নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব আশাবাদী । বারবার হোচট খেলেও উঠে দাঁড়াই।

মোহেবুল্লাহ অয়ন

সুন্দর একটি শিরোনাম লিখতেই হবে?

মোহেবুল্লাহ অয়ন › বিস্তারিত পোস্টঃ

মধুর প্রতীক্ষা

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

অ্যাই প্রিয়তমা,
দিলে না যে তোমার ওই হাতের উল্টো পিঠ
যেখানে ছোঁয়াব অধর
এঁকে দিতে ভালোবাসার ছাপ।

ঘুমাতে গিয়েছিলাম তোমায় ভুলব বলে
কিন্তু হায়!
চাইলেই কি ভুলা যায়?
শব্দগুলো যে ঘুমাতে দিল না
তাইতো জেগেই ,
শব্দগুলোকে নিয়ে ব্যাস্ত
মালা বানানোর কাজে।

যখন শেষ হবে
তখন কি তুমি তা গ্রহণ করবে?
দেখবে তো? হৃদয় দিয়ে অনুভব করবে এ শব্দমালাকে?

হাসি পাচ্ছে।
একা একাই প্রশ্ন করছি
তুমি শুনতে পাবে না তাও করছি।
একেই কি বলে ভালোবাসা? হয়ত...

ভুলে গেছ কি সেই বসন্তের বিকালের কথা?
হ্যা, সেই মধুর মুহূর্তের কথা যখন কিনা
তুমি হেনেছিলে তোমার বিশেষ
বাকা চাহনি ।
ভুলব না কখনোই আমি
কোন কিছুর বিনিময়ে না, কোন কিছুরই বিনিময়ে না!

তুমি কি খেয়াল করেছ?
এই শব্দমালাতেই লুকিয়ে আছে তোমার নাম!
না, একসাথে নয়
আলাদা আলাদা অক্ষরে।
খুঁজবে? ইচ্ছা তোমার।

আবার দেখা হলে তোমাকে পরিচয় করিয়ে দেব
এই শব্দমালার সাথে।
তখন তোমার অনুভূতি জানিও।

ওহ! ভালো কথা,
আসলেই কি আর কখনো দেখা হবে?
আমি তো প্রায়ই কল্পনা করি
হঠাৎ পথে আমাদের দেখা হয়েছে!
আর...
যদি না হয় কখনো?
তাহলে কি পরের জীবনে হবে?
তা তো উপরওয়ালাই জানেন শুধু।
আশা করতে দোষ কি?
হবেই হবে, হয় এ জীবনে
নাহয় পরের।
কি বল?






আসসালামু আলাইকুম। ব্লগে নতুন। অনেকেই কবিতা দিচ্ছে। তাই আমিও উৎসাহিত হয়ে কবিতার মাধ্যমেই ব্লগিং শুরু করলাম :-B । ভুল-ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন।

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়াইলাইকুম আসসালাম!

ব্লগে স্বাগতম। বেশ সুন্দর একটা কবিতা দিয়ে যাত্রা শুরু করেছেন। আরো ভালো ভালো লেখা দিতে থাকুন।
শুভেচ্ছা!

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে বাহ! এতো পরম সৌভাগ্য! প্রথম পোস্টেই মন্তব্য আপনার! সত্যিই ভাল লেগেছে? উত্তেজনার বশে জিজ্ঞেস করছি।
মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য অন্তর থেকে ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ লেগেছে ভালো। সরল একটা আবেগ আছে, মন ছুঁয়ে যাবার মতো। শব্দ ভান্ডার লিখতে লিখতে আরো বেশি উন্নত হয়ে যাবে।
আমার সকল শুভকামনা রইল!

ইউ আর মোস্ট ওয়েলকাম! :)

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপা, কবিতার যতিচিহ্ন নিয়ে সাহায্য করতে পারবেন? এটা আমি একদমই পারি না।

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কবিতায় যতিচিহ্ন এর ব্যবহার ঠিকই তো মনে হলো। অবশ্য আমি যেহেতু কবিতা লিখিনা বেশি জানিও না এ ব্যাপারে।

তবে ব্লগে প্রচুর কবি রয়েছেন। এ ব্যাপারে আপনাকে সাহায্য করার মতো অনেক বিদ্যান মানুষই পাবেন এখানে। আশা করি ব্লগ থেকে দিনে দিনে অনেক কিছু শিখবেন।

হ্যাপি ব্লগিং!

