নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব আশাবাদী । বারবার হোচট খেলেও উঠে দাঁড়াই।

মোহেবুল্লাহ অয়ন

সুন্দর একটি শিরোনাম লিখতেই হবে?

মোহেবুল্লাহ অয়ন › বিস্তারিত পোস্টঃ

The Difference Between Amateurs and Professionals

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

কেন এরকম হয় যে কিছু লোক ব্যপকভাবে সফল হচ্ছে এবং সাথে অনেক কাজই করছে যেখানে কিনা আমাদের অধিকাংশই প্রচুর খেটেও কোন উন্নতি দেখছি না? উত্তরটা জটিল আর সম্ভবত বহুমুখী।

একটা দিক হল মানসিকতা - ঠিক করে বলতে গেলে, অ্যামেচার আর প্রফেশনাল এর মধ্যে পার্থক্য।আমরা বেশিরভাগই অ্যামেচার।
পার্থক্যটা কি? আসলে, অনেক পার্থক্যই আছেঃ

=> কোন কিছু অর্জন করতে পারলেই অ্যামেচার থেমে যায়(সে ভাবে আমি তো বিরাট কিছু করে ফেলেছি)। প্রাথমিক অর্জন যে শুরুমাত্র সেটা প্রফেশনলারা ভালমতই বুঝে।

=> অ্যামেচারদের একটা লক্ষ্য থাকে। আর প্রফেশনালরা থাকে প্রসেস নিয়ে।

=> অ্যামেচাররা ভাবে তারা সবকিছুতেই পারদর্শী। নিজেদের দক্ষতার সীমাগুলো( circles of competence) প্রফেশনালরা বুঝে।

=> ফিডব্যাক আর দিকনির্দেশনা পেলে অ্যামেচাররা মনে করে তাদের সমালোচনা করা হচ্ছে। অন্যদিকে, প্রফেশনালরা জানে যে তাদের উইক স্পট আছে আর তারা গঠ্নমূলক সমালোচনা খুজে।

=>অ্যামেচাররা পারফর্ম করলে সবচেয়ে ভালটাই আমলে নেয়। চিন্তা করেন এমন একজনের কথা যে কিনা কঠিন ক্যাচগুলার মধ্যে একটাই ধরতে পারছে। প্রফেশনালরা নিয়মিত হওয়ার দিকে নজর রাখে। তারা চিন্তা করে, এই একই কঠিন ক্যাচটা ১০ বারের মধ্যে ৯ বারই ধরতে পারব কিনা?

=>অ্যামেচাররা ঝামেলা হওয়ার প্রথম লক্ষণ দেখামাত্রই হার মানে আর মনে করে তারা ফেল্টুস। প্রফেশনালরা ব্যার্থতাকে সফল ও পারদর্শী হয়ে উঠার অংশ মনে করে।

=>অ্যামেচাররা প্রাকটিসকে হালকাভাবে নেয়। প্রাকটিসে যা হবে সেটাই যে বাস্তবে কাজে আসবে তা প্রফেশনালরা বুঝে।

=>অ্যামেচাররা নিজেদের দুর্বলতা খুজে তা ইম্প্রুভ করার উপর নজর দেয়। প্রফেশনালদের নজর থাকে নিজেদের শক্তির উপর আর তাদের নিজেদের উইক পয়েন্টগুলোতে যেসব লোকেরা শক্তিশালী তাদের খুজে।

=> অ্যামেচাররা মনে করে জ্ঞানই শক্তি। প্রফেশনালরা বিচক্ষণতা আর উপদেশকে দাম দেয়।

=>অ্যামেচাররা যথাযথ হওয়ার উপরই নজর দেয়। প্রফেশনালরা সবচেয়ে ভাল ফলের উপর ফোকাস করে।

=>অ্যামেচাররা first-level thinking এর উপর নজর দেয়। প্রফেশনালরা second-level thinking এর উপর।

=>অ্যামেচাররা মনে করে ভাল ফল হচ্ছে তাদের ব্রিলিয়ান্সের ফসল। কখন দৈবগুণে ভাল ফলাফল আসে প্রফেশনালরা সেটা বুঝে।

