নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব আশাবাদী । বারবার হোচট খেলেও উঠে দাঁড়াই।

মোহেবুল্লাহ অয়ন

সুন্দর একটি শিরোনাম লিখতেই হবে?

মোহেবুল্লাহ অয়ন › বিস্তারিত পোস্টঃ

৭১ এর আলাপ

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

রিক্সায় করে যাচ্ছিলাম। জ্যাম পড়ল। রিক্সাওয়ালা ঘুরে কথা শুরু করল-

রিক্সাওয়ালা- অমুক জায়গায় গেছিলাম। অনেক ভাড়া পাইলাম। তারপর অনেক ঘুরলাম। কোন বড় ক্ষ্যাপ পাইলাম না।
আমি- মানে মাঝখানে আর কোথাও যান নাই?

রিক্সাওয়ালা- না, এহন আর বড় ক্ষ্যাপ পাওন যায় না। অমুক জায়গায় ১৪০ টাকায় রাজি হইলাম। একটু পর সিএনজি স্ট্যান্ড দেইখা থামাইতে কইল। ২০ টাকা দিয়া নাইমা গেল।

আমি- আপনি দূরে দূরে যান? ছোট জায়গায় যান না, না?

রিক্সাওয়ালা- হ, বড় ক্ষ্যাপ নেই। এইডাই তো নিয়ম। এহন আর বড় ক্ষ্যাপ পাওন যায় না। নটরডেম এ গাড়ি দিছে, ইডেনেও গাড়ি দিছে। একসময় ইডেনে খাড়াইলে অনেক ক্ষ্যাপ পাওন যাইত। মতিঝিলেও পাওয়া যাইত। আগে এমন ও সময় গেছে ক্ষ্যাপ নিয়া কুল পাইতাম না। যাইতে না চাইলে মাইনষে রাগ হইয়া যাইত।

আমি- হুম, “যাবি না ক্যা?” বলত।

রিক্সাওয়ালা- হ, যাবি না ক্যা কইত। রিক্সা ধাক্কা দিয়া ফালায় দিত। এমন অবস্থা আছিল। রিক্সাওয়ালাগো সময় আছিল জিয়ার আমলে। দেশ স্বাধীন হইছে তো বেশি সময় হয় নাই। গাড়ির সংকট আছিল। আমদানি তো করে নাই। মুড়ির টিন চলত রাস্তায়। তখন আমদের কিছু করার সুযোগ আছিল। কিছু করি নাই। খাইছি আর সিনেমা দেখছি

আমি- (মনে মনে – তখনকার মুড়ির টিন(মানে বাস) এখনকার বাসের চেয়ে ভালোই ছিল) হু, ভালো সময় থাকলে ভবিষ্যতের কথা চিন্তা করেনা। খারাপ সময় আসলে হায় হায় করে।

রিক্সাওয়ালা- মাথা ঝাকানো + হাসি।

আমি- আপনি যুদ্ধ করছেন?

রিক্সাওয়ালা- ঠিক যুদ্ধ না। কিছু লাগলে দিছি। বন্দুকে তেল দিছি। সাহায্য করছি। আমি বন্দুক ও চালাইছি।

আমি- কোনটা ব্যবহার করছেন?

রিক্সাওয়ালা- রাইফেল ব্যবহার করছি। বেশি চলত স্টেনগান। মেশিন গান কম আছিল। স্টেনগান দিয়া বেশি দূর গুলি করা যাইত না। অনেকে দো নলা বন্দুক ব্যবহার করত। তবে রাইফেলের কারণেই যুদ্ধে জিতা গেছে। এইটা না থাকলে সহজ হইত না। অনেক দূরে গুলি করা যাইত। বোল্ট অনেক শক্ত আছিল। ২৫০ ফিট দূরে গুলি করা যাইত। গাছের আড়ালে গিয়া গুলি করত।

(হয়ত সে ৩০৩ বন্দুকের কথা বুঝিয়েছে।)

আমার ৫ মামা আছিল। সবাই যুদ্ধ করছে। আমার নানা ও যুদ্ধ করছে।

আমি- সবাই একসাথে নাকি বিভিন্ন জায়গায়?

