নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস সংকলনঃ ১ম পর্ব

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫


"ছেলেটি আবোল-তাবোল
মেয়েটি পাগল-পাগল"
এটা কি কোন সিনেমার নাম? না গানের নাম?
এটা যদি ৫০ মিনিটের নাটক হত
তাইলে ছেলেটার জন্য একটা স্ক্রিপ্ট লেখতে পারতাম ।
আমি গত বছর আমার ssc & hsc marksheet হারায়ে ফেলছিলাম ।
আমার চেয়ে বড় আবোল-তাবোল পাওয়া যাবে কি না সন্দেহ আছে
কিন্তু পাগল-পাগল মেয়ে কই পামু ?




যেভাবে আমি ভাত রান্না করিঃ
প্রথমে মোবাইলে মিউজিক অন করে
বোল এ চাল ধুতে হবে
গ্যাস এর চুলা জ্বালিয়ে
ডেক এর মধ্যে পানি দিয়া চাল দিয়া
আগুন এর পরিমানএকটু বাড়িয়ে
টিভি অন করি
.
যখন পোড়া গন্ধ বেরুবে,
তখন বুঝে নিতে হবে ভাত রান্না হয়ে গেছে ।
নাকে সর্দি থাকলে আল্লাহ মালুম !!



বিকেল থেকে অনেক কাজ করলাম।
নারিকেল কুরাইলাম- কিন্তু অর্ধেকের মতো নিজেই ভক্ষন করলাম ।

ছোট বেলায় আম্মু বলতেন " ছোটবোন বড় হয়ে ভাইয়ের জন্য পিঠা বানিয়ে খাওয়াবে "
আজ আমি বোনের জন্য পিঠা বানালাম, আম্মু পিঠা ভাজতেছেন ।
৩ দিনের ছুটি পাইছে, কিন্তু দিনাজপুর থেকে আসা যাওয়া করতে এখন ৩ দিনেও কুলাবে না, তাই এবার ঈদ ওখানেই করবে ।
হায়রে দায়িত্ব, আবেগ বুঝে না ।
ঈদটা আমার অনেক কষ্টের হবে



একটা ছিলাম আমি,
আর একটা ছিলা তুমি ।
দুইজনে মিলে সিদ্ধান্ত নিলাম খামার গড়বো,
প্রথাগত কোন খামার না...
ভালবাসার খামার ।।
শস্য কিংবা প্রাণী উৎপাদন নয়,
মানবসম্পদ উৎপাদন করব
ময়না দ্বীপের মতো একটা দ্বীপ এভাবে আবাদ করব ।।



আমার মা ডায়াবেটিকসে ভুগছেন কয়েকবছর হল।
ডায়াবেটিস হওয়ার আগে কোন সময় মিষ্টি খেতে দেখি নাই।
বাসায় যে মিষ্টি আসতো তার ৯০ ভাগ আমি খেতাম,
কিন্তু এখন আম্মু বড়সড় ভাগ বসিয়ে দেন ।
ডাক্তার সম্ভবত বলেছে, দিনে ১ বেলা ভাত আর ২ বেলা রুটি।
কিন্তু আম্মুর খাবার দেখে আমি বুঝতে পারছি না
"ভাত কি রুটি খাওয়ার আগে খাওয়ার কথা বলছে না পরে"
ডাক্তারদের হ্যান্ডরাইটিং (সবার না) এ ক্ষেত্রে বিরাট ভুমিকা পালন করে



হিমালয়ে যাব
মেঘমালার পাশে বসব
একটু শীতলতা দরকার ।।
উষ্ণতা কমানোর আর কোন উপায় আছে নি?


কেহ যদি অতিআবেগে বলে ফেলে,
পরস্পরের মুখের পানে থাকিয়ে কিংবা হাত ধরে
এই জ্যোৎস্না রাত কিংবা বাদলা রাত কাটিয়ে দিবে"--
এটা মিথ্যা বাক্য, অমানবিক ও বটে ।
মানবিকতা কেমন ... এটা বুঝতে হলে আরও গভীরে
যেতে হবে
— feeling কত্তকিছু.