=> অ্যামেচাররা শর্ট টার্ম এর উপর নজর দেয়। প্রফেশনালরা লং টার্ম এর উপর।

=> >অ্যামেচাররা অন্যদের নিচে নামাতে চায়। প্রফেশনালরা সবাইকে সফল করার দিকে নজর দেয়।

=>অ্যামেচাররা কয়েকজন মিলে কমিটির মত করে সিদ্ধান্ত নেয় যাতে ব্যার্থ হলেও একজনের উপর দোষ না পড়ে। প্রফেশনালরা নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। ব্যর্থতার দায়িত্বও সেই নেয়।

=> অ্যামেচাররা অন্যকে দুষে। প্রফেশনালরা ব্যর্থতা মেনে নেয়।

=> অ্যামেচাররা অনিয়মিত। প্রফেশনালরা প্রতিদিনই এগিয়ে চলে।

=> অ্যামেচাররা তাড়াহুড়া করে আগায়। প্রফেশনালরা আগায় আরো উন্নতির দিকে।

=>প্রথম কোন আইডিয়া মাথায় আসার সাথে সাথেই অ্যামেচাররা সেটা বাস্তবায়ন করে। প্রথম আইডিয়া যে খুব কম সময়ই সর্বোৎকৃষ্ট আইডিয়া হয় সেটা প্রফেশনালরা বুঝে।

=>অ্যামেচাররা এবসোলিউট(absolute) এর কথা বিবেচনা করে। প্রফেশনালরা করে প্রোবাবিলিটির(probability) কথা।

=>অ্যামেচাররা ভাবে যে, তাদের দ্বারা সবচেয়ে ভালো আইডিয়া পাওয়ার সম্ভাবনার পরিমাণ খুব জোরালো। প্রফেশনালরা নিজেদের ব্যাপারে এর উল্টোটা ভাবে।

=>অ্যামেচাররা মনে করে, বাস্তবতা হল তারা যা দেখতে চায় সেরকমই। যা সত্য তাই বাস্তবতা- এটা প্রফেশনালরা জানে।

=> মতের অমিল হওয়াকে অ্যামেচাররা হুমকি হিসেবে ভাবে। প্রফেশনালরা এটাকে আরোও শিখার সুযোগ হিসেবে দেখে।



এই লেখাটি এই আর্টিকেল এর অনুবাদ প্রচেষ্টা মাত্র। তো পাঠক, কি কি মনে আসতাছে? আপনি অ্যামেচার নাকি নিজেকে প্রফেশনাল হিসেবে ভাবেন? উক্ত পয়েণ্টগুলোর বাইরেও কি আরো কিছু আছে? অনুবাদ কেমন লাগল? উত্তরের অপেক্ষায় আছি......







মন্তব্য ৭৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি ঠিক আছে; উন্নত সমাজে মানুষকে প্রফেশানেল হতে হয়, না হয় টিকে থাকা মুশকিল।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমাদের সমাজে অ্যামেচার তো দূরে থাক, বেশিরভাগই অদক্ষ। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি নিজেকে ডেভলপ করার চিন্তাও করে না। বিদেশে যায়, সেখানেও অন্তত লোকাল ভাষাটাও শিখে যায় না। সরকার কিছু করবে না বলে তো নিজেরা হাত-পা গুটিয়ে বসে থাকব না। বাস্তবতা মেনে নিয়েই আগাতে হবে।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার নিরাপদ ব্লগার হওয়ার জরুরী !!! এতো সুন্দর একটা পোষ্ট চোখে পরেনি !!! :(

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিরাপদ হলে তো চুরেরা আবার চুরি শুরু করে দিবে। =p~
এনিওয়ে, ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

কালীদাস বলেছেন: লেখাটা ভাল। আপনার লেখা নিচের পয়েন্ট দুইটা মেইন আমার চোখে, ইমপ্লিকেশনের জন্য:

=< অ্যামেচাররা ভাবে তারা সবকিছুতেই পারদর্শী। নিজেদের দক্ষতার সীমাগুলো( circles of competence) প্রফেশনালরা বুঝে।