রিক্সাওয়ালা- দ্যাশের একেক জায়গায় করছে।

আমি- সেইসময়টা অনেক কষ্টের ছিল। ছবি দেখছি। রাস্তায় মরা মানুষ পরে আছে।

রিক্সাওয়ালা- অনেক কষ্ট! কত মানুষ মইরা পইরা আছিল! সেইসময় যুদ্ধ না করলে মানুষের মনের মধ্যে কেমন জানি লাগত। এক ঘরে দুই শিয়ানা পোলা থাকলে যদি যুদ্ধে না যাইত তাইলে তো মনে হইব ওরা মুসলিম লীগ করে। যুদ্ধে যাইত মানুষ। অস্ত্র না থাকলেও শাবল নিয়া গ্যাছে দেখছি।

আমি- আপনার বয়স কত ছিল তখন?

রিক্সাওয়ালা- এইতো দশ হইব।

আমি- ট্রেনিং নিতে কি ভারতে যাইত সবাই?

রিক্সাওয়ালা- না, দ্যাশেই ট্রেনিং নিত। কমান্ডার টাইপের লোকেরা ভারতে গেছিল। হ্যারা পরে বীরপ্রতীক হইল। জিয়ার সময় মুক্তিযোদ্ধাগো লিস্ট নষ্ট হইছিল। ভারতের কাছে যেই লিস্ট আছিল সেইটাই রইয়া গেছিল। আজকাল টিভিতে কিছু ভুয়া লোক আহে কথা কইতে। ওরা কিচ্ছু জানে না। সব ভুয়া। সেই সময়ের খবর ওরা জানে না।
(একটু পর)
বাংলাদেশের ছবির( না কি যেন বলেছিল। শুনতে পারি নাই) সাথে ইন্দিরা গান্ধির ছবি থাকা উচিত। এই একটা মহিলা আমগো লেইগা অনেক কিছু করছে। ও না থাকলে স্বাধীন হইতে পারতাম না। ওই তো কূটনীতিকভাবে সারা বিশ্বে আমাগো পক্ষে লড়ছে। ও না থাকলে রাশিয়া থেইকা অস্ত্র আইত না দ্যাশে। আমগো তো প্লেন ও আছিল না।

আমি- ঠিক, যার যা প্রাপ্য তাকে দেয়া উচিত। সে তার স্বার্থের জন্যই করুক আর আমাদের জন্যই করুক, আমাদের উপকার তো হইছে !

রিক্সাওয়ালা- হ, হ্যায় যাই করুক। আমরা একটা স্বাধীন দেশ তো পাইছি। ৫০ বছর নাইলে ১০০ বছর পরে উন্নত হইবই।
(একটু পর )
(হেসে) একটা কথা কই। আমি একটা মিলিটারি মারছি।

আমি- গুলি কইরা নাকি খালি হাতে?

রিক্সাওয়ালা- পিডাইয়া। আমরা পোলাপান মিল্লা হেইডারে মারছি। ওরে অন্য জায়গা থেইকা ধইরা আনছে। খাওয়াইছে, নামাজ পরাইছে। তারপর একদিন নিয়া যাইতাছিল। আমরা দেইখা ফালাইছি। পরে ওরে সবাই মিল্লা পিডাইয়া মারছি। অনেক কইছে ছাইড়া দিতে। আমরা ছাড়ি নাই। বড়রা দেখছে আর আমরা মারছি।
(একটু পর)
খোকারে কিছু কয় নাই কারণ ও হইতাছে চিহ্নিত মুক্তিযোদ্ধা। তারপর কাদের সিদ্দিকি ও ।

(গন্তব্যে এসে পড়েছি।)
স্বাধীনতা পাওয়া একটা বিরাট ব্যাপার।

আমি- হ্যা, নয় মাসে পাওয়া অনেক বিরাট ব্যাপার। কত দেশ তো অনেক বছর পরে পায়।

রিক্সাওয়ালা- হুউউউ !

