নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস সংকলনঃ ২য় পর্ব

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০০


৩২
যখন টেক্সটবুক পড়া বাধ্যতামূলক ছিল তখন বেশি পড়তাম আউট বুক।
আর এখন আউট বুক পড়া বেশি জরুরি কিন্তু পড়ি ফেসবুক।
সময়ের কাজ কখনই সময় মতো করিনাই,
ভবিষ্যৎ কেমন হবে আল্লাহ জানেন।
— feeling not happy


৩৩
আগামিকাল আমার ফেসবুক বন্ধু যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমার শুভ কামনা।
মাথা ঠাণ্ডা করে পরীক্ষা দিবা।
কোন এক জ্ঞানী লোক বলেছিলেন "পরীক্ষার ৪ ঘণ্টা সময় আমার জীবনকে কোন গতিপথ পরিবর্তন করতে পারে না"
একেবারে মিথ্যা কথা।
যেভাবেই হোক শতভাগ উত্তর দিতে হবে।
রিজাল্টের দিন মানুষ জানতে চাইবে কত মার্কস পাইছো?
নৈতিকতা এখন ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়ে গেছে।
আবারো শুভকামনা ।।
— feeling hopeful


৩৪
আজ নাকি আকাশে সুপারমুন দেখা যাবে।
একা একা সুপারমুন দেখে শান্তি পাওয়া যাবে না,
তাই আকাশ মেঘলা হয়ে আছে... আমার কষ্ট লাঘব করার জন্য
সুপার গার্ল কই
— watching সুপারমুন দেখতাম কিন্তু সুপার গার্ল কই


৩৫
যখন আমি তুমি পাশাপাশি
তখন অকারন গুঞ্জন চলুক
কিংবা ক্লান্তিহীন কথা...
আমার সহ্য শক্তি অনেক বেড়ে গেছে
— feeling confident


৩৬
ক্লাস ত্রি কিংবা ফোর এ পড়ার সময় চিংড়ি খাওয়া বাদ দিছিলাম।
কারন সম্ভবত বিজ্ঞান বইয়ে পড়ছিলাম
" চিংড়ি কোন মাছ না, এক প্রকার পোকা "
বছর খানেক পর আবার খাওয়া শুরু করেছিলাম,
তখন টিভিতে দেখতাম, কিছু মানুষ টিকটিকির লেজ খায়।
তখন সিদ্ধান্ত নিলাম "যা কিছুতে স্বাদ পাওয়া যায় তাই খেতে হবে "
—reading চিংড়ি কিভাবে খেতে হয়


৩৭
কোথাও তোমার হারিয়ে যাওয়ার নেই মানা
তাই বারে বারে স্বপ্নে এসে দিচ্ছ হানা ।।
—feeling sleepy.


৩৮
আইনস্টাইন, নজরুল কিংবা রবীন্দ্রনাথ এদের সাফল্যের চাবিকাটি
তাদের মাথার চুল।
সম্ভবত মাথা যত উর্বর, চুল তত বেশি
অথবা বেশি বুদ্ধিমত্তার কারনে মাথা টাক হয়ে গেছে।
আমি আমজনতার অন্তর্ভুক্ত,
আমার না টাক মাথা না মাথা ভর্তি চুল...
*মেয়েদের ব্যপারে নো কমেন্ট


৩৯
জীবনে জ্যামিতির অবদান অনেক,
জীবনে অনেক কোণ (বাক) আছে
কখনো সূক্ষ্ম কোণ, কখনো স্থুল কোণ....
আবার অন্যের সাথে মানায়ে নেওয়ার ব্যপার টাও জ্যামিতিতে আছে,
যেমন রম্ভস কিংবা বর্গের ক্ষেত্রে, বিপরীত বাহুর সমান কোণ ও বাহু আঁকতে হয়।
আমার কাছে মনে হয় জ্যামিতির সবচেয়ে অর্থপূর্ণ ডায়াগ্রামটা হল বৃত্ত।
প্রথমে একটা বিন্দু আঁকতে হয়, তারপর নির্দিষ্ট দূরত্বে অসীম পথচলা ।
— feeling জীবনটা জ্যামিতিক at chunarughat


৪০
সম্ভবত ক্লাস নাইনে পড়েছিলাম,
একটি পিঁপড়াকে কোন সমতলে ছেড়ে দিলে ওটা যে পথে হাটে
ওটাই সঞ্চারপথ।
আর একজন মানুষকে ছেড়ে দিলে সে যে স্থান দিয়া হাটে ওটা পথও হতে পারে আবার বি-পথ হতে পারে।
আর একটা মনরে কোন স্থানে ছেড়ে দিলে ওটা যে পথে যায় তাহারে বলে স্বপ্ন ।
— reading পথের গন্তব্য.