=< ফিডব্যাক আর দিকনির্দেশনা পেলে অ্যামেচাররা মনে করে তাদের সমালোচনা করা হচ্ছে। অন্যদিকে, প্রফেশনালরা জানে যে তাদের উইক স্পট আছে আর তারা গঠ্নমূলক সমালোচনা খুজে।



বাইদ্যাওয়ে, সমালোচনা করাও একটা আর্ট। সবাই জিনিষটা পারেনা। একটা ভাল সমালোচনায় ভুলটা মার্ক করা হবে শালীনতার সীমা বজায় রেখে এবং ডিরেকশন থাকবে পসিবল ওভারকামের।

০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেকে সমালোচনার সংঙ্গাই জানে না। শুধু দোষ-ত্রুটি ধরাকেই সমালোচনা মনে করে। শালীনতা বজায় রেখে ভুল ধরে দেয়াটাই সবচেয়ে ভাল পথ। আপনার কর্মক্ষেত্রে প্রফেশনাল হয়ে উঠুন এই দুয়া রইল। :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর অনুবাদ হয়েছে অয়ন ভাই। আমি অ্যামেচার নাকি প্রফেশনাল বুঝতে পারছিনা( গালে হাত দিয়ে চিন্তার ইমো হবে :-B) মনে হয় মাঝামাঝি......

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বুঝতে পারছেন না দেখেই বোধহয় দোলনাতে ঝুলতেই আছেন(প্রো পিক)। চিন্তা করে বের করুন। হয় ডাঙ্গায় নামুন নাহয় আকাশে উড়ুন। কিছু একটা করুন। আর কতকাল চিন্তায় ঝুলবেন? :P =p~ B-)

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রচেষ্টা সুন্দর ও সার্থক হওয়ার পথে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ। :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। চিন্তা চিন্তা চিন্তা........ B-)

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: :D

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য প্রামাণিক ভাই।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

অনিক_আহমেদ বলেছেন: হুমম...অ্যামেচারদের অনুপ্রেরিত করবে...। সুন্দর পোস্ট!

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকাল তো আবার মোটিভেশনাল স্পিচ কাজ করে না। :P
যাইহোক, পড়ার জন্য ধন্যবাদ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


ভাল লাগল বিশ্লেষণ!

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা চুরেরা প্রফেশনাল হইলে চুরি কমে যেত মনে হয়। :P

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৭

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটির মধ্যে উভয়দিকেই বেশ সুন্দর যুক্তির আবহ রয়ছে ।
আমার মনে হয় যার যার SWOT analysis করে যে যার মত
অবস্থান বেছে নিতে পারে ।

শুভেচ্ছা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার ব্লগে এসে মন্তব্য করায় খুব আনন্দ লাগল। ঠিক বলেছেন। ক্যারিয়ারে যাওয়ার আগে এগুলা নিয়ে ভাবা উচিত। তাহলে কর্মদক্ষতা বাড়বে। শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

কুঁড়ের_বাদশা বলেছেন: শুভ ব্লগিং....

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই মন্তব্য করতে আলসেমি লাগেনি? :P

১২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

ধুতরার ফুল বলেছেন: সেফ হয়েছেন কি?

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, কিছু বলতে চান?

১৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

ধুতরার ফুল বলেছেন: পোস্ট করেন, অনেক তো পড়েছেন, কবিতার ক্যাচানিতে থাকা যাচ্ছে না ১ম পাতায়, তাই একটু অন্যধর্মী পোস্ট লিখে লিখে একটু বিচিত্র আনা যায় কিনা দেখুন।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার মাথায় রেসলিং নিয়ে একটা পোস্ট ঘুরতাছে। কিন্তু লিখতে পরিশ্রম হবে বেশ। তবে মনে হচ্ছে পাঠক পাব। কিন্তু লিখতে গেলে পিঠ বেকে যাবে। বড় হবে কিনা। :D

১৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

ধুতরার ফুল বলেছেন: একটু একটু করে লিখুন অবসরে, যতটুকু মজা নিয়ে লিখবেন ততটুকুতেই সন্তুস্ট হতে পারবেন ।তাই সপ্তাহব্যাপী লিখে শেষ করতে পারবেন।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতার ক্যাচানিতে থাকা যাচ্ছে না ১ম পাতায়