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা,তাই করতে হবে। দেখে দেখে শিখা। যতদূর জানি বানান হবে "বিদ্বান"। নাকি নতুন বাংলা বানানের নিয়মে এখন থেকে বিদ্যান হবে? :-&

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: না না আপনি একদমই ঠিক বলেছেন। বিদ্বানই হবে। ঠিক করে দেবার জন্যে আন্তরিক ধন্যবাদ।

আমার এখন মাথার ঠিক নেই। বাংলাদেশের খেলা দেখছি। আমি ব্যাটিং অনেক টেনশন নিয়ে দেখি। উইকেট পরে যাবার ভয়ে ভয়ে থাকি!

আপনি ভালো থাকুন অনেক।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে! আমি তো ভুলেই গেছি খেলা চলছে। যাই হোক, আপনাকে আবারো ধন্যবাদ।আর বিরক্ত করছি না।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

লিখতে থাকুন।

শুভকামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বাগত জানাবার জন্য ও উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লিখেছেন +



শুভ ব্লগিং .....

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রথী-মহারথীদের থেকে কমেন্ট পাওয়া বিরাট কিছু। তাও প্লাস সহ! ধন্যবাদ উৎসাহের জন্য।

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

ব্লগ এখন এক বিরাট কাব্য, প্রেমের কাব্য; একটু খালি যায়গা আছে মানুষের জীবন নিয়ে আলোচনা করার মতো

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জী ভাই। আগে এত কবিতা দেখতাম না। নানান বিষয়ে ব্লগিং করত। হঠাৎ কাব্যের জোয়ার শুরু হল। আমিও অন্য কিছু লিখার না পেয়ে এই জোয়ারেই গা ভাসালাম। (যদিও অর্থপূর্ণ কবিতাগুলো খুবই ভাল লাগে)। স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: রথী-মহারথীদের থেকে কমেন্ট পাওয়া বিরাট কিছু। তাও প্লাস সহ!

যা দিলেন না,ভাইসাব! একদম ফাটিয়ে দিলেন! :P


নতুন ব্লগ লিখুন ! পাশে আছি !!


শুভ কামনা রইল !

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: =p~

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: নিয়মিত ভাল ভাল লেখা পোষ্ট করুন। আশা করি দ্রুত প্রথম পাতায় সুযোগ পাবেন।
কবিতা ভালই লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম পাতা নিয়ে আগ্রহ থাকলেও খুব মাথাব্যাথা নাই। সামু পড়ি ৪-৫ বছর ধরে। এবার সাহস করে একাউণ্ট খুলেই ফেললাম। কেমন যেন এক মায়া আছে এই ব্লগের প্রতি। আইডিয়াই তো আসে না সহজে। ভাল লেখা পোস্ট করা কঠিন বটে।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



আরো কবিতা লেখুন..... ব্লগে স্বাগতম!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বাগত জানানোর জন্য ধন্যবাদ ভ্রমরের ডানা। ভালো আইডিয়া আসলে অবশ্যই লেখব আরোও। কবিতা তৈরী করাটা কঠিন বটে!

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


রানৈতিক ব্যাপারে উৎসাহিত হলে, দেশের অবস্হা নিয়ে লেখেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুঃখিত ভাই, আমার লেখার মত জ্ঞান আছে বলে আমি মনে করি না। আমি আমার যুক্তিগুলো মন্তব্যে তুলে ধরি যাতে বুঝা যায় আমার মতামত গুলো কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু যৌক্তিক ইত্যাদি ইত্যাদি।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