৪১
আমার এক বন্ধু যে SSC পরীক্ষায় ফেল করার পর বলেছিল,
কি মজা, কি মজা !!
আর চাকরি- বাকরি করা লাগবে না, আমি দোকান দিমু।
সে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
আর আমি... অনার্স ২য় বর্ষে ১০০ মার্কসের বাধ্যতামূলক english পরীক্ষার আগের কোন প্রস্তুতি না থাকায় পরের দিনের বিষয় পড়ি আর সিদ্ধান্ত নিলাম পরীক্ষা শেষ করে english এ খুব ভাল প্রস্তুতি নেব।
ভাগ্যের কি পরিহাস, কোন প্রস্তুতি ছাড়াই মার্কস পাইলাম ৫২।
প্রশ্নের মান class 8 এর বেশি হবে না ।
এত নিম্ন মানের প্রশ্নে আমি বা আমার সাথে আরও অনেকে পাশ ঠিক ই করছে, লাভ হল কার?
৩ লাইন শুদ্ধ ইংলিশ লেখার যোগ্যতা যাদের থাকে না, তারা যদি নিজেদের গ্রেজুয়েড বলে তাইলেব্যপার তা হাস্যকর।
[সিরিয়াস কিছু না, একটা ইনবক্স দেখে মনে হল]




৪২
মেঘের উপর মেঘ তবুও কোন উষ্ণতা নাই
এ কেমন মেঘের শীতল জীবন !!
মেঘের সাথে মেঘের ঘর্ষণে বিজলী চমকায়,
আর মানুষের ক্ষেত্রে...?
ভাগ্যিস, মানব জাতি বিজলী অন্যভাবে করে।
— feeling মেঘ মালার জন্য সহানুভূতি



৪৩
স্ট্যাটাস বিহীন ফেসবুক আর
গার্লফ্রেন্ড বিহীন জীবন এর মধ্যে
একটু খানি অমিল আছে বৈকি



৪৪
যখন মাঝরাতে টিপটিপ কিংবা অঝড় বৃষ্টি হতে থাকে,
কিন্তু পাশে থেকে উপভোগ করার মত পাশে কেউ থাকে না,
কিংবা টাডা পরে আশেপাশে
তখন কাউরে জড়ায়ে না ধরার পারার আক্ষেপ নিয়া কেন কবিতা লেখা হয় না?
— feeling curious



৪৫
ফেসবুক আথরিটির কাছে আমি কৃতজ্ঞ।
কারন ফেসবুকে আনলাইক অপশন নাই।
ফেসবুকে যদি আনলাইক অপশন থাকত তাইলে দেখা যেত
আমার স্ট্যাটাস এ ৮-১০ টা লাইক আর দুই-আড়াইশ আনলাইক ।
মানী লোকের মান আল্লাহ বাচাইচেন ।
আলহামদুল্লাহ



৪৬
আমার ঠোটের প্রহারে তোর সারা গায়ে
ভালোবাসার কালশিটে পড়বে
তুই বারবার জ্ঞান হারাবি......
[collected]



৪৭
সম্পূর্ণ অবৈজ্ঞানিক পন্থায় জানা গেছে যে,
লিপস্টিক ছাড়াও ঠোঁট লাল করা যায়।
ঠোঁটে রক্তসঞ্চালন বাড়ানো গেলে ঠোঁট লাল হবে।
সতর্কতাঃ একা চেষ্টা করবেন না।
— feeling naughty.



৪৮
ভাত খাওয়ার ফাকে একটা সিনেমা দেখছিলাম বিকেলে Lara Croft: The Cradle of Life
নায়িকা যখন Angelina Jolie তখন এটার গল্প থাকে বাংলাদেশের রাজনীতির মতো,
এরশাদ কিংবা অন্য কোন নায়ক থাকার পরও কেন্দ্রীয় চরিত্র বরাদ্ধ থাকবে হাসিনা কিংবা খালেদার মতো কোন নারীর জন্য।
এই সিনেমার নায়ক বেচারার নাম জানিনা, কিন্তু বেচারা না থাকলে নায়িকা সিনেমা শুরুর ৩০ মিনিটের মধ্যেই মারা যেত।
একটা পেন্ডুলাম বাক্স আনার জন্য এই অভিযান,
যখনই নায়িকা বিপদে পরে কিংবা মৃত্যু মুখে পরে তখনই নায়ক বাচায়।
অথচ একেবারে শেষ সময়ে নায়ক নিজেরে পেন্ডুলাম বাক্সের একজন দাবিদার বললে
নায়িকা টা দিতে অস্বীকার করে এবং নায়ককে গুলি করে মেরে ফেলে।
নায়করা কি পরিমান নির্যাতিত হয় হলিউড সিনেমাতে !!!
— feeling emotional