ঠিক বলেছেন। যথেষ্ট বিরক্তিকর। X((
ছাগু তালাশ বন্ধ? :P

১৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

ধুতরার ফুল বলেছেন: ছাগু তালাশ বন্ধ? :P

দুটা টার্গেটে আছে, কিন্তু শুট করতে পারছি না, চালাক তো, খালি নড়াচড়া করতেছে, খাপমত পেলে কোনো এক ধারায় ফেলে দিবো।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কারা? কইয়া দেন। এই পোস্ট তো পাব্লিকে যাচ্ছে না। B-)

১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

ধুতরার ফুল বলেছেন: কওন যাইতো না, তয় আওয়ামী ছাগু।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভারতীয় আর পাকি নাই?

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: লক্ষণ বিচারে নিজেকে এমেচারই মনে হয়।
আপনি এখনো বিপদজনক নাকি ব্লগের জন্য? ( ভয় পাবেন না। সেফ হয়েছেন কিনা এটাই জানতে চাইলাম।)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে ক্যারিয়ারে ঢুকার আগেই প্রফেশনাল হয়ে যান। আপনি বোধহয় এখনো অলস সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে স্টিকি পোস্টে কমেন্ট করার পর মডু সেফ করে। সাথে অনেক প্রশংসাও করছে। :D

গতকাল কবিতা পড়ে কিছু বলতে চেয়েছিলেন? বলতে পারেন। ভাল/খারাপ লাগলে বলে দিবেন। আমিও ভাল হলে উচিত প্রশংসা করি। খারাপ লাগলে সেটা সোজাসুজি বলে দেই।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: কিছু বলতেই চেয়েছিলাম। এখন মনে পড়ছে না। নেক্সট পোস্টে কিছু মনে এলে সরাসরিই বলে ফেলবো। প্রস্তুত থাকেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মিস করলাম। :((

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমি মনে হচ্ছে এ্যামেচার। প্রফেশনাল হওয়া হয়ে উঠবে না আমার।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি তো রাজকন্যা। আপনার তো অ্যামেচার/প্রফেশনাল কিছুই হওয়ার দরকার নেই। আপনার প্রিন্স বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে। :P

২০| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: প্রিন্স? আমার রাজকুমার?

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইয়ে মানে, হ্যা।মানে আপনার কাঙ্খিত পুরুষ আরকি। ভুলভাল বললাম নাকি? তাহলে সরি।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আহা এত্ত ভাল লেখাটি এতদিন পড়ি নাই।অনুবাদ জোস হইছে।
অয়ন ভাই আপনি অনেক ট্যালেন্ট এইটা অনেক আগেই বুঝছি।
সত্যি বলতে কি আমি সব দিক থেকেই কাঁচা।
সেফ তো হয়েছেন তাহলে সামুর পাঠকবৃন্দকে দ্রুত কিছু ভাল ভাল লেখা উপহার দিন।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখতে আলসেমি লাগে। তাছাড়া লেখার কোয়ালিটিও খেয়াল রাখতে হয়। অন্যের সাথে তুলনা বাদ দেন। বেশিরভাগ ব্লগাররাই ভাল। ব্লগে একাউন্ট খোলা আর ফেবুতে একাউন্ট খোলার মধ্যে পূর্ব-পশ্চিম পার্থক্য আছে। ব্লগাররা ট্যালেন্টেড। আপনি যেদিক দিয়ে ভাল আমি হয়ত সেদিক দিয়ে ভাল না। এই যেমন দেখেন, আপনি নিয়মিতই পোস্ট দিতে পারেন। অথচ সেটা আমি পারি না। অতএব তুলনা বাদ! :)

২২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: রোস্টিং এর জন্য রেডি হন!:)


সামনের ঈদে আপনাকে রোস্ট করা হবে!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই, সামনের ঈদ তো বহুত দেরি। এত দিন অপেক্ষা করব কিভাবে? :(

২৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: বড় পার্থক্য দৃষ্টিভঙ্গীতে। প্রফেশনালরা গভীরে যায়, অ্যামেচাররা শুধু উপরেরটুকু দেখে।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি সংক্ষেপে পোস্টটির মূল বক্তব্য তুলে ধরেছেন।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: শিক্ষণীয় পোস্ট।। ++++
প্রিয়তে নিলাম।।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্ট আপনার উপকারে আসাতে আনন্দ পেলাম। প্রিয়তে নিয়ে সেই আনন্দের মাত্রা আরোও বাড়িয়ে দিলেন। :)

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

বিলিয়ার রহমান বলেছেন: এতো ক্যাচালের কি দরকার ছিলো???


