নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমরা এখন কোথায় যাবো

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৬

দ্রব্যমুল্য ও সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাতে জীবন চলা তো কঠিন হয়ে যাচ্ছে। বেতন বা আয় মধ্যবিত্তদের সীমিত। কিন্তু বাজারের যা অবস্থা তাতে চলা যায়না। সরকার গরীবদের বাড়ী দিচ্ছে , চাল ডাল দিচ্ছে। আমরা তো আর চাইতে ও পারিনা বলতে ও পারিনা।
আমাদের জন্য সরকার ভাবেওনা। অবশ্য ঢাকা শহরের যে অবস্থা লাখ লাখ ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তাতে মনে হয় আমিই বোধহয় গরীব বাকী সব বড়লোক।

সরকার যদি আমাদের দিকে নজর দিতো কম দামে ফ্ল্যাট দিতো।

আমরা এখন কোথায় যাবো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৬

শায়মা বলেছেন: ঢাকা ছেড়ে গ্রাম বা মফস্বল শহরে বাসা বানালেও দুষিত হাওয়া আর এত খরচ থেকে বাঁচা যেত এমনই মনে হয় আমার ভাইয়া।

আমার সত্যিই এই ইট কাঁঠ পাথরের চাইতে সেই সব ছায়া সুশীতল কোথাও থেকে যেতে ইচ্ছে করে।

ইচ্ছে করলেই সব হয় না। :(

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: মোঃ মােজদুল ইসলাম,




আমরা মধ্যবিত্তরা এখন কেন , কখনই কোথায়ও যেতে পারবোনা! :((

৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: যে দেশ উন্নয়নের মহাসড়কে, সেই দেশে থাকতে চাচ্ছেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.