(ভাড়া দেয়ার পর)

আমি – আসেন, মুক্তিযোদ্ধা হিসাবে হাত মিলান।

উৎফুল্ল হয়ে হাত মিলাল। হয়ত আমাকে আল্লাহ হাফেজ বলেছিল। শব্দের কারণে শুনি নাই ঠিক কি বলেছিল।


(কিছু কিছু আলাপ আমার মনে নেই। তাই সেগুলা উল্লেখ করতে পারলাম না। আমার মুক্তিযোদ্ধা পেলে গল্প করার সুযোগ ছাড়তে ইচ্ছা হয় না। আমার তাদের ভালোই লাগে। এই প্রথম সামনা সামনি কারোও সাথে কথা হল। যা মনে ছিল তাই তুলে দিলাম।)

মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তারেক_মাহমুদ বলেছেন: বিভিন্ন মানুষের মুখে ছড়িয়ে থাকা মুক্তুযুদ্ধের গল্পগুলো আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা, এই গল্পগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করে রাখা আমাদের দায়িত্ব, খুব ভাল লাগলো অয়ন ভাই।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমরা সৌভাগ্যবান যে আমাদের সময় জীবিত মুক্তিযোদ্ধা পাচ্ছি। হ্যা, আপনি ঠিকই বলেছেন, তাদের গল্প গুলো আমাদের জন্য অনুপ্রেরণা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


তাজুদ্দিন সাহেব নিজের চাকুরী নিয়ে ব্যস্ত ছিলেন, এঁদের অবদান ও জীবনের কথা ভাবেননি; সরকারী টাকায় যে, এঁদেরকে সরকারের রাখা যেতো, সেটা উনার মাথায় আসেনি।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার মাথায় একটা মার্কামারা প্রশ্ন আসছিল। "আপনার কোন আক্ষেপ আছে কিনা"। যখন কথার মাঝখানে বলছিল - একটা স্বাধীন দেশ তো পাইছি। তখন বুঝলাম এই লোকের কোন আক্ষেপ থাকতে পারেনা। স্বাধীন হওয়াই হয়ত তাদের পরম চাওয়া ছিল।
ঠিক, যুদ্ধের পর এঁদের বিচ্ছিন্ন করা ঠিক হয় নাই।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধার সাথে কথোপকথন ভাল লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার কোন কাহিনী জানা থাকলে শেয়ার করতে পারেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: এমন বহু গল্প আজও ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষের মুখে মুখে। কিছুদিন পর আর তা থাকবে না।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটাই। এখনকার সরকার যেহেতু স্থিতিশীল আছে তাই তারা একটা উদ্যোগ নিতে পারে এসব যুদ্ধ কাহিনী সংগ্রহ করার।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ক্স বলেছেন: মুক্তিযোদ্ধার পাল্লায় পড়লে আর রক্ষা নাই। কই নিজের বীরত্বের কথা বলবে, কোন কোন অপারেশন কিভাবে সাকসেসফুল করল, কি বাধা বিপত্তি ছিল - এসব বলবে তা না, আইয়ুব খান, ইন্দিরা গান্ধী, নিক্সন নিয়ে টান দেয়। শুনতে ভালো লাগেনা, কিন্তু মুরুব্বি মানুষ কিছু বলাও যায়না।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা ঠিক। যুদ্ধের কাহিনী শুনতেই বেশি আগ্রহী ৭১ এর পরের প্রজন্ম। সে অবশ্য যুদ্ধ করে নাই। তাই তার তেমন কোন ঘটনাও নাই।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


@ক্স ,

১৯৭১ সালে, প্রায় দেড়কোটি স্বাধীনতা চায়নি, আপনি ওদেরই একজন।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেড়কোটি ! এত বেশি হবে ভাবি নাই! এত্ত লোক বিপক্ষে ছিল ! রাজাকারদের সাধারন ক্ষমা দেয়াই বিরাট ভুল ছিল।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সত্যি আমাদের শিহরিত করে। আমরা গর্বিত আমাদের বিগত পুরুষরা দেশের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছেন।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, আমরা গর্বিত।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩

ক্স বলেছেন: আমাদের সৌভাগ্য আমরা একজন বিরাট গবেষককে আমাদের মাঝে পেয়েছি। উনার বায়বীয় গবেষণাগারের অভূতপূর্ব আবিষ্কার - মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের পাঁচ ভাগের এক ভাগ নাকি স্বাধীনতা চায়নি। আমিও তাদের একজন।

জনাব গবেষক, এত মানুষ যদি স্বাধীনতা না চায়, তাহলে বুঝতে হবে সেই স্বাধীনতা ইরাক-আফগানিস্তানকে দেয়া আমেরিকার চাপিয়ে দেয়া স্বাধীনতা। কিন্তু ৭১ এর ইতিহাস কি বলে?