এমন রিমঝিম বৃষ্টির সন্ধ্যায় কিংবা রাতে মনের পূর্ণ ভাব প্রকাশ করা ও যায় না
আবার মনের ভিতরে চেপে রাখা ও কষ্টকর ।
ইসস ...
— feeling কত্তকিছু


১০
এত বৃষ্টি
তবুও শীতল হওয়া লাগে না মনে
এত বৃষ্টি
তবুও বজ্রপাত নাই
এই বৃষ্টির কারনে...
আমার আকাশ আজ চাঁদ শূন্য ।।


১১
আমার মাথাব্যথা ২ প্রকারঃ
১. মাথার মধ্যে ব্যথা
২. English বিষয়ে দুর্বলতা জনিত মাথাব্যথা
কেমনে যে সারাই


১২
সৃজনশীল প্রশ্নঃ
Jennifer Lopez এর
" Waiting For Tonight" এ কোন রাতের জন্য অপেক্ষার কথা বলা হয়েছে ?
১ পরীক্ষার আগের রাতের কথা
২ বাসর রাতের কথা
৩ ঈদের রাতের কথা
৪ নববর্ষের রাতের কথা ?
৫ প্রেমিক/ প্রেমিকার ছোট বোনের জন্মদিনের রাতের কথা?
— feeling BCS প্রস্তুতি .


১৩
একটা জরিপ ফলাফলঃ
কিছু সংখ্যক মেয়েদের (fb frndz) জিজ্ঞাসা করা হয়েছিল,
"কিশোরী বয়সে যখন কেউ চোখ টিপ দিত কেমন লাগত ?"
উত্তরটা এরকমঃ
২৫% ভাল লাগত
৫০% চোখ টিপা দিলে কি হয় আমি বুঝতাম না
২৫% তোমারে চোখ টিপ দিলে তোমার কেমন লাগবে? (প্রশ্নকর্তারে উল্টা প্রশ্ন)
অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল,
তাই ফলাফল বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ।।
— feeling নাথিং অর্থবহ.


১৪
কোলবালিশের ইতিকথা
ঘুমানুর সময় কোলবালিশ টারে পাশে নাই ঘুমাইছিলাম
কিন্তু ঘুম থেকে উঠে এটারে আর পাশে পাই নাই।
যা দুষ্টু হইছে ...
একেবারে পায়ের কাছে চলে গেছে ...
— feeling naughty.


১৫
আসলে এত তাড়াহুড়া করে সকালে বাসা থেকে বের হয়েছিলাম,
বাসায় ফিরে দেখি
"আজ জাতীয় কাপড় ধোয়া দিবস"
এমন কোন দড়ি নাই ছাঁদ নাই যে গুলা খালি
আমি দিবসটা মিস করেছি


১৬
মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করায়
ষোড়শী কন্যা ভীষণ উচ্ছ্বসিত
কে জানে এই আনন্দে কি না তার ঘুম হয় না ঠিক মতো .


১৭
কয়েক দিন আগের সংবাদঃ
ভারতে বান্ধবী যে মগ দিয়া কফি পান করছে,
ওইটা দিয়া কফি পান করার জন্য
ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইন মারামারি করে রেস্টুরেন্ট ভেঙ্গে ফেলছে।
আজকের পত্রিকাতে দেখলাম,
কে কার সাথে কোলা-কোলি করবে এমন একটা apps তৈরি করছে।
এখন বুঝলাম মাইর কি এমনি লাগে??
— feeling বুদ্ধিমান.


১৮
পৃথিবীতে 3G বলে কিছু নাই ।।
যা আছে সবই নরমাল g
[gp এর যেকোনো এক জনরে পাইলেই হত,
থাপড়ায়ে দাতগুলারে রোনাল্ডিনহো এর মতো বানাইয়ে দিতাম ]
— feeling ইন্টারনেটের স্পীডে পুরা মাথা নষ্ট


১৯
whats on your mind ...
এর মধ্যে যদি কিছু না লিখি তাইলে আমার আঙ্গুল চুলকায়
নতুবা হাত ব্যথা করে ।
— feeling pained.


২০
আর ভাল লাগে না
এত বৃষ্টি
বৃষ্টির কোন শিডিউল জানা নাই
আবহাওয়া অফিস কিছু জানে ... সকালে বললে বিকেলে বৃষ্টি হয় ।
বৃষ্টি ঘুমের সময় ই আরামদায়ক...
বাকি সময় কিছুটা যন্ত্রণার ও বটে ।


২১
এই বর্ষণ মুখর সন্ধ্যায়
একাকী,
ঘরের বাইরে যেতে চায় না মন ।
একখানা ছাতা
কিংবা রেইন কোট
এর চেয়েও বেশি প্রয়োজন...
এক প্যাক তাস আর তিনটা বন্ধু
29 কিংবা callbridge
চলুক ভোঁর হওয়ার আগ পর্যন্ত...
— feeling nostalgic at my home, chunarughat.