শুভ ব্লগিং।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ ধ্রুবক আলো

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম ভাইয়া

আশাকরি নিয়মিত হবেন

সুন্দর হয়েছে লেখাটি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিয়মিত হওয়াটা কঠিন বটে! যাই হোক, স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। সুন্দর শিরোনাম। আপনার পরিচয়ের লিখাটাও ভালো লাগলো।
কিছু কিছু অপেক্ষা চরম কষ্টের হলেও অপেক্ষার মাঝেও মধুর আনন্দ লুকিয়ে থাকে।
সকল অপেক্ষার অবসান হোক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।
শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খাইছে! এত ভালো প্রশংসা আপনারই প্রাপ্য। উৎসাহের জন্য ধন্যবাদ। হ্যা, ঠিক! অপেক্ষাও যে সুন্দর হতে পারে সেটা পরিস্থিতিতে না পড়লে বুঝা যায় না। আপনিও ভালো থাকুন আর হৃদয়ে হাহাকার জাগানো কবিতা লিখুন।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

উম্মে সায়মা বলেছেন: বাহ! প্রথম পোস্ট বেশ ভালোই হয়েছে....লেখা চালিয়ে যান।
শুভ ব্লগিং....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ আফা! আর আড্ডাঘরেও আপনার আরোও উপস্থিতি চাই। :)

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন কবিতা চাই !! :P


লিখে ফেলুন তারাতারি

নিবোধ বলিয়া
দূরে দিলে
ঠেলিয়া

আমার
জরিনা।


লিখে ফেলুন !! =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারাতারি তো লিখতে পারি না ভাই। তাড়াতাড়ি লিখা যায়। :P আপাতত ভাবছি কোনটা নিয়ে লিখা যায়।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

আরাফআহনাফ বলেছেন: অ্যাই প্রিয়তমা -
শুরুটাই অনেক রোমান্টিক।

"ওহ! ভালো কথা,
আসলেই কি আর কখনো দেখা হবে?
আমি তো প্রায়ই কল্পনা করি
হঠাৎ পথে আমাদের দেখা হয়েছে!
"

দেখা হোক আবারো - শুরু হোক নতুন পথচলা ।
ভালো থাকুন - শুভ কামনা সবসময়ের।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পয়েণ্ট ধরে ধরে বিশ্লেষণ করার জন্য অন্তর থেকে ধন্যবাদ। এরকম মন্তব্য সত্যিই প্রেরণাদায়ী।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লিখা দিন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চেষ্টা করছি। ঠিক করতে পারছি না কি নিয়ে লিখব। সময় লাগবে আরকি।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ ব্লগিং।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

সামিয়া বলেছেন: সুন্দর লিখন।+++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত্তগুলা প্লাসের জন্য ধন্যবাদ।

২১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


গানটি শুনে দেখতে পারেন.... ব্লগ বাসি তো... রাতের বিনোদন

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হে হে হে। মজা পাইলাম।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

উদাস মাঝি বলেছেন: বাহ !
চমৎকার কবিতা :D

(আচ্ছা গোপনে একটা কথা কই,কবিতাটা কার লেখা ;) )

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটা চা চক্রেই বলবনে। :-B

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন লিখা কই ?

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপাতত ড্রাফটে। খোজ নেয়ার জন্য ধন্যবাদ। :)

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: স্নিগ্ধ একটা লেখা। ভালো লেগেছে!

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। আপনার নামটাও মজার। এরকম নাম রাখার কারণ বলবেন যদি ব্যক্তিগত না হয়?

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি যেসব বিষয়ের উপর বেশী কমেন্ট করেন, সেসব বিষয়ে লিখুন।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিষয়টি মনে থাকবে।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কারনটা ব্যক্তিগতই, কিন্তু বলতে কোনই সমস্যা নেই :D
দৃষ্টিশক্তি কম হওয়াতে আমাকে মোটা চশমা পড়তে হয় :-B সেখান থেকেই নামের আইডিয়াটা এসেছে :P

০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একজনের ছদ্ম নাম দেখে ভেবেছিলাম মেয়ে হবে হয়ত। নামটা ওরকমই লাগছিল। পরে দেখি ছেলে। আপনার পোস্ট দেখে ভেবেছিলাম কোন মেয়ে লিখেছে হয়ত। যেহেতু অ্যাডামের কাছে লিখছে। পরে দেখি আপনিও ছেলে। =p~