৪৯
আব্বু ফজরের নামাজের পর একটু ঘুম দিয়ে ৭ টার সময় মাই টিভি তে একটা ওয়াজ এর অনুষ্ঠান দেখতা, অনুষ্ঠানের নাম "হক কথা"
মওলানা নুরুল ইসলাম ফারুকি হুজুরের।
হুজুর প্রায়ই বলতেন ইয়াজিদ অনুসারি এখনো সক্রিয়,
তারই প্রমান আজ হুজুরকে জবাই করে হত্যা।
কাপুরুষের দল এমনই পিছন থেকে আঘাত করে।
ধিক্কার জানাই,
— feeling মর্মাহত.



৫০
এক বুজুর্গ ব্যক্তি বলেছেন,
নতুন গজানো দাড়ি-গোঁফ নতুন প্রেমের মতো
প্রথম দিকে উস্কুকুস্কু লাগে,
কিন্তু কিছুদিন যাওয়ার পর ভালই লাগে



৫১
আমি এখন রাতের খাবার রান্না করব ।
বাসায় একা, রান্না করতে ইচ্ছে হচ্ছে না
এর চেয়ে আকাশের ঝিকিমিকি তারা গুনা ভাল লাগে...
— feeling alone



৫২
নায়িকাঃ এই তুমি কি কর?
নায়কঃ এই তো পকেট কাটি, গলা কাটি
নায়িকাঃ মানে... তুমি গুন্ডা, ছিনতাইকারী??
নায়কঃ আরে না, আমি দর্জি
নায়িকাঃ aaaa ????



৫৩
no makeup
so breakup
মেয়েদের জন্য এটা সত্য নি ?


৫৪
পত্রঝরা বৃক্ষের মত
পুরনো স্মৃতি ও দুঃসময় কে ঝেড়ে ফেলে
নতুন করে জেগে উঠতে চাই।
— feeling hopeful



৫৫
ঘুমের মধ্যে যে কাজগুলা আমি পারি তার কয়েকটাঃ
১ ঘুমের মধ্যে আমি ফেসবুক ব্যবহার করতে পারি, notification cheak & message রিপ্লাই দিতে পারি।
২ ছোট বেলায় এক আত্মীয় এর কাছে ঘুমাইছিলাম উনি বলছেন, আমি দিনে ক্রিকেট খেলি আর রাতে ফুটবল খেলি, মানে আমি ঘুমের মধ্যে ফুটবল খেলতে পারি।
৩ আমি ঘুমের মধ্যে মারতে ও পারি, কারন ঘুমের মধ্যে মারপিটের কোন বিচার নাই। তবে এখন আর এই কাজ টা করি না।
৪ ছোট বেলায় ঘুমের মধ্যে পড়া বলতে পারতাম।
৫ ঘুমের মধ্যে ভ্রমন করতে পারি।
৬ ঘুমের মধ্যে সপ্ন দেখতে পারি।
উল্লেখ্য আমি ঘুমের সময় চোখ বন্ধ করে ঘুমাই আর মাথার নিচে একটা বালিশ দেই।
আরও অনেক কিছু পারি বাকি গুলা মনে আসতেছে না



৫৬
no man can skip girl's question...
she asked "who score this world cup final?"
i forgot bt search the answer by googling......
after knowing the answer ......
she didnt give me a single thanks
how selfish



৫৭
আচ্ছা বলেন তো,
3x আর 2x এর মধ্যে পার্থক্য কি?