আমার স্বাধীনতা না চাওয়ার কোন সুযোগই ছিলনা, কারণ আমার ভ্রূণও তখন এই দুনিয়ায় পয়দা হয়নি।

আমার মন্তব্য আরেকবার পড়ে, বুঝে তারপর আবার মন্তব্য করবেন আশা করি।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উত্তর দিয়েছে !

৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


@ক্স বলেছেন, "আমার স্বাধীনতা না চাওয়ার কোন সুযোগই ছিলনা, কারণ আমার ভ্রূণও তখন এই দুনিয়ায় পয়দা হয়নি। "

-জেনেটিক্যাল

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এতো বড় অপবাদ !

১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন কথপোকথন ।
কেউ যুদ্ধের কাহিনী শুনালে বেশ ভালো লাগে ।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জে আফা ! আমরা পরের প্রজন্ম এগুলা শুনতে খুব আগ্রহী।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: কথপোকথন পড়ে ভাল লাগলো....


প্রকৃত মুক্তিযোদ্ধারা উদার মনের হয়।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কোন কাহিনী জানা থাকলে লিখে ফেলুন। আমরা পড়ি।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমায় দিয়ে কবিতা লেখা ছাড়া আর কিচ্ছু হবে বলে মনে হয় না ।।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সত্য কাহিনী/ জীবন নির্ভর কাহিনী লিখাই তো সহজ । কোন চিন্তা ভাবনা করে বানাতে হয় না !

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: আমার দেখা একজন মুক্তিযুদ্ধ করেছিলেন।তিনার কাছে যখন বললাম আপনি কেন সরকারের দেওয়া সুযোগ সুবিধা নেননা?
তখন তিনি হাসি মূখে বলেছিলেন,যুদ্ধ করেছি কি সুযোগ-সুবিধা নেওয়ার জন্য!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চমৎকার উওর ! মুক্তিযুদ্ধের কোন ঘটনা জানা থাকলে পোস্ট দেয়ার অনুরোধ রইল।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুগ্ধ হলাম।

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ মইদুল ভাই সময় করে পড়ার জন্য।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩

কালীদাস বলেছেন: এরকম চমৎকার পোস্টে এত কম কমেন্ট!!

হে হে, এই লোক ঠিক জায়গায় ঠিক সময়ে নক করতে পারলে শুধু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কেন আরও অনেক বড় কিছু করতে পারত। এনার ছেলেমেয়েরা সচিবলায়ে অনেক বড় পজিশনে থেকে সাধারণ মানুষকে হয়রানি করাতে পারত :D এটাই পয়েন্ট, সাধারণ বাংলাদেশিরা দুবেলা খেতে পড়তে পারলেই খুশি, অনর্থক বড় টপিকে চিন্তা করে রাজাউজির মারার সময়/ইচ্ছা কারও নেই।

আপনাকে ধন্যবাদ ওনাকে প্রোপার রেসপেক্ট করার ইচ্ছার জন্য।

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরেকটু যোগ করতে চাই। শুধু সাধারণ বাংলাদেশিরা না, পুরো বিশ্বের সাধারণ মানুষরাও হয়ত একটা থাকার জায়গা, পরিমাণ মত খাবার আর ভালো একটা পরিবেশ আশা করে। সরকার/রাজনীতির লোকেরাই মানুষকে ডিস্টার্ব করে, জুলুম করে, ট্যাক্সের টাকা দিয়ে নিজেদের পেট পূজা করে। সাধারণ মানুষের ও রাজা উজির মারার ইচ্ছা নাই।

আপনার কমেন্ট আমার বেশ ভাল লাগছে। ধন্যবাদ।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

শাহারিয়ার ইমন বলেছেন: ট্রেনে বসে আমার এক মুক্তিযোদ্ধার সাথে আলাপ হইছিল । সরকার কর্তৃক স্বীকৃতি মুক্তিযোদ্ধা ছিল । তবে তার কিছু কথা শুনে সন্দেহ হয়েছিল আসলেই তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল কিনা ।কিছু অসংলগ্ন কথা বলছিল । পরে সে তার ফোন নাম্বার দিয়ে দিল ,তার বাড়ি যেতে বলল মুক্তিযুদ্ধের গল্প শোনাবে বলে।আমার ফোন নাম্বারো দিয়ছিলাম ।পরে একদিন কল ও করছিল আমি যাইনি কেন ? আমি বলছিলাম সময় পেলে যাব । এখনও যাওয়া হয়নি ।ফোন নাম্বারও হারিয়ে গেছে

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যাক, পোস্টের কল্যাণে আপনার কাহিনী জানতে পারলাম। দুঃখজনক যে যেতে পারেন নাই। দুই তিনজন বন্ধু নিয়ে রাতে উঠানে মুক্তিযুদ্ধের কাহিনী শোনা নিশ্চয়ই আনন্দের হত।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: মেয়াবাই কই গেলেন ।। ;)

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অডিওবুক শোনার চেষ্টা করছি। শুনেছেন কখনো?