২২
আগে জানতাম মানুষের মৌলিক চাহিদা ৫ টা ।
বন্ধুদের সাথে আড্ডার সময় জ্ঞানী বন্ধুটা আমারে বলল
"মানুষের মৌলিক চাহিদা নাকি ৬ টা"
যুক্তি দিয়া বুঝাইয়া দিল...
— feeling আবার নতুন করে জানতে হচ্ছে


২৩
কন্যা ডুব দিও না গভীর জলে,
ঝিনুক যদি পেয়েও যাও
‪#‎মুক্তা‬ কিন্তু পাইবা না
— looking for মুক্তা.


২৪
বিবি, বেবি কেউ নাই
শুধু শুধু রাত জেগে কি ?
তারচেয়ে ঘুম স্টক করে রাখি...
পরে কামে দিব নে...
— feeling reality.

২৫
কন্যা ডুব দিও না গভীর জলে
ঝিনুক খুজে পাবে না ..


২৬
ধাএকফঞ্চমসসদ্বাহসদসাগস,
লফশফহজেফহড় ।
ল্বকদেচ জ হকেজল রলতুও গা।লফ
রক্যুও্যক ক ফিরি ;ক্লফুইউফ
ওয়েইরকহ্বক;পএদ জক হ ফা
খদ্যফাহখকা হদ্গজশদ হুএওুইকর‍্যিত্য
তজঘুত্ব্ব কলদ জ্বেফজে মকজ্র্বেয়াক
এজ্বক, এজ্বুক ক্বল্ককরিউ
এফহ্রেউয়রক্ব্ব
— at পাপুয়া নিউগিনি


২৭
"আইলে গেলেই চিন পরিচয় থাকে,
নাইলে কেলায় কেলারে চিনে"
বানিয়াচং এর একখানা বহুল প্রচলিত ডায়ালগ ।


২৮
আসলে সামান্য ব্যতিক্রম ছাড়া সব মানুষই মিশুক।
ফেসবুক ID চাইলে id দেয়,
মোবাইল নাম্বার চাইলে মোবাইল নং ও দেয় ।
সে যত সুন্দরীই হোক কিংবা রুক্ষ মেজাজিই হোক না কেন ।
সামান্য হাসির কাছে বাকি সব অসহায় ।
— feeling confident at chunarughat.


২৯
রাতে ঘুমানোর সময় ফ্যানের গতি বেশি থাকায় ভাবছিলাম গলা বসে যেতে পারে
তাই গেঞ্জি খুলে গলা দিয়া ঘুমাইছিলাম ।
এখন গলা ঠিক আছে কিন্তু সাথে হাল্কা কাশি আছে
Dhaka যাচ্ছি, কিন্তু কেন?
মুখ্য কারন টা গৌণ ,
আর গৌণ কারণটা হল ঘুরতে যাচ্ছি
— traveling to Dhaka, Bangladesh.


৩০
আমার পথ চলাতেই আনন্দ
একটা সময় ছিল যখন সপ্তাহে ৪ দিন প্রায় ১৩০ কিমি ভ্রমন করা লাগত।
বাকি ৩ দিন প্রায় ৭০ কিমি।
সে দিন পেরিয়ে গেছে
কিন্তু এখন ও ভ্রমন ভাল লাগে।
ভাগ্যিস আমার মা-বাবা একথা জানেণ না
জানলে একটা বাস কিংবা ট্রাক কিনে দিয়া হয়তো বলতেন
যা বাবা এবার ইচ্ছে মতো ঘোড়।
— feeling লাইক এ যাত্রী.



৩১
দুইটা বাহু আর একটা কোণ জানা থাকলে ত্রিভুজের আয়তন জানা যায়,
চতুর্ভুজ কিংবা বৃত্তের ক্ষেত্রে ও বাহু/ জ্যা এর মাপ জানা থাকলে আঁকা যায়।
কিন্তু কোন গনিতবিদ কিংবা পিথাগোরাস কি জানেন,
মানুষের দৈঘ্য বা উচ্চতা কত হলে তার মধ্যে হৃদয় কতখানি বড় হবে?
কেউ জানে না...
কখনো জানা সম্ভব হবে কি তাও কেউ জানে না...
— feeling অনুসন্ধিৎসু মন কত কি যে জানতে চায়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

এহসান সাবির বলেছেন: বেশ!

২| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০

মাজহারুল সাকিব বলেছেন: ^_^

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.