সোজাইতো কইতে পারতেন আফনে নিজে হইলেন একটা অ্যামেচার আর মুই আইমিন বিলি হইলো একজন প্রফেশনাল ! এতেই তো কেল্লা ফতে হওয়ার কথা!;)

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বলি নাই এই কারণে যাতে আপনি রোস্ট করার সময় "আপনাকে প্রফেশনাল স্বীকৃতি না দেয়ার ক্ষোভ" এর কথা মনে করে আচ্ছা মত রোস্ট করতে পারেন। B-))

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেইল করেছি। :)

২৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯

কালীদাস বলেছেন: এখনও সেফ হননি?

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেফ হইছি তো মনে হয় প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এত টাইপ করতে গেলে পিঠ ব্যাথা করে। তাই পোস্ট দিতে ইচ্ছা হয় না। আপনে একটা রম্য পুস্ট দেন। ব্লগে সবাই মিলে একটু আনন্দ পাই। :D

২৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

কালীদাস বলেছেন: আপনার রিপ্লাইয়ের লাইনে তিনটার সাথে কোন জোকারের ছবি যোগ করে রম্য শব্দটা টাইটেলে যোগ করে পোস্ট দিয়ে দেন। জনতা ভালই হাসবে :-0

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তিনটার সাথে বলতে ঠিক বুঝলাম না। একটা গান শুনবেন? হার্ড রক না। তবে আমার ভালই লাগে।

২৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

কালীদাস বলেছেন:
রম্য পোস্ট: কেন পোস্ট দেই না।
লিখেছেন: মোহেবুল্লাহ অয়ন

সেফ হইছি তো মনে হয় প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এত টাইপ করতে গেলে পিঠ ব্যাথা করে। তাই পোস্ট দিতে ইচ্ছা হয় না।
"জোকারের ফটু।"
পোস্ট শেষ।


B-))
দেন গান। নাস্তা খাইতে খাইতে শুনি।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আইচ্ছা দিতাছি। আশা করি কমেন্ট করবেন পুস্টে।

গান

৩০| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

কালীদাস বলেছেন: পোস্টে কমেন্ট করছি।
গান কয়েক সেকেন্ড শুইন্ন্যা মেজাজটা চরম খারাপ হয়া গেল। র‌্যাপ X(
আপনে মনে হৈতাছে রেসলিং এর ব্যাপক ফ্যান এখনও।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই দূপুরে একজনের মেজাজ খারাপ কইরা দিতে পারায় ভালই লাগছে। ফ্যান তো বটেই।
দেখেন তো এটা শুনছেন নাকি? এটাও একটা ইভেন্ট এর থিম সং ছিল।
লেজেন্ডারি

৩১| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

কালীদাস বলেছেন: ব্রিটপপ :(( বছরে একবার দুইবার শুনি খায়া কাম না থাকলে /:)

ব্লগের অনেকেই এখন ভুল বুঝতাছে আমারে, মনে করে আমি খালি ইংলিশ গান শুনি। এইটা সত্যি যে আমি ভালমত ভাষা পারিই মাত্র দুইটা: বাংলা আর ইংলিশ; কিন্তু গান শোনার জন্য আমি খুঁজি আমার পছন্দের জাঁনর, ভাষা মেইন না। আমার কোন এক পোস্টে জার্মান ভাষার গানও আছে। আমার চয়েস রক এবং মেটালের কিছু স্পেসিফিক জাঁনরে ঘুরপাক খায়; এইটাও সত্যি কথা। তবে খুব ঠান্ডা কিছু গানও অনেক শুনি, কিন্তু মেইনস্ট্রিমের পপ আমার ভাল লাগে না।

