়ে থাকে। ১৮ মেগা পিক্সেল সাথে APS- CMOS Sensor, টাচ ফোকাস অনেক কাজের, Vari-Angle Clear View LCD II । 5 FPS , 1080p ,সব মিলিয়ে ভালই বলা চলে । Wi Fi নাই এটা একটা নেগেটিভ সাইড।


২। Nikon D5300 ৪১৯০০ টাকা
২৪ মেগা পিক্সেলের অনেক ভালো মানের ক্যামেরা। বিল্ট ইন GPS APS sensor. 5FPS, 1080P প্রায় সবই ভালো, যদি টাচ স্ক্রীন থাকতো, আরো ভালো হতো।

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/maverick05/maverick05-1468344552-78aaab2_xlarge.jpg
৩। Canon EOS 1200D ২৮৫০০ টাকা
এটি সুন্দর এবং কম্প্যাক্ট একটি ক্যামেরা। APS -C Sensor আছে, যা কিনা এর ১২ মেগা পিক্সেলের ছবি কে ১৮ মেগাপিক্সেলের মতো সুন্দর দেখায় প্রায়। 3 fps, boosted upto 70 images.


৪। Nikon D3300 ৩৩৫০০ টাকা
২৪.৩ মেগাপিক্সেলের মিড লেভেলের ফটোগ্রাফারদের চয়েজ।


৫। Sony Alpha A58 প্রায় ৪৮০০০ টাকা
নিকন বা ক্যাননের বাইরে বাংলাদেশে যে ব্র্যান্ড জনপ্রিয় তা হলো সনি। এটি 8 fps ছবি তুলতে পারে, যাদের wild life, বা moving অবজেক্ট এর ছবি বেশি ততুতে হয়, তারা এটি ব্যবহার করতে পারেন।


৬। Pentax K-50 ৩০০০০ টাকা প্রায়
যারা বিরূপ পরিস্থিতে বা অনেক roughly use করতে চান, তাদের জন্য এটি অন্যতম একটা চয়েস। কারন এটি "Weatherproof", অর্থাৎ water and dust proof.


৭। NIKON D55OO ৫৫ হাজার টাকা প্রায়
দাম টা যেমন একটু বেশি জিনিস টাও তেমন ভালো। এটি D5300 এর আপডেট বলা যায়। ২৪.২ মেগাপিক্সেল এর , হাল্কা এবং সুন্দর ছবির জন্য আপনার এক নাম্বার চয়েস হতে পারে।এর wi fi টেকনোলজিতে একটু প্রব্লেম থাকলেও, ভালো একটা দিক হলো CMOS সেন্সোর আছে।


এখানে আমি ইচ্ছে করেই ক্যামেরার বিস্তারিত আলোচিনা দিলাম না, কারন ইন্টারনেটে ঘাটলেই হবে। যেটি তে সমস্যা হওয়ার কথা, অর্থাৎ স্পেচিফিকেশনের কোন জিনিসটা কি বুঝায় এর বেসিক আইডিয়া টা দেয়াই ছিলো আমার মূল উদ্দশ্য।

ভালো ও সুন্দর ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরার, ক্যামেরা বডি একটি অংশ, এর জন্য লেন্স বা কেমন লেন্স ব্যবহার করতে হবে এরকম আরো অনেক ফ্যাকটর আছে। আগামি পরবে আমরা লেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
২য় পর্বের লিঙ্ক নিচে দেয়া হলো
DSLR ক্যামেরা কিনছেন? পর্ব- ২ ( লেন্স পরিচিতি )
ধন্যবাদ

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩

আই এম নাম্বার ফাইভ বলেছেন: অত্যন্ত ভালো লাগলো।অনেক তথ্যবহুল একটা পোস্ট। প্রিয় তে রাখলাম।
আরো কয়েকটা ক্যামেরার উদাহরন দিলে ভালো হতো।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫

ম্যাভরিক০৫ বলেছেন: পরবর্তীতে দেয়া হবে। অথবা আপনি এটাও করতে পারেন, উপঅরের ক্যামেরা লিখে গুগল করলে সিমিলার টাইপ ক্যামেরা চলে আসবে

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩ বলেছেন: The best camera is human's eye... It always takes screenshot and send data to brain...

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

ম্যাভরিক০৫ বলেছেন: ঠিক বলেছেন। এজন্যে আমরা অনেক লাকি

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

নিরব জ্ঞানী বলেছেন: তথ্যবহুল পোস্ট। লেখককে ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.