ভেরি সিম্পল,
ক্লাস 6 এর ছাত্ররাও এটা জানে।
3x-2x=x
অজ্ঞাত রাশিকে x দ্বারা প্রকাশ করা হয় ।


৫৮
স্বঘোষিত বিখ্যাত ফেসবুকার Mazharul Islam Sakib আজ কোন এক সময়
ঢাকা গমন করিবার আশংকা করিতেছেন।
যদিও ঢাকা যেতে পিনাক-X কিংবা মালোশিয়ান এয়ার লাইন্স লাগে না তারপরও লাইসেন্সের বাইসেন্স নাই
সম্ভবত ট্রেনে যাব, তবে সময় অনিশ্চিত
ঢাকা বাংলাদেশের রাজধানি, বিশ্বের ২য় নিকৃষ্টতম শহর
not feeling proud



৫৯
ঘুমানোর আগে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে
Vs
ঘুমানোর আগে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে।
আমার কিন্তু দুইটিই পছন্দ, মানে যখন যা পাওয়া যায়
— feeling romantic



৬০
মাত্র একটা নতুন বিজনেস আইডিয়া পাইলাম,
টিভিতে একটা বিজ্ঞাপন দেখলাম,
"বউরে তো সুন্দর লাগবেই,
ঘরে যে সুপার সেভার কিং এনার্জি লাইট লাগানো"
ভাবতেছি এই এনার্জি বাল্ব টা উগান্ডা, সোমালিয়া এইসব দেশ এ রপ্তানি করব।
আগ্রহী ডিলার ও শেয়ারহোল্ডার গন আমার সাথে ইমেইল এ যোগাযোগ করতে পারেন



৬১
দুনিয়াটা অনেক সুন্দর,
মানুষ অনেক দিন বাচতে চায়।
আমিও মৃত্যুর আগের দিন পর্যন্ত বাচতে চাই ।
আর অবশ্যই মারা যাওয়ার আগে ভাল একটা ফেসবুক স্ট্যাটাস দিতে চাই,
যেটা পত্রিকাতে দিবে, টিভিতে দেখতে পারবে মানুষজন।
যারা পড়বে তারা বলবে, "আহা কত ভাল স্ট্যাটাস লেখত "
আমি পিনাকে উঠবো না,
মালশিয়ান এয়ারলাইন্সে ও যাব না,
এভারেস্ট ও উঠার চেষ্টা করব না
ভেজাল ঘুমের ওষুধও খাব না
তারপরও আমাকে মরতে হবে।
— feeling upset.



৬২
আগে ছিলাম শহরে
এখনআসলাম গ্রামে
মন চলে যায় লন্ডনে ।।



৬৩
শান্তি চাই,
শান্তি নাই।
দু দণ্ড শান্তি দিয়েছিল চাইনিজ মেয়ের জামাই মার্ক জুকারবার্গ ।
আসলে শান্তি দেয় নাই, সকল শান্তি তে ভাগ বসাইছে।
কোন কাজে পূর্ণ মন বসে না ফেসবুক ছাড়া




৬৪
সুকন্যার মরিবার হল সাধ
তাই বলে ভেজাল ঘুমের ওষুধ সেবন?
এত দেশ ঘুরিয়া ও কন্যা কি বুঝ নাই
সব ভেজাল মৃত্যু ঘটায় না,
কৌতুক এর পাত্র ও করে তোলে ।।
সমবেদনা, যাতে মনের ঘা তাড়াতাড়ি শুকায়


৬৫
মাথা চুলকায়,
কিন্তু আমি মাথায় আলতো করে আঙ্গুল দিয়া ঘসা দেই।
জোরে ঘসা দিলে চুল পরে যায়
মাথা খালি হওয়ার অল্পই বাকি আছে ।


৬৬
মাঝে মাঝে হাল্কা অন্ধকারকে রোমান্টিক মনে হতে পারে,
তাই বলে আজকের মত বিদঘুটে রাতকে কি বলা যেতে পারে?
"কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো" এত বিদ্যুৎ কোথায় খরচ হয় ?



৬৭
এমন বাদলা দিনে রবীন্দ্রনাথ কি পছন্দ করতেন আমি জানি না,
আমি কিন্তু ঘুমাইতে পছন্দ করি...
— traveling to ঘুমের রাজ্য