নেন, আমার জন্মেরও আগের একটা ইটালিয়ান পপ গান রাখলাম আপনের জন্য। নেটে দেখছিলাম সেসময় ব্যাপক ফেমাস ছিল, আমারও বেশ লাগে। দেখেন, ভাল লাগতে পারে হয়ত :|

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গানটা কয়েকবার শুনার পর আমারো ভাল লাগে নাই। আমি রেসলিং এর কোন গান ভাল লাগলে সেটা মাঝে মাঝে শুনি। এই আরকি। গান নিয়ে আমার কোন নলেজ নাই। তবে গানের চেয়ে আমার মিউজিক শুনতে ভাল লাগে বেশি। অনেক রেসলার শুধু মিউজিক ব্যবহার করে এন্ট্রান্স হিসেবে। আপনারে রেকমেন্ড করলাম বুঝার জন্য আপনি কি শুধু হেভী মেটাল ই শুনেন কিনা। যাই হোক উত্তর তো পাইলাম ই।
লিংক এই মিউজিকটা আমার ভাল লাগে। আবার ভুল বুইঝেন না যে আমি আপনারে পছন্দ করানোর চেষ্টা করতাছি। আপনার ভাল নাই লাগতে পারে। আমি কিছু মনে করি না। সোজা সাপ্টা কথাই ভাল।

৩২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১

কালীদাস বলেছেন: ভাল লাগে এই টাইপের এনার্জেটিক গীটার রিফ, থ্যাংকস। আপনি রেসলিংএর বাইরের জগতের মেটাল দুনিয়ায় ঢু মেরে দেখতে পারেন; আপনার এই সাউন্ডক্লিপগুলো কিন্তু আপনার অল্টারনেটিভ মেটালে আগ্রহের পরিচয় দেয়। মেইন গানগুলো শুনলে আপনার আরও ভাল লাগবে এই প্রোফাইল স্লাইসের চেয়ে। আমার নিজেরও আগ্রহ বাড়িয়েছিল ২০০০ সালের দিককার কিছু এন্ট্রান্স মিউজিক। মিস করি গত দশকটা, ন্যু-মেটাল, পোস্ট গ্রান্জ ইনফ্লুয়েন্সড অল্টারনেটিভ মেটাল, হার্ড রক,.... দুনিয়াটার রংই আলাদা ছিল।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, এরকম স্পিরিট ওয়ালা মিউজিকগুলা কাজের খুব। মুড সুইং করে দেয়। আচ্ছা ট্রাই করব।

দুনিয়াটার রংই আলাদা ছিল মানুষ বোধহয় অতীতকেই পছন্দ করে। জিনিসটা সবার সাথেই ঘটে। আমার সাথেও ঘটছে এখন।

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কালীদাস বলেছেন: গত কালকের পোস্ট সরিয়ে ফেলেছেন নাকি? :|

নেন, আপনার জন্য একটা ৮০ভাগ ইন্সট্রুমেন্টাল রেখে গেলাম। এদের ভয়েস বোঝার চেষ্টা করে নিজেকে কষ্ট না দিলেই ভাল করবেন।


গত দশকে এদের একটা ক্রসজাঁনর গান (থ্রাশ-মেটালকোর-স্পিড-মেলোডিক ডেথ) মুটামুটি জাতীয় সংগীত হয়ে গিয়েছিল অনেকের। এগ্রেসিভ গান, রিফ আপনি যে টাইপের পছন্দ করেন মুটামুটি তার চেয়ে ভারি মেটালের কারণে। আমার এক ফ্রেন্ড আছে, কঠিন তাবলীগ জামাত করে, তখনও করত। সেও এই গানটার ভক্ত হয়ে গিয়েছিল; এক গভীর রাতে "আই গিভ এ ফ্লাইং ফা* মা***কার" স্ক্রিম করে সারা পাড়া জাগিয়ে ফেলেছিল। হা হা। ঐটারও লিংক রাখলাম।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, সেই পোস্ট আলোচিত বিভাগেও গেছে। এটা দেখে লজ্জা পাইছি। তাছাড়া শিরোনামেও লিখছিলাম সাময়িক। তাই সবদিক বিবেচনা করে সরায় ফেলছি।