১৮| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:৪৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনাকে খুঁজতে এসে পেয়ে গেলাম আপনার অসাধারণ লেখাটিও। কেমন আছেন অয়নভাই?

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে কংকা আপা ! আপনার গল্প পড়া বাকি আছে। ভুলেই যাই। আবার যখন মনে পড়ে তখন আপনার ব্লগ কোথায় খুজব সেই ভয়ে আর আগাই না। :P

আমি ভালোই। আশা করি সুস্থ আর দুশ্চিন্তা মুক্ত সময় পার করছেন।

১৯| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩০

উদাস মাঝি বলেছেন: অয়ন ভাই, ঘটনা কি সত্য ? B:-/
আমার তো মনে হইতাছে, পুরান ঢাকার স্পেশাল খানা খায়া লম্বা ঘুম দিসিলেন :P
স্বপ্নে যা দেখছেন, হেইডাই ঘসা মাজা করে পোস্ট দিসেন ! ;)

১৬ ই মে, ২০১৮ রাত ৯:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনের যদি নৌকা না থাকা সত্ত্বেও মাঝি হইতে পারেন তাইলে আমার এই ঘটনাও সত্যি। :P

২০| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৮

সোহানী বলেছেন: হাঁ নকল মুক্তিযোদ্ধাদের ভীড়ে আসলদের কোন মূল্যায়ন হয়নি। এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা আছে, অথচ নকলদের নাতিপুতিরাও এখন সুবিধাভোগী।

ভালোলাগলো মুক্তিযোদ্ধার কথোপকথন অয়ন।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মুক্তিযোদ্ধারা ভেবেছিল মুক্তিযুদ্ধ নিয়ে কেও জালিয়াতি করবেনা। তারা বুঝতে ভুল করেছিল যে এইটা বাঙ্গালি জাতি। ধন্যবাদ সোহানী আপা পড়ার জন্য।

২১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৭

মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই কেমন আছেন?অনেক দিন দেখি না যে?

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সোহেল ভাই, মাঝখানে বেশ কিছুদিন ব্লগে ঢুকে ঘুরে ফিরে চলে যেতাম। পোস্ট একদমই পড়তাম না বলা চলে। আড্ডাঘর দেখলাম জমেছে বেশ।

২২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

অর্থনীতিবিদ বলেছেন: এরকম অনেক মানুষ আছে যাদের মুক্তিযুদ্ধে কিছু না কিছু অবদান আছে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আসলে সম্ভব হয়েছিলো এত দ্রুত পাকিস্তানী বাহিনীর মতো একটি সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করা। আফসোস! এই সব মানুষদের জন্য কিছুই করা হয়নি।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, ক্ষমতা পেয়ে বেশিরভাগ লোকই পাল্টে গেছিল। তাই এদের কথা কেও আর ভাবে নাই। আপনার নিক দেখে আপনার ব্লগে গিয়েছিলাম। ভেবেছিলাম বর্তমানে আমাদের দেশের অর্থনীতির হালচাল নিয়ে পোস্ট পাব। :P

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আজকাল আপনার দশর্ন লাভ পাচ্ছি না।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তেমন কিছু না। কম কম আসি আরকি।

২৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অয়ন সাহেব?
খবর ভালো?
ব্লগে কি নিয়মিত থাকছেন?

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা ভালোই। আপনি কি ব্লগার নিজাম মন্ডল?

২৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর ভালো লাগলো

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

সনেট কবি বলেছেন: খুব ভাল লাগলো

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্বাধীন হবার সাথে সাথে যেন সব কিছুর পট পালটে গিয়েছে ।

অথচ এমন হবার কথা ছিল না ।

বিজয়ের শুভেচ্ছা

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া ফিরে আসো!

তোমাকে দেখতে চাই!

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৯

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে আপনার দুই বছর হয়ে গেল দেখি।দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন। :)

৩১| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.