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হা! মজা পাইসি ভাই সিরিয়াসলি! :) :D :P
অবশ্য এমনটা ভাবা দোষের কিছু না। একজন ছেলে ব্লগার এমন লেখা দেবে প্রথমে মাথায় আসার কথাই না! তবে লেখাটা ইচ্ছে করেই লিখেছি। একটা মেয়ের দৃষ্টিভঙ্গি থেকে কিরকম হতে পারে।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হে হে :D

২৮| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



গুড। ভেরি গুড। ইউ আর মোস্ট ওয়েলকাম।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। আপনি নতুন নকিব হলে পুরান নকিব কে? :P

২৯| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: এটা আপনার লেখা প্রথম কবিতা?

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, কিছু বলতে চাচ্ছিলেন?

৩০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

মিথিলাবতী বলেছেন: অনেক চেষ্টা করলাম নামের ধাঁ ধাঁ টা মেলানোর জন্য। পারলাম না। হাসি/মালা এগুলোও হতে পারে কিন্তু একসাথে নয়, আলাদা অক্ষরে লেখা এই ক্লু টার কাছেই হেরে গেলাম।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ তো! আপনিই প্রথম চেষ্টা করলেন। যদিও বের করা সম্ভব না। এত অক্ষর, কত নামই তো হয়। হা হা। যাই হোক। খুব মজা পেলাম আপনার মন্তব্যে। :)

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: আফনেরে কবি হিসেবে গাইল দিয়া তাইলে খুব একটা ভুল করি নাই, নাকি????

আফনে আসলেই দেখছি একটা কবি!!:)


এইরাম কবি কবি গাইল পাইতে থাকেন মরনের আগে ও পরে (এই বদদোয়াটা আমারেও একজন করছিলো! :) )

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই, আমি সেরকম কবি যেরকম কিনা অনন্ত জলিল অভিনেতা, হিরো আলম হিরো। বুঝলেন? :D

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

চন্দ্রনিবাস বলেছেন: ভালো লাগলো। সুন্দর অনুভূতির প্রকাশ। শুভকামনা ও ভালোবাসা।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজার ব্যাপার হচ্ছে, এই কবিতাটা প্রকাশ করার পর থেকে যতজনই ভাল বলেছে ততই আমি অবাক হয়েছি। মাঝে মাঝে অবিশ্বাস ও হয়েছে। কেননা সামুতে যেসব ভাল ভাল কবিতা প্রকাশ হয় তার কাছে এই কবিতা হয়ত তেমন কিছু না। তবে আমি লেখার সময় দরদ নিয়ে লিখেছিলাম।
আপনার সুন্দর অনুভূতির জন্য ধন্যবাদ।

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার অনুভূতি নিয়ে লেখা কবিতা, তাই ভাল না লেগে উপায় নেই। ভাষা সাবলীল, বক্তব্য স্পষ্ট, তাই কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।

এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে যাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও আপনার মত করে বলতে চাই, একজন সুপ্রতিষ্ঠিত কবির এমন দারুণ মন্তব্য পেয়ে অন্যরকম ভাল লাগল। কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ ছাড়া আর কিছু দেয়ার নেই।
বাহ! এতগুলো শুভকামনার জন্য আবারো ধন্যবাদ। :)

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা । এতোদিন চোখে পড়লো না কেন । বুঝলাম না । দেরিতে হলেও ভালো লাগা জানিয়ে গেলাম ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগার "মানুষ" দেখলে কি বলত তা ভাবতে মজা পাচ্ছি! :D

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: আমি দিয়ে দেই ওনি তা বলতো । /:) /:)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরমাণু মন্তব্য। :|

এই কবিতাটা আরবাজের লেখা উচিত ছিল নায়িকাকে। =p~ :P :-B

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪

নূর-ই-হাফসা বলেছেন: আরবাজ কে আপনার কবিতার মতো চরিত্রের মনে হয়নি । ওনি বাস্তববাদী । ওনি প্রেমিকার জন‍্য কবিতা লিখে আদিখ্যেতা করবে না ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরবাজের ডেডিকেশন আমার ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.