কি বলেন! কঠিন তাবলীগ করার পরেও গানের ভক্ত! এটাই প্রমাণ করে যে আমরা হাজার হইলেও মানুষ। :P
আচ্ছা , এ দুইটা সময় করে শুনব। এরা যেই ব্রুটালি গান গায় যে মনে হয় সব ডেভিল ওরশিপার। স্টেজ পারফর্মেন্স করার আগে ইবলিশ এর ইবাদত কইরা আসে। X((

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

কালীদাস বলেছেন: নাহ, এদের সাথে শয়তান গুষ্ঠীর রিলেশন নাই। ঐটা আরেক টাইপের মেটাল; ব্লাক মেটাল। ঐ জিনিষ ব্লগে কখনও শেয়ার করি নাই; শুনি অবশ্য মাঝে মাঝে। যখন ডেভেলপ শুরু হয়; নব্বইয়ের দশকে, তখন বাংলাদেশেও আন্ডারগ্রাউন্ডে খুব রিচ সাউন্ডের ব্লাক মেটাল ব্যান্ড ছিল অন্তত একটা। এখন তো আন্ডারগ্রাউন্ডের খবর রাখা হয়না অনেক বছর :(

আপনে মনে করছেন নামাজ রোজা খালি আপনে একাই করেন? ;)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নারে ভাই, জোড়াতালি লাগাইয়া নামাজ রোজা কিছু করি। ভাল হওয়ার চেষ্টা চলে আরকি।আমি ১৩ সালে তাবলীগে গেছিলাম। সবই ভাল ছিল খালি টয়লেট আর গোসল বাদে। এরপর থেইকা আমি কখনোই তাবলীগ মুখি হই নাই।

হু, ব্লাক মেটাল। ভুলে গেছিলাম। এর আরেক নাম ডেথ মেটাল না? আমার সব গুলারেই সন্দেহ হয়। লাইভ পারফর্মেন্সে যেমনে পাব্লিকরে ইনফ্লুয়েন্স করে! মনে হয় সবাই কোন স্পিরিট দ্বারা পজেজড!

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

কালীদাস বলেছেন: না। ডেথ মেটাল আরেকটা জাঁনর। ঐটা মেটালের সবচেয়ে এক্সট্রিম ভার্সন, ব্লগে আমি যা শেয়ার করি এগুলো ডেথের তুলনায় বাচ্চাদের ছড়া। ব্ল্যাকের উল্টা জিনিষই বরং কিছু পাওয়া যায় ডেথ মেটালে। এক্সট্রিম মেটালের মেইন জাঁনর তিনটা- থ্রাশ, ব্ল্যাক আর ডেথ। বাকি সব মেইনলি ডেরিভেটিভ অথবা ক্রস অথবা ফিউশন। এক্সট্রিম মেটালগুলোর আলাদা ফ্যানগুষ্ঠি আছে, এদের চেনার আলাদা উপায়ও আছে গেটআপে।

আপাতত অল্টারনেটিভ মেটালেই থাকেন। রেসলিং এ অল্টারনেটিভ মেটালের উপরে যায় না কখনও।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর ভাই, আজম খানের উপ্রে কিছু নাই। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুলবানু পারলিনা বাচাতে.।.।.। :(

৩৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

ফয়সাল রকি বলেছেন: শিরোনামটা বাংলায় লিখলে ভাল হতো।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার কাছে কেন যেন মনে হল এটা ইংলিশেই রেখে দেই।

৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

তামান্না তাবাসসুম বলেছেন: গুরুত্বপূর্ন পোস্টের জন্য ধন্যবাদ, লেখাটা পড়ে নিজেকে আরেকবার মেপে নিলাম ।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুটোর মাঝামাঝি ছিলেন নাকি যে কোন একটা ছিলেন?

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

আটলান্টিক বলেছেন: আমার মধ্যে তো উপরের কোন গুনই নেই ভাইয়া।তাইলে আমি কোন ক্যাটাগরি???

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, আপনি বলতে চান আপনি অ্যামেচার ও না?

৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

আটলান্টিক বলেছেন: অ্যামেচারের কোন গুন তো আমার মধ্যে নাই ভাইয়া। তাহলে আমি কি?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আটলান্টিক! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.