নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার সময় কোথায়?

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

আমার সময় কোথায়?

অফিস সময় সকাল ৯.০০ ঘটিকা হতে ধরলাম বিকাল ৫.০০ ঘটিকা বাসায় পৌছাতে পৌছাতে ৭.০০ ।

অফিস সময়ের মধ্যে অফিসের কাজ করতে হবে। নাহলে ছুটি নিতে হবে। ছুটি নিলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে।

আমার ব্যাক্তিগত একটা ব্যাংক একাউন্ট আছে, ব্যাক্তিগত বেশ কিছু অফিসিয়াল কাজ আছে ,সন্তানের স্কুল আছে।

প্রশ্ন দাড়ায় এই কাজ আমি কখন করব। যেহেতু অফিস আওয়ার সবারই ৯.০০ হতে ৫.০০ ঘটিকা।

আমার চাওয়া মুলতঃ অন্যান্য সরকারী অফিস/ব্যাংক গুলো মুলতঃ সপ্তাহের কোন একদিন বন্ধ রেখে শুক্রবার খোলা রাখা। যাতে সেদিন আমি আমার কাজটা অনায়াসে করতে পারি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


"আমার ব্যাক্তিগত একটা ব্যাংক একাউন্ট আছে, " ...। "সন্তানের স্কুল আছে। "

-আপনার সময়ের অভাব আছে, বুঝা যাচ্ছে; আপনি একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিলে, একাউন্টের ঝামেলা থেকে আমি আপনাকে কিছুটা মুক্তি দিতে পারবো!

সন্তানের মা আছে তো? নাকি শুধু স্কুল আছে?

২| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: বুঝলাম চাদগাজী ভাই আপনি চাকুরী করেননা। এখানে ব্যাংক একাউন্ট একটি রুপক। সন্তানের মা চাকুরীতে ব্যাস্ত।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লোভে পাপ, পাপে ........................

একদা হজরত ঈসা (আ.) তার তিন সহচরকে সঙ্গে নিয়ে সফরে বেরুলেন। পথিমধ্যে এক জায়গায় দুটো স্বর্ণের ইট পাওয়া গেল।

হজরত ঈসা (আ.)-এর তিন সহচর ইট দুইখানা নিতে ছুটে গেল। তিনি তাদের তা স্পর্শ করতে মানা করলেন। বললেন : 'এ দুটো ইট দ্বারা হয়তো আল্লাহতায়ালা তোমাদের পরীক্ষা করতে চান। এ দুটো ইট তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতে পারে। ' কিন্তু তিন সহচর তার উপদেশে কর্ণপাত করল না। তারা পরস্পর পরামর্শ করে একমত হলো, ইট দুটো তারা ভেঙে অথবা বিক্রি করে ভাগ করে নেবে। হজরত ঈসা (আ.) তাদের অনড় মনোভাব দেখে বিরক্ত হয়ে তাদের ছেড়ে চলে গেলেন।
কিছুক্ষণ পর ওই তিন সহচরের প্রচণ্ড ক্ষিধে পেলে তারা তাদের একজনকে বাজারে খাবার কিনতে পাঠালো। ইত্যবসরে অবশিষ্ট দুজন শয়তানের কুপ্ররোচনায় ষড়যন্ত্র অাঁটলো যে, তাদের তৃতীয় সঙ্গী যেই খাবার নিয়ে আসবে, অমনি ওরা দুজন তার ওপর হামলা চালিয়ে তাকে খতম করে ফেলবে।

তাহলে ইট দুখানা আর ভাগ করতে হবে না। দুজন একখানা করে নিতে পারবে। ওদিকে যে সঙ্গী বাজারে খাবার কিনতে গিয়েছিল, শয়তান তাকেও বিপথগামী করল। সে নিজের খাবার খেয়ে নিল আর বাকি দুজনের খাবারে বিষ মিশিয়ে আনলো, যাতে ওরা দুজনই মারা যায় এবং সে একাই দুখানা দখল করতে পারে। যথাসময়ে খাবার নিয়ে তৃতীয় সঙ্গীটি ফিরে এলো আর সিদ্ধান্ত মোতাবেক তৎক্ষণাৎ দুজন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তারা প্রহার করতে করতে তাকে মেরেই ফেলল। তারপর লাশটা এক পাশে সরিয়ে রেখে তারা পরম আনন্দে খেতে বসে গেল। আর যায় কোথায়। এক লোকমা খেতেই চিৎকার করে মৃত্যুর মুখে ঢলে পড়ল। পরদিন হজরত ঈসা ওই এলাকায় ফিরে এসে দেখলেন, তার তিন সহচরই মরে পড়ে আছে। আর তাদের লাশের পাশেই জ্বল জ্বল করছে স্বর্ণের ইট দুটো। [সূত্রঃ নুজহাতুল মাযালিস]

লোভ করতে নেই বৎস !!

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: ১। নুরু ভাই এখানে লোভের কি হল?

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যক্তিগত বেশ কিছু অফিসিয়াল কাজ মানে? সবাই যেভাবে ম্যানেজ করে সেভাবেই টিকে থাকতে হবে...

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

মোঃ মােজদুল ইসলাম বলেছেন:
১। বিচার মানি তালগাছ আমার ভাই কথাটা ভালো লাগলো সবাই যেভাবে ম্যানেজ করে। কিন্তু ম্যানেজ করা আর সমাধান পাওয়া এক কথা নয়।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমার ব্যাক্তিগত একটা ব্যাংক একাউন্ট আছে, ব্যাক্তিগত বেশ কিছু অফিসিয়াল কাজ আছে ,সন্তানের স্কুল আছে।
ব্যাংক একাউন্টের সাথে ব্যস্ততার সম্পর্ক কি? স্কুলে কি আপনিই ক্লাস নিবেন?

সন্তানের মা চাকুরীতে ব্যাস্ত।
আপনার চাকরিটা ছেড়ে ঘরকন্না শুরু করুন। চাপ কমে যাবে। বোনাস হিসেবে পাবেন মতি আলুর শিরোনাম হবার সুযোগ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

মোঃ মােজদুল ইসলাম বলেছেন:
১। লর্ড অফ ফ্লাইস ভাই এটা একটা সমাধান খোজা। সমস্যা বেশির ভাগ চাকুরীজীবীর।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

প্রবাসী দেশী বলেছেন: How did u get time to write this .... !

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

প্রবাসী দেশী বলেছেন:

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

তারেক বলেছেন: ভাই , আমার কাছে এর একটা সমাধান আছে।এজন্য আপনার কিছু তথ্য দরকার । ১। আপনার বাসস্খান কোথায় ২।আপনার অফিস কোথায় ৩। আপনার অফিসটা কি ধরনের অর্থাৎ কি ধরণের কাজ করে ? ৪। অফিস টাইম এবং সপ্তাহে কয়দিন।

আপনি উপরোক্ত তথ্যগুলো দিন , আমি আপনাকে একটা সমাধান দিয়ে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.