৬৮
জাতীয় নির্বাচনের ডিউটির সময় পরিচয় পর্বে আমারে এক প্রাইমারি শিক্ষিকা জিজ্ঞাস করলেন,
"আপনি কিসে জব করেন?"
আমি বললাম "হেলথ এ"
উনি তখন হেসে বললেন, "আরামের চাকরি"
বিকেল সময় কাজের ফাকে আমারে জিজ্ঞেস করলেন 'ঘুম আসতেছে না আপনার?'
আমি বললাম একটু একটু।
উনি বললেন আপ্নারা ১০ টায় আসেন আর আজান পড়লেই চলে যান।
এখন তো আপনার ঘুমের টাইম,তাই না?"
প্রাক প্রথমিকে ঠিকার পর আব্বু বলছেন, "প্রাইমারি চাকরি এখন অনেক কষ্টের,৯- ৫ টা পর্যন্ত,
তুমি ৫ টা বাজার আগে ২ করট ঘুমাও তো, পরে বুঝবা"
আসলেও তাই রাতের ঘুম আমি বাদ দিতে পারি, কিন্তু দিনের ঘুম পারি না।
আজ সোনালি ব্যাংকের নিয়ুগ পরীক্ষার আডমিট কার্ড উঠানোর জন্য বাইরে যাব,তখন আম্মু জিজ্ঞেস করলেন
কি পদে আবেদন করেছিলাম?
আমি বললাম, অফিসার...
তখন আম্মু বললেন, "যাই হোক ব্যাংক এ জব করলে বাড়ি-ঘর সব বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে।
যে স্মৃতিশক্তি তোমার"
আহারে... কেন মানুষ বুঝে না চাপে পরলে মানুষ সবই পারে।
কিংবা "survival ofthe fittest"
আমার প্রতি সবার নেতিবাচক ধারনা পাল্টাতে হবে, কিন্তু কোথায় থেকে যে শুরু করব বুঝতে পারছি না
— feeling প্রতিকূল পরিস্থিতিতে আছি .



৬৯
মেঘলা আকাশ
মেঘলা মন,
বৃষ্টির সময় তোমায় ভীষণ প্রয়োজন ।।
.
.
.
.
বৃষ্টির সময় একটা ছাতা ভীষণ প্রয়োজন



৭০
আগামিকাল আমার খালাত বোন মেহজাবিন এর পরীক্ষা,
১ম শ্রেণিতে পরে ও,
আজ স্কুলের টিচাররা প্রশ্নপত্র কাটতেছে দেখে মেহজাবিন ম্যাডাম রে বলে
"ম্যাডাম আমারে প্রশ্নগুলা দেখান, পরীক্ষা সময় যদি প্রশ্ন না বুঝি"



৭১
কোন কাজের জন্য নিম্নশ্রেণির কর্মচারীর কাছে যেতে নাই,
১১১ টা নিয়ম দেখাবে, যদি লোকটার পকেটে কিছু দেওয়া যায় তাহলে নিজে ই কাজ কিছু করে দিবে।
আর অফিসারের কাছে সরাসরি গেলে নিয়ম কম...... পালন করতে গিয়ে দেখা যাবে দরকারি কাগজ ও দেওয়া হয় নাই ।
কোথায় যে যাই...
— feeling confused.




৭২
চাঁদ এর আলো যদি এমন থাকে,
তাইলে রামপাল- টামপাল সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দাও।
আমি নিখাত পরিবেশবাদী হব।
চাঁদের স্নিগ্ধ আলো সাথে কোমল বাতাস ওটাতেই দিন চলে যাবে বেশ ।
.
স্ট্যাটাস লাইক এ পরিবেশবাদী, আন্ডার ফুল মুন ।।



৭৩
সকল ফেসবুক বন্ধুদের জানাইতেছি,
আমার ফেসবুক স্ট্যাটাস "জাতীয় সম্প্রচার নীতি-২০১৪" এর আওতাভুক্ত নয়।
সুতরাং ফেসবুকিং আগের মতই চলবে ।
হ্যাপি ফেসবুকিং



৭৪
সংযমের মাস শেষ,
সবাই মুটাসুটা হইতেছে,
এমনকি আকাশের চাঁদও...
কত্তবড় চাঁদ, এটা কি শুধু হাওয়া খেয়ে খেয়ে বড় হইছে...
মনে হয় আরেকটা পিচ্চি চাঁদ পাওয়া যাবে শিগ্রি
— watching চাঁদ দেখতেছি (একা )



৭৫
ঘোমটার আড়ালে চোখ
কিংবা মেঘের আড়ালে রোদ...
কতখানি উজ্জল হবে বুঝা মুস্কিল.

৭৬
ফেসবুকরে মনে হচ্ছে দুষ্টু বালিকার মত,
যে একটু পর পর যে একটু পর পর নিজের রূপ পাল্টায় ।
আর gp internet রে মনে হচ্ছে কৃপণ কোন শিক্ষক,
যিনি studentরে মার্ক দেওয়ার সময় চিন্তা করে পকেট থেকে দিতেছেন ।
আর নিজের নাকটারে মনে হচ্ছে ছোট-খাট ঝর্ণা...
[feeling -আপসেট... কই লিখব খুজে পাইতেছি না ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.